২০২০ সালের শ্রেষ্ঠত্বের বিবেচনায় সংগীতের বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ)। ১ অক্টোবর বিএমজেএ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেয়। সংগীতের বিভিন্ন ক্ষেত্রে ১১ জনকে বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়েছে। এবার সংগঠনটি আজীবন সম্মাননায় সম্মানিত করেছে কণ্ঠশিল্পী রুনা লায়লাকে।
রুনা লায়লা ৬০-এর দশকে নিয়মিত পাকিস্তান টেলিভিশনে গাইতেন। ১৯৬৬ সালে লায়লা উর্দু ভাষার ‘হাম দোনো’ চলচ্চিত্রে ‘উনকি নাজরোঁ সে মোহাব্বত কা জো পয়গম মিলা’ গান দিয়ে আলোচনায় আসেন। ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া শুরু করেন রুনা লায়লা। বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, স্পেনীয়, ফরাসি, লাতিন, ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন।
বিএমজেএ মিউজিক অ্যাওয়ার্ড-২০২০ বিজয়ীরা হলেন সেরা সংগীতশিল্পী: তাহসান খান (গান: আবদ্ধ রবো না), সেরা গীতিকার: জুলফিকার রাসেল (গান: চোখের ভেতর, শিল্পী: টিনা রাসেল), সেরা সুরকার রাজন সাহা (গান: হৃদয় অনুরাগে, শিল্পী: শুভমিতা ব্যানার্জি), সেরা সংগীত পরিচালক: বাপ্পা মজুমদার (গান: লকডাউন ঢাকা, শিল্পী, গীতিকার ও সুরকার বাপ্পা মজুমদার), সেরা সমালোচক পুরস্কার (পুরুষ শিল্পী): বদরুল হাসান খান ঝন্টু (গান: সাদা কাগজে), সেরা সমালোচক পুরস্কার (নারী শিল্পী): আফরোজা মোমেন (গান: যদি সন্ধ্যা নামে), সেরা সম্ভাবনাময়ী শিল্পী: নাদিরা মুক্তা (গান: খুনসুটি মন), বিশেষ জুরি অ্যাওয়ার্ড (সংগীতশিল্পী): তানজিনা রুমা (গান: আঁধার সরিয়ে), সেরা প্রযোজনা প্রতিষ্ঠান: গানচিল মিউজিক এবং সংগীতে বিশেষ অবদানের জন্য (মরণোত্তর) পুরস্কার পাচ্ছেন কামরুল হাসান খান (চলচ্চিত্র প্রযোজক-দেবদাস)।
করোনা পরিস্থিতি বিবেচনায় বিএমজেএ অনলাইনে এ পুরস্কার ঘোষণা করে। তবে পরবর্তী সময়ে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে।
২০২০ সালের শ্রেষ্ঠত্বের বিবেচনায় সংগীতের বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ)। ১ অক্টোবর বিএমজেএ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেয়। সংগীতের বিভিন্ন ক্ষেত্রে ১১ জনকে বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়েছে। এবার সংগঠনটি আজীবন সম্মাননায় সম্মানিত করেছে কণ্ঠশিল্পী রুনা লায়লাকে।
রুনা লায়লা ৬০-এর দশকে নিয়মিত পাকিস্তান টেলিভিশনে গাইতেন। ১৯৬৬ সালে লায়লা উর্দু ভাষার ‘হাম দোনো’ চলচ্চিত্রে ‘উনকি নাজরোঁ সে মোহাব্বত কা জো পয়গম মিলা’ গান দিয়ে আলোচনায় আসেন। ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া শুরু করেন রুনা লায়লা। বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, স্পেনীয়, ফরাসি, লাতিন, ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় ১০ হাজারেরও বেশি গান করেছেন।
বিএমজেএ মিউজিক অ্যাওয়ার্ড-২০২০ বিজয়ীরা হলেন সেরা সংগীতশিল্পী: তাহসান খান (গান: আবদ্ধ রবো না), সেরা গীতিকার: জুলফিকার রাসেল (গান: চোখের ভেতর, শিল্পী: টিনা রাসেল), সেরা সুরকার রাজন সাহা (গান: হৃদয় অনুরাগে, শিল্পী: শুভমিতা ব্যানার্জি), সেরা সংগীত পরিচালক: বাপ্পা মজুমদার (গান: লকডাউন ঢাকা, শিল্পী, গীতিকার ও সুরকার বাপ্পা মজুমদার), সেরা সমালোচক পুরস্কার (পুরুষ শিল্পী): বদরুল হাসান খান ঝন্টু (গান: সাদা কাগজে), সেরা সমালোচক পুরস্কার (নারী শিল্পী): আফরোজা মোমেন (গান: যদি সন্ধ্যা নামে), সেরা সম্ভাবনাময়ী শিল্পী: নাদিরা মুক্তা (গান: খুনসুটি মন), বিশেষ জুরি অ্যাওয়ার্ড (সংগীতশিল্পী): তানজিনা রুমা (গান: আঁধার সরিয়ে), সেরা প্রযোজনা প্রতিষ্ঠান: গানচিল মিউজিক এবং সংগীতে বিশেষ অবদানের জন্য (মরণোত্তর) পুরস্কার পাচ্ছেন কামরুল হাসান খান (চলচ্চিত্র প্রযোজক-দেবদাস)।
করোনা পরিস্থিতি বিবেচনায় বিএমজেএ অনলাইনে এ পুরস্কার ঘোষণা করে। তবে পরবর্তী সময়ে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হবে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
৮ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১০ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১৮ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১৮ ঘণ্টা আগে