Ajker Patrika

অর্থহীন থেকে বিদায় নিলেন মহান, কাঁদলেন বেজবাবা সুমন

অর্থহীন থেকে বিদায় নিলেন মহান, কাঁদলেন বেজবাবা সুমন

অর্থহীন ব্যান্ডের সঙ্গে আট বছরের যাত্রা শেষ করলেন গিটারিস্ট মহান ফাহিম। গত শনিবার ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্ট শেষে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে অর্থহীন থেকে বিদায়ের ঘোষণা দেন তিনি।

ফেসবুক মহান ফাহিম লেখেন, ‘অর্থহীনের সঙ্গে আমার ৮ বছরের যাত্রা শেষ হল গতকাল। গত এপ্রিল মাসে আমার সার্ভাইকাল স্পাইনের একটা ডিস্ক স্লিপ করে। এমআরআইতে তা ধরা পরে, যার কারণে আমার বাম হাতে প্রচণ্ড ব্যথা অনুভব শুরু করি। ডাক্তার আমাকে বিশ্রাম নিতে বলেছেন। দাঁড়িয়ে গিটার বাজানো বা ভারী কিছু বহন করতে নিষেধ করেছেন। তাই এই অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়েছে।’

অর্থহীন ব্যান্ডের সদস্যদের মিস করবেন জানিয়ে মহান লেখেন, ‘সুমন ভাই, মার্ক, জাহিনের সঙ্গে স্টেজে পারফরম্যান্স অনেক মিস করব। অর্থহীনের সফলতা কামনা করছি। অর্থহীনে থাকাকালীন যেই মানুষগুলো শো এবং বিভিন্ন সময় আমাদের সাহায্য করেছে, যেমন আমাদের ম্যানেজার টিটো ভাই, সাউন্ড ইঞ্জিনিয়ার মিঠু ভাই, আমাদের অর্থহীনের ইন্সট্রুমেন্ট ক্যারি এবং দেখাশোনা করার জন্য যতজন রোডি ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।’

দাঁড়িয়ে না পারলেও বসে গিটার বাজাতে পারবেন বলে জানান তিনি। তাই স্টুডিওতে কাজ চালিয়ে যাবেন মহান। এ বিষয়ে মহান লেখেন, ‘আমি বসে গিটার বাজাতে পারবো তাই স্টুডিওতে কাজ করব। নতুন ইন্সট্রুমেন্টাল রিলিজ করব। কাজেই মিউজিক থেকে সরে যাওয়ার কোনো কারণ নাই।’

মহান ফাহিম। ছবি: সংগৃহীতঅর্থহীন থেকে মহানের বিদায়ে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন অর্থহীনের দলনেতা বেজবাবা সুমন। ফেসবুকে তিনি লেখেন, ‘বিদায় মহান। আজ (শনিবার) স্টেজে চোখের পানি আটকে রাখতে পারলাম না তোমার জন্য। কাঁদিয়ে ছাড়লা আমাকে। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’বেজবাবা সুমন। ছবি: সংগৃহীত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত