বিনোদন প্রতিবেদক, ঢাকা
আবার শুরু হচ্ছে ফোক রিয়েলিটি শো ’ম্যাজিক বাউলিয়ানা’। ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’—প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, ম্যাজিক বাউলিয়ানা কেবল গান নয়, বরং একটি সাংস্কৃতিক আন্দোলন। বাংলার আদি সংগীত ধারাগুলোর—বাউল, লালনগীতি, মারফতি, মুর্শিদি, ভাটিয়ালি ও পালাগানের চর্চা, সংরক্ষণ ও আধুনিক উপস্থাপন নিয়ে কাজ করে এ আয়োজন। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা অডিশনের পর গ্রুমিং সেশনে অংশ নেবেন। সেখানে গান, পরিবেশনা ও মঞ্চে নিজেকে উপস্থাপনের নানা দিক শেখানো হবে অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে। এরপর ‘মাস্টার সিলেকশন’ ও ‘স্টুডিও রাউন্ড’-এর মধ্য দিয়ে এগোবে প্রতিযোগিতা, যার চূড়ান্ত রূপ পাবে গ্র্যান্ড ফিনালেতে। পুরো আয়োজন সম্প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।
এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন লোকসংগীতশিল্পী শফি মণ্ডল, সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া এবং ব্যান্ড লালনের ভোকাল নিগার সুলতানা সুমি। আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন ভিন্ন ভিন্ন ঘরানার এই তিন বিচারক প্রতিযোগীদের মূল্যায়নে আনবেন নতুন গভীরতা ও ভারসাম্য।
২০১৩ সালে যাত্রা শুরুর পর থেকে তরুণ প্রতিভাকে মঞ্চে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে এবং বাউল ও লোকসংগীতের মূল ধারাকে পুনর্জীবিত করতে কার্যকর ভূমিকা রেখেছে ম্যাজিক বাউলিয়ানা। এ আয়োজন থেকে উঠে এসেছেন অনেক প্রতিভাবান শিল্পী। যেমন ইতি ইব্রাহীম, কামরুজ্জামান রাব্বী ও নয়ন সূত্রধর, যাঁরা এখন দেশে-বিদেশে লোকগানের নতুন ধারা তৈরি করছেন। অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীরা ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে পারবেন। এ ছাড়া কল করা যাবে ০৮০০০৮৮৮০০০ এই নম্বরেও।
আবার শুরু হচ্ছে ফোক রিয়েলিটি শো ’ম্যাজিক বাউলিয়ানা’। ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’—প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, ম্যাজিক বাউলিয়ানা কেবল গান নয়, বরং একটি সাংস্কৃতিক আন্দোলন। বাংলার আদি সংগীত ধারাগুলোর—বাউল, লালনগীতি, মারফতি, মুর্শিদি, ভাটিয়ালি ও পালাগানের চর্চা, সংরক্ষণ ও আধুনিক উপস্থাপন নিয়ে কাজ করে এ আয়োজন। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা অডিশনের পর গ্রুমিং সেশনে অংশ নেবেন। সেখানে গান, পরিবেশনা ও মঞ্চে নিজেকে উপস্থাপনের নানা দিক শেখানো হবে অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে। এরপর ‘মাস্টার সিলেকশন’ ও ‘স্টুডিও রাউন্ড’-এর মধ্য দিয়ে এগোবে প্রতিযোগিতা, যার চূড়ান্ত রূপ পাবে গ্র্যান্ড ফিনালেতে। পুরো আয়োজন সম্প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।
এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন লোকসংগীতশিল্পী শফি মণ্ডল, সোলস ব্যান্ডের পার্থ বড়ুয়া এবং ব্যান্ড লালনের ভোকাল নিগার সুলতানা সুমি। আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন ভিন্ন ভিন্ন ঘরানার এই তিন বিচারক প্রতিযোগীদের মূল্যায়নে আনবেন নতুন গভীরতা ও ভারসাম্য।
২০১৩ সালে যাত্রা শুরুর পর থেকে তরুণ প্রতিভাকে মঞ্চে আত্মপ্রকাশের সুযোগ করে দিয়েছে এবং বাউল ও লোকসংগীতের মূল ধারাকে পুনর্জীবিত করতে কার্যকর ভূমিকা রেখেছে ম্যাজিক বাউলিয়ানা। এ আয়োজন থেকে উঠে এসেছেন অনেক প্রতিভাবান শিল্পী। যেমন ইতি ইব্রাহীম, কামরুজ্জামান রাব্বী ও নয়ন সূত্রধর, যাঁরা এখন দেশে-বিদেশে লোকগানের নতুন ধারা তৈরি করছেন। অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীরা ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে পারবেন। এ ছাড়া কল করা যাবে ০৮০০০৮৮৮০০০ এই নম্বরেও।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
৪ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
৪ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
৪ ঘণ্টা আগে৮ অক্টোবর পথচলার ২১ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। ওই দিন স্টার সিনেপ্লেক্সের যেকোনো সিনেমার জন্য একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন দর্শকেরা।
১৬ ঘণ্টা আগে