করোনা মহামারিতে সবকিছু ওলট-পালট হয়ে গেছে। শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়িত যাঁরা, তাঁরা বিপদে পড়েছেন আরও বেশি; বিশেষ করে সংগীতশিল্পীরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর নাটক-সিনেমার শুটিং শুরু হয়েছে। প্রেক্ষাগৃহও খুলতে শুরু করেছে। কিন্তু হচ্ছে না কোনো গানের অনুষ্ঠান। বন্ধ কনসার্ট। যন্ত্রীদের আয় একেবারেই বন্ধ। বিনোদনমাধ্যমের অন্যরা কোনোমতে চালিয়ে নিতে পারলেও সংগীতাঙ্গনে ভীষণ দুর্দশা।
কলকাতার সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী তাই এগিয়ে এসেছেন। সংগীতাঙ্গনের হঠাৎ অসহায় হয়ে পড়া মানুষদের জন্য কিছু করা যায় কি না, এই ভাবনা থেকে আয়োজন করেছেন অনলাইন কনসার্টের। তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন আরও ২০ জনের বেশি সংগীতশিল্পী। যাঁরা সবাই ওই অনলাইন কনসার্টে গাইবেন।
রূপঙ্কর বাগচী বলেন, ‘কোভিড পরিস্থিতি সবার জীবনেই ছাপ ফেলেছে। তবে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন মিউজিশিয়ান ও ব্যাকস্টেজের মানুষেরা। তাই তাঁদের পাশে দাঁড়াতে আমরা সবাই এক হয়েছি।’ ২৮ আগস্ট বাংলাদেশ সময় রাত ৯টায় হবে ‘হোপ ২১’ নামের ওই কনসার্ট। গান শুনতে হলে কাটতে হবে টিকিট, ওই টিকিটের অর্থ ব্যবহৃত হবে শিল্পীদের সাহায্যে।
এ বিষয়ে কথা হয় সংগীতশিল্পী লোপামুদ্রার সঙ্গে। ‘হোপ ২১’ কনসার্টে গাইবেন তিনিও। লোপামুদ্রা বলেন, ‘হাজার হাজার মানুষ শুধু গানবাজনাকে জীবিকা করে বাঁচে। গায়ক, যন্ত্রী, শব্দ প্রক্ষেপণ, আলো, স্টেজ, ব্যাকস্টেজ, ইভেন্ট ম্যানেজার–তাঁরা সবাই আজ অসহায়। এমনকি কেউ কেউ যন্ত্র বিক্রি করে দিয়েছেন বাধ্য হয়ে, সে খবরও আসছে। তাই আমরা সবাই আবার আপনাদের দ্বারস্থ হলাম। তাঁদের পাশে দাঁড়ান।’
শিল্পীদের সাহায্যার্থে আয়োজিত কনসার্টে আরও গাইবেন রাঘব চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, মনোময় ভট্টাচার্য, কৌশিকী চক্রবর্তী, রূপঙ্কর, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, উপল, চন্দ্রিল ভট্টাচার্য, সোমলতা, লগ্নজিতা, উজ্জয়িনীসহ অনেকেই।
করোনা মহামারিতে সবকিছু ওলট-পালট হয়ে গেছে। শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়িত যাঁরা, তাঁরা বিপদে পড়েছেন আরও বেশি; বিশেষ করে সংগীতশিল্পীরা। দীর্ঘদিন বন্ধ থাকার পর নাটক-সিনেমার শুটিং শুরু হয়েছে। প্রেক্ষাগৃহও খুলতে শুরু করেছে। কিন্তু হচ্ছে না কোনো গানের অনুষ্ঠান। বন্ধ কনসার্ট। যন্ত্রীদের আয় একেবারেই বন্ধ। বিনোদনমাধ্যমের অন্যরা কোনোমতে চালিয়ে নিতে পারলেও সংগীতাঙ্গনে ভীষণ দুর্দশা।
কলকাতার সংগীতশিল্পী রূপঙ্কর বাগচী তাই এগিয়ে এসেছেন। সংগীতাঙ্গনের হঠাৎ অসহায় হয়ে পড়া মানুষদের জন্য কিছু করা যায় কি না, এই ভাবনা থেকে আয়োজন করেছেন অনলাইন কনসার্টের। তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন আরও ২০ জনের বেশি সংগীতশিল্পী। যাঁরা সবাই ওই অনলাইন কনসার্টে গাইবেন।
রূপঙ্কর বাগচী বলেন, ‘কোভিড পরিস্থিতি সবার জীবনেই ছাপ ফেলেছে। তবে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন মিউজিশিয়ান ও ব্যাকস্টেজের মানুষেরা। তাই তাঁদের পাশে দাঁড়াতে আমরা সবাই এক হয়েছি।’ ২৮ আগস্ট বাংলাদেশ সময় রাত ৯টায় হবে ‘হোপ ২১’ নামের ওই কনসার্ট। গান শুনতে হলে কাটতে হবে টিকিট, ওই টিকিটের অর্থ ব্যবহৃত হবে শিল্পীদের সাহায্যে।
এ বিষয়ে কথা হয় সংগীতশিল্পী লোপামুদ্রার সঙ্গে। ‘হোপ ২১’ কনসার্টে গাইবেন তিনিও। লোপামুদ্রা বলেন, ‘হাজার হাজার মানুষ শুধু গানবাজনাকে জীবিকা করে বাঁচে। গায়ক, যন্ত্রী, শব্দ প্রক্ষেপণ, আলো, স্টেজ, ব্যাকস্টেজ, ইভেন্ট ম্যানেজার–তাঁরা সবাই আজ অসহায়। এমনকি কেউ কেউ যন্ত্র বিক্রি করে দিয়েছেন বাধ্য হয়ে, সে খবরও আসছে। তাই আমরা সবাই আবার আপনাদের দ্বারস্থ হলাম। তাঁদের পাশে দাঁড়ান।’
শিল্পীদের সাহায্যার্থে আয়োজিত কনসার্টে আরও গাইবেন রাঘব চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, মনোময় ভট্টাচার্য, কৌশিকী চক্রবর্তী, রূপঙ্কর, অনিন্দ্য চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, উপল, চন্দ্রিল ভট্টাচার্য, সোমলতা, লগ্নজিতা, উজ্জয়িনীসহ অনেকেই।
তিনি আগে কখনোই ঢাকায় আসেননি। বান্দরবানে যেখানে ওনার বাড়ি সেখান থেকে বান্দরবান শহরে আসতেও প্রায় এক দিন লাগে। ওনার বয়স ৬০-এর বেশি। তাঁকে ঢাকায় নিয়ে এসেছিলেন তাঁর মেয়ে। তিনিও প্রথম ঢাকায় এলেন। মণিপুরি ঢোলের পুং গ্রুপটার খবর দিয়েছে আমার স্ত্রী।
৯ মিনিট আগেঋতুপর্ণা সেনগুপ্তর নতুন সিনেমা ‘বেলা’। বেলা দের এই বায়োপিকে ঋতুপর্ণা অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। কে এই বেলা দে? আকাশবাণী কলকাতার বিশিষ্ট সঞ্চালিকা, নির্দেশক ও লেখিকা। হাজারো নারীর অনুপ্রেরণা তিনি। বাঙালি নারীদের স্বাধীনতা আর স্বীকৃতির জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের মধ্যে একেবারে প্রথম সারির
১ ঘণ্টা আগেপারিবারিক সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসা আর ত্যাগের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘দেয়াল’। শফিক রিয়ানের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ, নওবা তাহিয়া, শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু প্রমুখ। আনিসুর রহমান রাজীব বলেন, ‘গল্পটা একেবারেই আমাদের চার
১ ঘণ্টা আগেতিন বছর পর ওয়েব সিরিজ নিয়ে ওটিটিতে ফিরছেন আফরান নিশো। অভিনয় করেছেন ভিকি জাহেদের পরিচালনায় ‘আকা’ সিরিজে। এতে নিশোর সঙ্গী হয়েছেন মাসুমা রহমান নাবিলা।
১১ ঘণ্টা আগে