বিনোদন প্রতিবেদক, ঢাকা
বর্ষা মৌসুমে দেশে ব্যস্ততা কম থাকে শিল্পীদের। এই মৌসুমের বিকল্প হিসেবে শিল্পীরা ব্যস্ত হচ্ছেন বিদেশের কনসার্টে। চলতি মাসেই ইউরোপের পাঁচটি দেশে সংগীত পরিবেশন করতে ঢাকা ছেড়েছেন বেশ কয়েকজন সংগীতশিল্পী। এ ছাড়া কানাডায় গান শোনাবেন সংগীতশিল্পী মিলা ও ব্যান্ড অ্যাশেজ।
বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশের বেশ কয়েকজন শিল্পীকে নিয়ে ‘ট্যুর দ্য ইউরোপ’ অনুষ্ঠিত হবে পাঁচটি দেশে। ২২ জুন প্যারিসে আয়োজিত অনুষ্ঠান দিয়ে শুরু হবে তাঁদের পরিবেশনা। গাইবেন সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী ও সাগর বাউল। তাঁদের সঙ্গে থাকবেন অভিনেত্রী তানহা তাসনিয়া ও স্বর্ণলতা। আরও থাকছেন সজল কুমার সাহা, রাজীব আহমেদ ও সেলিমউজ্জামান। উপস্থাপনায় থাকবেন মৌসুমী মৌ।
এরপর ২৯ জুন বেলজিয়ামের লিজ, ৫ জুলাই সুইজারল্যান্ডের জুরিখ, ৬ জুলাই ইতালির মিলান ও ১৩ জুলাই স্পেনের বার্সেলোনায় গান শোনাবেন সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী, সাগর বাউলরা।
বেলগো বাংলার সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিটন বলেন, ‘এই উৎসব কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি একটি চলমান সাংস্কৃতিক আন্দোলনের অংশ। প্যারিস, লিজ, জুরিখ ও বার্সেলোনার মতো ইউরোপীয় শহরগুলোতে বাংলার সুর ছড়িয়ে দিতে আমরা আয়োজন করেছি এই সফর।’
লিজা বলেন, ‘এবারের ইউরোপ সফরে পাঁচটি কনসার্টে গান গাইব। শুরু হবে ফ্রান্স শহরে। এর আগে ইতালি ও সুইজারল্যান্ডে পারফর্ম করলেও বাকি দেশগুলোতে এবারই প্রথম গাইব। আশা করছি দর্শকদের মন জয় করে দেশে ফিরতে পারব।’
অন্যদিকে, কানাডার চার শহরে কনসার্ট করবেন সংগীতশিল্পী মিলা ইসলাম। মিলার কানাডা সফরের প্রথম অনুষ্ঠানটি হবে ২৮ জুন। এদিন মন্ট্রিয়ল শহরের রিয়াল্টো থিয়েটারে গাইবেন মিলা। এরপর ২ জুলাই টরন্টো, ৬ জুলাই আটলান্টিক মিউজিক ফেস্ট এবং ১২ জুলাই ক্যালগারিতে কনসার্ট দিয়ে কানাডা সফর শেষ করবেন মিলা।
অ্যাশেজের কানাডা সফর শুরু হবে জুলাইয়ের প্রথম দিন থেকে। আগামী ১ জুলাই টরন্টোর একটি অনুষ্ঠানে গান গাওয়ার মধ্য দিয়ে শুরু হবে তাদের পরিবেশনা। এর পর ৫ জুলাই রেজিনা, ১০ জুলাই নিউফাউন্ডল্যান্ড, ১১ জুলাই হ্যালিফ্যাক্স ও ১৩ জুলাই মন্ট্রিয়লে গাইবে অ্যাশেজ। ঢাকা থেকে ২৯ জুন কানাডার উদ্দেশে রওনা দেওয়ার কথা অ্যাশেজের। ১৪ জুলাই দেশে ফেরার কথা ব্যান্ডটির। এর পর দেশেও বেশ কয়েকটি কনসার্ট করার পরিকল্পনা করছে তাঁদের।
বর্ষা মৌসুমে দেশে ব্যস্ততা কম থাকে শিল্পীদের। এই মৌসুমের বিকল্প হিসেবে শিল্পীরা ব্যস্ত হচ্ছেন বিদেশের কনসার্টে। চলতি মাসেই ইউরোপের পাঁচটি দেশে সংগীত পরিবেশন করতে ঢাকা ছেড়েছেন বেশ কয়েকজন সংগীতশিল্পী। এ ছাড়া কানাডায় গান শোনাবেন সংগীতশিল্পী মিলা ও ব্যান্ড অ্যাশেজ।
বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশের বেশ কয়েকজন শিল্পীকে নিয়ে ‘ট্যুর দ্য ইউরোপ’ অনুষ্ঠিত হবে পাঁচটি দেশে। ২২ জুন প্যারিসে আয়োজিত অনুষ্ঠান দিয়ে শুরু হবে তাঁদের পরিবেশনা। গাইবেন সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী ও সাগর বাউল। তাঁদের সঙ্গে থাকবেন অভিনেত্রী তানহা তাসনিয়া ও স্বর্ণলতা। আরও থাকছেন সজল কুমার সাহা, রাজীব আহমেদ ও সেলিমউজ্জামান। উপস্থাপনায় থাকবেন মৌসুমী মৌ।
এরপর ২৯ জুন বেলজিয়ামের লিজ, ৫ জুলাই সুইজারল্যান্ডের জুরিখ, ৬ জুলাই ইতালির মিলান ও ১৩ জুলাই স্পেনের বার্সেলোনায় গান শোনাবেন সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী, সাগর বাউলরা।
বেলগো বাংলার সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিটন বলেন, ‘এই উৎসব কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি একটি চলমান সাংস্কৃতিক আন্দোলনের অংশ। প্যারিস, লিজ, জুরিখ ও বার্সেলোনার মতো ইউরোপীয় শহরগুলোতে বাংলার সুর ছড়িয়ে দিতে আমরা আয়োজন করেছি এই সফর।’
লিজা বলেন, ‘এবারের ইউরোপ সফরে পাঁচটি কনসার্টে গান গাইব। শুরু হবে ফ্রান্স শহরে। এর আগে ইতালি ও সুইজারল্যান্ডে পারফর্ম করলেও বাকি দেশগুলোতে এবারই প্রথম গাইব। আশা করছি দর্শকদের মন জয় করে দেশে ফিরতে পারব।’
অন্যদিকে, কানাডার চার শহরে কনসার্ট করবেন সংগীতশিল্পী মিলা ইসলাম। মিলার কানাডা সফরের প্রথম অনুষ্ঠানটি হবে ২৮ জুন। এদিন মন্ট্রিয়ল শহরের রিয়াল্টো থিয়েটারে গাইবেন মিলা। এরপর ২ জুলাই টরন্টো, ৬ জুলাই আটলান্টিক মিউজিক ফেস্ট এবং ১২ জুলাই ক্যালগারিতে কনসার্ট দিয়ে কানাডা সফর শেষ করবেন মিলা।
অ্যাশেজের কানাডা সফর শুরু হবে জুলাইয়ের প্রথম দিন থেকে। আগামী ১ জুলাই টরন্টোর একটি অনুষ্ঠানে গান গাওয়ার মধ্য দিয়ে শুরু হবে তাদের পরিবেশনা। এর পর ৫ জুলাই রেজিনা, ১০ জুলাই নিউফাউন্ডল্যান্ড, ১১ জুলাই হ্যালিফ্যাক্স ও ১৩ জুলাই মন্ট্রিয়লে গাইবে অ্যাশেজ। ঢাকা থেকে ২৯ জুন কানাডার উদ্দেশে রওনা দেওয়ার কথা অ্যাশেজের। ১৪ জুলাই দেশে ফেরার কথা ব্যান্ডটির। এর পর দেশেও বেশ কয়েকটি কনসার্ট করার পরিকল্পনা করছে তাঁদের।
ফিলিস্তিনবিরোধী অবস্থানের কারণে নিজের এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা। চলতি বছর জুলাইয়ে গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে ফিলিস্তিনপন্থী আইরিশ র্যাপ ব্যান্ড নিক্যাপকে কনসার্টের লাইন আপ থেকে বাদ দিতে আয়োজকদের কাছে পাঠানো একটি চিঠিতে স্বাক্ষর করেছিলেন লেভি।
১ ঘণ্টা আগেমডেলিংয়ে ক্যারিয়ার শুরু সুনেরাহ বিনতে কামালের। ২০১৯ সালে তানিম রহমান অংশুর ‘ন ডরাই’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু তাঁর। অভিষেকে বাজিমাত করেছেন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। টিভিতে তাঁর প্রথম নাটক ‘শূন্য থেকে শুরু’। ২০২২ সালের নাটকটিতে তিনি অভিনয় করেছিলেন তাহসানের সঙ্গে...
৩ ঘণ্টা আগেকানিজ নীরার উপস্থাপনায় বিটিভিতে প্রচারিত হচ্ছে বাংলা গানের বিবর্তন নিয়ে অনুষ্ঠান ‘স্মৃতিময় গানগুলো’। অনুষ্ঠানের গবেষক ও আলোচক হিসেবে থাকছেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। গত রোববার বিটিভির স্টুডিওতে হয়ে গেল অনুষ্ঠানটির নতুন পর্বের শুটিং।
৩ ঘণ্টা আগেবন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলের জনপ্রিয় লেট নাইট শো ‘জিমি কিমেল লাইভ’। ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভের বলি হতে হয়েছে জনপ্রিয় উপস্থাপক জিমি কিমেলের এই অনুষ্ঠানকে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে চলছে তোলপাড়।
৪ ঘণ্টা আগে