Ajker Patrika

করোনা আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়, গুরুতর অসুস্থ

বিনোদন প্রতিবেদক
করোনা আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়, গুরুতর অসুস্থ

আশঙ্কাই সত্যি! করোনা আক্রান্ত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। বর্ষীয়ান এই গায়িকার শরীরটা গত কয়েকদিন ধরেই ভালো যাচ্ছিল না, রয়েছে ফুসফুসে সংক্রমণ। বুধবার রাত থেকে পরিস্থিতির অবনতি হয়, জ্বর বাড়ছিল। ছিল শ্বাসকষ্টও। গতকালই করোনা পরীক্ষা করা হয়েছিল সেই রিপোর্ট পজিটিভ এসেছে।

করোনা চিকিৎসার জন্য সন্ধ্যা মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে এই গায়িকাকে দেখতে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সন্ধ্যাদি খুব অসুস্থ। মেয়ে এবং জামাই সকালে এসএসকেএম হাসপাতালে ভর্তি করেন। উডবার্নে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞদের নিয়ে বোর্ড তৈরি হয়। তাঁদের পর্যবেক্ষণেই চিকিৎসা চলছিল। ওনার হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। ইতিমধ্যে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলেছি আমি। ওখানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ উনি কোভিড পজিটিভ। তার উপর হৃদযন্ত্রের ধাক্কা তো রয়েছে। এই অবস্থায় তাকে এই হাসপাতাল ভালো চিকিৎসা দিতে পারবে।’

এর আগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে ‘পদ্মশ্রী’ পুরস্কার প্রত্যাখ্যান করা এই শিল্পী। প্রবীণ এই শিল্পী ‘জয় জয়ন্তী’ এবং ‘নিশিপদ্ম’ সিনেমায় গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তাকে ২০১১ সালে ‘বঙ্গবিভূষণ’ উপাধিতে সম্মানিত করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত