অর্থহীন ব্যান্ডের সঙ্গে আট বছরের যাত্রা শেষ করলেন গিটারিস্ট মহান ফাহিম। গত শনিবার ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্ট শেষে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে অর্থহীন থেকে বিদায়ের ঘোষণা দেন তিনি।
ফেসবুক মহান ফাহিম লেখেন, ‘অর্থহীনের সঙ্গে আমার ৮ বছরের যাত্রা শেষ হল গতকাল। গত এপ্রিল মাসে আমার সার্ভাইকাল স্পাইনের একটা ডিস্ক স্লিপ করে। এমআরআইতে তা ধরা পরে, যার কারণে আমার বাম হাতে প্রচণ্ড ব্যথা অনুভব শুরু করি। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। দাঁড়িয়ে গিটার বাজানো বা ভারী কিছু বহন করতে নিষেধ করেছেন। তাই এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে।’
অর্থহীন ব্যান্ডের সদস্যদের মিস করবেন জানিয়ে মহান লেখেন, ‘সুমন ভাই, মার্ক, জাহিনের সঙ্গে স্টেজে পারফরম্যান্স অনেক মিস করব। অর্থহীনের সফলতা কামনা করছি। অর্থহীনে থাকাকালীন যেই মানুষগুলো শো এবং বিভিন্ন সময় আমাদের সাহায্য করেছে, যেমন আমাদের ম্যানেজার টিটো ভাই, সাউন্ড ইঞ্জিনিয়ার মিঠু ভাই, আমাদের অর্থহীনের ইন্সট্রুমেন্ট ক্যারি এবং দেখাশোনা করার জন্য যতজন রোডি ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।’
দাঁড়িয়ে না পারলেও বসে গিটার বাজাতে পারবেন বলে জানান তিনি। তাই স্টুডিওতে কাজ চালিয়ে যাবেন মহান। এ বিষয়ে মহান লেখেন, ‘আমি বসে গিটার বাজাতে পারবো তাই স্টুডিওতে কাজ করব। নতুন ইন্সট্রুমেন্টাল রিলিজ করব। কাজেই মিউজিক থেকে সরে যাওয়ার কোনো কারণ নাই।’
অর্থহীন থেকে মহানের বিদায়ে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন অর্থহীনের দলনেতা বেজবাবা সুমন। ফেসবুকে তিনি লেখেন, ‘বিদায় মহান। আজ (শনিবার) স্টেজে চোখের পানি আটকে রাখতে পারলাম না তোমার জন্য। কাঁদিয়ে ছাড়লা আমাকে। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’
অর্থহীন ব্যান্ডের সঙ্গে আট বছরের যাত্রা শেষ করলেন গিটারিস্ট মহান ফাহিম। গত শনিবার ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্ট শেষে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে অর্থহীন থেকে বিদায়ের ঘোষণা দেন তিনি।
ফেসবুক মহান ফাহিম লেখেন, ‘অর্থহীনের সঙ্গে আমার ৮ বছরের যাত্রা শেষ হল গতকাল। গত এপ্রিল মাসে আমার সার্ভাইকাল স্পাইনের একটা ডিস্ক স্লিপ করে। এমআরআইতে তা ধরা পরে, যার কারণে আমার বাম হাতে প্রচণ্ড ব্যথা অনুভব শুরু করি। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। দাঁড়িয়ে গিটার বাজানো বা ভারী কিছু বহন করতে নিষেধ করেছেন। তাই এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে।’
অর্থহীন ব্যান্ডের সদস্যদের মিস করবেন জানিয়ে মহান লেখেন, ‘সুমন ভাই, মার্ক, জাহিনের সঙ্গে স্টেজে পারফরম্যান্স অনেক মিস করব। অর্থহীনের সফলতা কামনা করছি। অর্থহীনে থাকাকালীন যেই মানুষগুলো শো এবং বিভিন্ন সময় আমাদের সাহায্য করেছে, যেমন আমাদের ম্যানেজার টিটো ভাই, সাউন্ড ইঞ্জিনিয়ার মিঠু ভাই, আমাদের অর্থহীনের ইন্সট্রুমেন্ট ক্যারি এবং দেখাশোনা করার জন্য যতজন রোডি ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।’
দাঁড়িয়ে না পারলেও বসে গিটার বাজাতে পারবেন বলে জানান তিনি। তাই স্টুডিওতে কাজ চালিয়ে যাবেন মহান। এ বিষয়ে মহান লেখেন, ‘আমি বসে গিটার বাজাতে পারবো তাই স্টুডিওতে কাজ করব। নতুন ইন্সট্রুমেন্টাল রিলিজ করব। কাজেই মিউজিক থেকে সরে যাওয়ার কোনো কারণ নাই।’
অর্থহীন থেকে মহানের বিদায়ে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন অর্থহীনের দলনেতা বেজবাবা সুমন। ফেসবুকে তিনি লেখেন, ‘বিদায় মহান। আজ (শনিবার) স্টেজে চোখের পানি আটকে রাখতে পারলাম না তোমার জন্য। কাঁদিয়ে ছাড়লা আমাকে। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৯ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
২০ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
২০ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
২০ ঘণ্টা আগে