Ajker Patrika

গজলশিল্পী মেজবাহর বিরুদ্ধে অশালীন ব্যবহারের অভিযোগ পার্থ মজুমদারের

বিনোদন প্রতিবেদক, ঢাকা
পার্থ মজুমদার ও মেজবাহ আহমেদ। ছবি: সংগৃহীত
পার্থ মজুমদার ও মেজবাহ আহমেদ। ছবি: সংগৃহীত

গজলশিল্পী মেজবাহ আহমেদের বিরুদ্ধে অকথ্য ভাষা ব্যবহার ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন সংগীতশিল্পী পার্থ মজুমদার। গতকাল বিকেলে ফেসবুকে পার্থ মজুমদার জানান, মেসেঞ্জারে ফোন করে মেজবাহ আহমেদ তাঁর সঙ্গে বাজে ব্যবহার করেছেন, এমনকি থাপড়ানোর হুমকি দিয়েছেন।

ফেসবুকে পার্থ লেখেন, ‘আজ (শুক্রবার) সকালে মেজবাহ আহমেদ নামে একজন শিল্পী, যিনি গজল গান করেন, আমাকে ফোন করেন মেসেঞ্জারে, এরপর তিনি আমাকে ও বাপ্পাকে (পার্থ মজুমদারের ছোট ভাই) নিয়ে অশালীন কথা বলতে থাকেন। আমি ও বাপ্পা (মজুমদার) নাকি আমাদের ইন্ডাস্ট্রির কলঙ্ক, যেহেতু আমরা লাইট মিউজিক করি। উনি অনেক জ্ঞানী মানুষ বলে নিজেকে দাবি করেন, তা তিনি হতেই পারেন, কিন্তু ব্যান্ড মিউজিক করি বলে আমার সঙ্গে উনি এমন আচরণ কি করতে পারেন? এই ব্যবহার কি আমার প্রাপ্য? এই কি আমার পুরস্কার?... অসভ্যতারও একটা লিমিট আছে।’

এ বিষয়ে জানতে পার্থ মজুমদারের সঙ্গে যোগাযোগ করলে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সকালের দিকে উনি আমাকে ফোন করেছিলেন। ফোন করেই অকথ্য ভাষায় কথা বলতে শুরু করেন। আমি কেন ক্লাসিক্যাল গান করছি না, কেন ব্যান্ড মিউজিক বা হালকা ধরনের মিউজিক করছি। আমি নাকি সংগীত জগতের কলঙ্ক। আমার কথা হলো, একজন শিল্পী হিসেবে আমি কী ধরনের মিউজিক করব, এটা তো আমার স্বাধীনতা। আমার বাবা শ্রদ্ধেয় বারীণ মজুমদারও তো আমাকে কোনো কিছু চাপিয়ে দেননি। তাহলে উনি বলার কে? শুধু তা-ই নয়, একপর্যায়ে তিনি বলেন, আর কথা বললে আমাকে উনি ধরে থাপড়াবেন, আরও অনেক কথা, এসব মুখে আনা যায় না।’

এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন কি না, জানতে চাইলে পার্থ মজুমদার বলেন, ‘আজ (গতকাল) সন্ধ্যার পরে মিউজিশিয়ানদের অনেকে বিষয়টি নিয়ে বসবেন বলে জানিয়েছেন। আমাকে বলেছেন, মেজবাহ আহমেদের সঙ্গে কথা হয়েছে, ফোন করলে যেন আমিও ওখানে যাই। সবাই মিলে যে সিদ্ধান্ত নেবেন, যেটা সবার জন্য মঙ্গল, সেটাই মেনে নেব।’

পার্থর করা পোস্টের নিচে মন্তব্য করেছেন সংগীতাঙ্গনের অনেকে। সবাই পার্থর পাশে থাকার কথা জানিয়ে মেজবাহর এমন ব্যবহারের নিন্দা করেছেন। কেউ কেউ আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

সংগীতশিল্পী আসিফ আকবর লেখেন, ‘থানায় রিপোর্ট করুন। শাস্তি হওয়া উচিত।’ আঁখি আলমগীর লেখেন, ‘উনি কোন অবস্থায় এবং কেন এসব বলেছেন, সেটার জবাবদিহি প্রয়োজন। এহেন অসুস্থ আচরণ কোনোভাবেই প্রত‍্যাশিত নয়। এই দুঃসাহস কী করে দেখালেন উনি?’

সাজিয়া সুলতানা পুতুল লেখেন, ‘ছি! এটা কোনো শিল্পীসুলভ ভাষা বা অভিব্যক্তি? লজ্জা লাগল পোস্টটা পড়তে গিয়েই। পার্থ দাদা ও বাপ্পা দাদা সংগীত জগতের সকলের সমীহের পাত্র।’

কর্নিয়া লিখেছেন, ‘কষ্ট পাবেন না। আইনি ব্যবস্থা নিন।’

এই ঘটনায় আরও নিন্দা জানিয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা, মুহিন খান, জুয়েল মোর্শেদসহ অনেকে।

এই বিষয়ে জানতে গজলশিল্পী মেজবাহ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কোনো সাড়া পাওয়া যায়নি। একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি তিনি। মেসেঞ্জারে পাঠানো খুদে বার্তারও কোনো উত্তর দেননি মেসবাহ আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত