বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রকাশ পেল সিম্ফোনিক মেটাল ব্যান্ড অপার্থিবের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’। মোট সাতটি গানে সাজানো হয়েছে অ্যালবামটি। স্পটিফাই, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে আবছা নীল কণা অ্যালবামের গানগুলো।
ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট সালেহীন চৌধুরী বলেন, ‘প্রথম অ্যালবাম মানেই তো অনেক প্রথম অনুভূতি। অ্যালবামটি তৈরিতে শ্রোতাদের সমর্থন আর ভালোবাসাই ছিল আমাদের পাথেয়, বিরাট অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, সংগীত হচ্ছে এমন একটি মাধ্যম, যা আমাদের বারবার দেশের মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।’
২০০৯ সালে যাত্রা শুরু করা অপার্থিব ব্যান্ডের বর্তমান পাঁচ সদস্যই কানাডার অটোয়াতে বসবাস করছেন। সেখানই নিয়মিত সংগীতচর্চা করছেন তাঁরা। ব্যান্ড সদস্যরা হলেন সৈয়দ আদনান আলী (ড্রামস), সালেহীন চৌধুরী (ভোকাল ও গিটার), আসফিন হায়দার (ভোকাল), আদিয়ান ফয়সাল (কি-বোর্ড) এবং সৈয়দ আহসান আলী (বেজ গিটার)।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হয় অ্যালবামের পাঁচ নম্বর গান ‘পথিক’। এই গানটিতে অতিথি গিটারিস্ট হিসেবে অংশ নেন জনপ্রিয় গিটারিস্ট সাজ্জাদুল আরেফিন। অপার্থিবের লক্ষ্য, সারা বিশ্বের শ্রোতাদের কাছে তাদের সংগীত পৌঁছে দেওয়া।
প্রকাশ পেল সিম্ফোনিক মেটাল ব্যান্ড অপার্থিবের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’। মোট সাতটি গানে সাজানো হয়েছে অ্যালবামটি। স্পটিফাই, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে আবছা নীল কণা অ্যালবামের গানগুলো।
ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট সালেহীন চৌধুরী বলেন, ‘প্রথম অ্যালবাম মানেই তো অনেক প্রথম অনুভূতি। অ্যালবামটি তৈরিতে শ্রোতাদের সমর্থন আর ভালোবাসাই ছিল আমাদের পাথেয়, বিরাট অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, সংগীত হচ্ছে এমন একটি মাধ্যম, যা আমাদের বারবার দেশের মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।’
২০০৯ সালে যাত্রা শুরু করা অপার্থিব ব্যান্ডের বর্তমান পাঁচ সদস্যই কানাডার অটোয়াতে বসবাস করছেন। সেখানই নিয়মিত সংগীতচর্চা করছেন তাঁরা। ব্যান্ড সদস্যরা হলেন সৈয়দ আদনান আলী (ড্রামস), সালেহীন চৌধুরী (ভোকাল ও গিটার), আসফিন হায়দার (ভোকাল), আদিয়ান ফয়সাল (কি-বোর্ড) এবং সৈয়দ আহসান আলী (বেজ গিটার)।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হয় অ্যালবামের পাঁচ নম্বর গান ‘পথিক’। এই গানটিতে অতিথি গিটারিস্ট হিসেবে অংশ নেন জনপ্রিয় গিটারিস্ট সাজ্জাদুল আরেফিন। অপার্থিবের লক্ষ্য, সারা বিশ্বের শ্রোতাদের কাছে তাদের সংগীত পৌঁছে দেওয়া।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৬ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে