Ajker Patrika

এক মঞ্চে তিন প্রজন্ম: সবচেয়ে ধনী মনে হচ্ছে নিজেকে, বললেন হাবিব

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ২৬
এক মঞ্চে তিন প্রজন্ম: সবচেয়ে ধনী মনে হচ্ছে নিজেকে, বললেন হাবিব

দেশের জনপ্রিয় বাবা-ছেলে জুটি ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদকে অনেকবার দেখা গেছে এক মঞ্চে। বেশ কয়েকটি অ্যালবামেও দুজন কাজ করেছেন একত্রে। এবারই প্রথম তাঁরা মঞ্চে পারফর্ম করলেন তিন প্রজন্ম নিয়ে। হাবিব ওয়াহিদের ছেলে এগারো বছর বয়সী আলিম ওয়াহিদকে নিয়ে এদিন মঞ্চে পারফর্ম করেন হাবিব, আর সেখানে যুক্ত হন আলিমের দাদা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।

আজ এক ফেসবুক পোস্টে সেই অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে হাবিব লিখেছেন, ‘আলিমের স্কুলের ৫০ বর্ষপূর্তি অনুষ্ঠানে আমি, আলিম এবং ওর দাদা একসঙ্গে একই স্টেজে প্রথমবারের মতো পারফর্ম করি। কখনো কল্পনা করিনি জীবনে এমন কোনো মুহূর্তের অভিজ্ঞতা হবে! সবই মহান স্রষ্টার ইচ্ছা।’

ভিডিওতে হাবিবের সঙ্গে ড্রামস বাজাতে দেখা যায় আলিমকে। এরপরই হাবিব মঞ্চে ডেকে নেন ফেরদৌস ওয়াহিদকে। বিষয়টি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন হাবিব। আজকের পত্রিকাকে হাবিব বলেন, ‘আসলে এই অনুভূতি প্রকাশের ভাষা আমি জানি না। তবে এতটুকু বলতে পারি, নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী মনে হচ্ছে, সংবাদপত্রে যেমন করে পৃথিবীর সেরা ধনীদের ছবি ছাপানো হয় তেমন অনুভূতি হচ্ছে আমার। আমার পক্ষে এটা আর প্রকাশের ভাষা নেই।’

আলিম কার দ্বারা অনুপ্রাণিত, এমন প্রশ্নে হাবিব বলেন, ‘আসলে ওর মাঝে যা দেখছেন, তা ন্যাচারাল। ও তো শিখছে, তবে যা দেখছেন সবই স্রষ্টাপ্রদত্ত। যেভাবে আমার শুরু হয়েছিল। আমাকে কেউ কিন্তু শেখায়নি। আমিও ছোট সময়ে ড্রামসের প্রেমে পড়েছিলাম। কিন্তু আমার বাবা তো আর ড্রামস বাজাতেন না। তবে তিনি আমাকে সেই পরিবেশটা দিয়েছিলেন। আলিমের ক্ষেত্রেও তাই হয়েছে। ওকে আমি আমার প্রতিটি শোতে নিয়ে যাই। আমি নিজে কি-বোর্ড বাজাই আর গান করি, কিন্তু সেখানে আমি ওকে ছেড়ে দিয়েছি। বলেছি, ওটা তোমার খেলার মাঠ, তুমি পছন্দ করে নাও, তুমি কী করতে চাও। ন্যাচারালি ওকে ড্রামস টেনেছে বলে তা বেছে নিয়েছে। সামনে যদি অন্য কিছু টানে, তবে সেটা বেছে নেবে, সেটা সময়ের ব্যাপার।’

দাদা ফেরদৌস ওয়াহিদের সঙ্গে আলিমনিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আপ্লুত ফেরদৌস ওয়াহিদ বলেন, জীবনে কিছু মুহূর্ত আসে, যা কল্পনা করা যায় না। সেগুলো পরিকল্পনা করে আসে না, তা ঘটে যায়। আমাদের গতকালকের ঘটনাটি ঠিক তাই ঘটল। দাদা, বাবা আর নাতি, একজন দেশের সংগীতে প্রতিষ্ঠিত ছিল, একজন প্রতিষ্ঠিত ও রমরমা, আরেকজন ভবিষ্যতের হাতছানি। জানি আলিম পারফর্ম করে, কিন্তু এগারো বছরের এই বাচ্চা যে এমন পারফর্ম করবে, তা ধারণায় ছিল না। সব মিলিয়ে আমি আবেগাপ্লুত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত