Ajker Patrika

ঘনিষ্ঠ একজনকে হারালাম

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১১: ৪৭
ঘনিষ্ঠ একজনকে হারালাম

ইন্দ্রমোহন রাজবংশী বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের উদ্বোধনী আসরের রিহার্সালের সময় মাথা ঘুরে পড়ে যান। সেই থেকেই তিনি অসুস্থ। অবশেষে আমাদের ছেড়ে চলে গেলেন। তাকে হারানোর ক্ষতি পূরণ হবে না। ইন্দ্রমোহন রাজবংশী আমার বন্ধু। তার মৃত্যুতে খুব ঘনিষ্ঠ একজনকে হারালাম।

ইন্দ্রমোহন রাজবংশীর জন্ম ঢাকায়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নিজের নাম পরিচয় গোপন করে পাকিস্তানিদের দোভাষী হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে সেখান থেকে চলে এসে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কণ্ঠযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এই কিংবদন্তি। তার পরিবারের পাঁচ পুরুষ সংগীতের সঙ্গে যুক্ত। সংগীত কলেজে লোকসংগীত বিভাগের প্রধান হিসেবে তিনি দীর্ঘদিন পাঠদান করেছেন। তিনি বাংলাদেশ লোকসংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা। ১৯৬৭ সালে ‘চেনা অচেনা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন।

রাজবংশী তার পিসেমশাইয়ের পরিচিত একজনকে ধরে ‘শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি’ গানের শিল্পী অংশুমান রায়ের সঙ্গে বালিগঞ্জস্থ স্বাধীন বাংলা বেতারে যান জুন মাসের মাঝামাঝি সময়ে। এর পর থেকে গান গাওয়া, লেখা, সুর করা আর মুক্তিযুদ্ধের ক্যাম্পে ক্যাম্পে পণ্ডিত বারীন মুজমদারের দলের সঙ্গে বা এককভাবে অনুষ্ঠান করে দিন কাটতে থাকে তার। দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত স্বধীন বাংলা বেতারে এককভাবে গাইতে পেরেছিলেন মোট তিনটি গান। একটির কথা ও সুর আবদুল লতিফ সাহেবের (এসো গাই দেশের জয়গান), একটি তার কথা ও সুরে (কে কে যাবি আয় রে চল যাই রে) ও একটি শিল্পী মুকসেদ আলী সাঁইয়ের সংগ্রহ করা (বিড়াল বলে মাছ খাব না)। অনেক সমবেত কণ্ঠের গানও গেয়েছেন তিনি।

তাঁর ‘কে কে যাবি আয় রে’ গানটি মুক্তিযোদ্ধাদের জন্য অনুষ্ঠান ‘অগ্নিশিখা’ প্রচার হওয়ার আগে প্রতিদিনই বাজত। দেশ স্বাধীন হলে আবারও কলকাতা থেকে রওনা হয়ে ১৯৭১ সালের ১৯ ডিসেম্বর নিজ গ্রামে মা-বাবা ও ভাই-বোনদের মাঝে ফিরে আসেন ইন্দ্রমোহন রাজবংশী।

অসংখ্য চলচ্চিত্রেও গান গেয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত এই কণ্ঠশিল্পী। ১৯৬৭ সালের শেষ দিকে কৌতুকাভিনেতা আনিস ইন্দ্রমোহন রাজবংশীকে খ্যাতিমান সংগীত পরিচালক সত্য সাহার বাসায় নিয়ে যান। এই শিল্পীর কণ্ঠ শুনে তিনি খুশি হন এবং পরের সপ্তাহেই যেতে বলেন। নির্ধারিত দিনে তার বাসায় গেলে তিনি গান তুলে দেন ‘তুই বন্ধুয়া কোন পিরিতে পরাণ নিলি কাড়ি/সোনার কন্যা ছাইড়া চলে সাধের বাপের বাড়ি’। এটি মাঝির গান। গাজী মাজহারুল আনোয়ারের কথায় চমৎকার সুর দেন সত্য সাহা। এরপর অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রমোহন।

ইন্দ্রমোহন রাজবংশীর স্ত্রী দীপ্তি রাজবংশীও এখন শয্যাশায়ী। তার শারীরিক অবস্থা ভালো না। তাদের একমাত্র পুত্র দীপঙ্কর রাজবংশী থাকেন অস্ট্রেলিয়া ও মেয়ে সংগীতা রাজবংশী থাকেন জাপানে। তারা নিজেরাও লোকগানের সাথে যুক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত