Ajker Patrika

জনপ্রিয় কোরীয় গায়ক চোইয়ের আত্মহত্যা

জনপ্রিয় কোরীয় গায়ক চোইয়ের আত্মহত্যা

আত্মহত্যা করেছেন কোরীয় গায়ক চোই সুং-বং। দ্য কোরিয়া টাইমস জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল ৯টা ৪১ মিনিটে দক্ষিণ সিউলের ইওকসাম-ডং জেলায় গায়কের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৩ বছর।

প্রতিবেদন থেকে জানা যায় বিষণ্নতায় ভুগে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। মৃত্যুর আগে তিনি নিজের ইউটিউব চ্যানেল থেকে একটি ‘বিদায়’ বার্তা আপলোড করেছিলেন। নোটে লিখেছিলেন, ‘আমার ভুলের জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

 ২০১১ সালে রিয়্যালিটি শো ‘কোরিয়া গট ট্যালেন্ট’ এ দ্বিতীয় স্থান অর্জন করে দর্শকপ্রিয়তা ডান চোই সুং-বং। এর পর কোরিয়ান লেবেল বং বং কোম্পানির সঙ্গে একটি রেকর্ড চুক্তিও পেয়েছিলেন। যার ফলে রাতারাতি পাল্টে যায় তাঁর জীবন।

কোরীয় গায়ক চোই সুং-বংতবে ২০২১ সালে তাঁর কর্মজীবন মোড় নেয় অন্ধকারে। তিনি তখন জানান তাঁর শরীরে বিভিন্ন ধরনের ক্যানসার বাসা বেঁধেছে। আরও জানান, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন। কিন্তু পরবর্তীতে জানা যায় এটি একটি প্রতারণা! যার পরই বিতর্কের মুখে পড়েন তিনি।

যদিও পরে তিনি এই অন্যায়ের কথা স্বীকার করে নেন, সঙ্গে অনুদানের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন। তবে মানসিকভাবে যে তিনি সুস্থ ছিলেন না তারেই যেন প্রমাণ দিলেন নিজের জীবন বিসর্জন দিয়ে। তার এমন মৃত্যুকে অনেকে বলছেন, মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই গায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত