আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে বসবেন গায়ক ও সংগীত পরিচালক ইবরার টিপু, সংগীতশিল্পী প্রতীক হাসান ও সাবরিনা পড়শী।
এবার তৈরি হলো এই রিয়েলিটি শোয়ের থিম সং। আর তাতে কণ্ঠ দিলেন তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। ‘গলা ছেড়ে গাও, কণ্ঠে তোল সুর’—এমন কথার গানটি লিখেছেন এ মিজান। গতকাল শুক্রবার ইবরার টিপুর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
গানটি সম্পর্কে ইবরার টিপু বলেন, ‘আরটিভি সব সময়ই ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদান রাখে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।’
প্রতীক হাসান বলেন, ‘একেবারেই ভিন্ন কনসেপ্টের এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। গানের কথা, সুর ও সংগীত সবমিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। এককথায় অসাধারণ একটা থিম সং শুনতে পারবে শ্রোতারা।’
পড়শী বলেন, ‘থিম সং যেমন হয় এটা আসলে একটু ভিন্ন হয়েছে। আমার বিশ্বাস, এটি শ্রোতাদের অবশ্যই ভালো লাগবে।’
সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোয়ের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে। এতে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে।
রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা বাদ্যযন্ত্রের মাধ্যমে গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও rtvonline.com/youngstar, অথবা [email protected], অথবা Facebook.com/rtvrealityshows এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে আগামী ১০ অক্টোরব পর্যন্ত।
আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে বসবেন গায়ক ও সংগীত পরিচালক ইবরার টিপু, সংগীতশিল্পী প্রতীক হাসান ও সাবরিনা পড়শী।
এবার তৈরি হলো এই রিয়েলিটি শোয়ের থিম সং। আর তাতে কণ্ঠ দিলেন তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী। ‘গলা ছেড়ে গাও, কণ্ঠে তোল সুর’—এমন কথার গানটি লিখেছেন এ মিজান। গতকাল শুক্রবার ইবরার টিপুর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
গানটি সম্পর্কে ইবরার টিপু বলেন, ‘আরটিভি সব সময়ই ভালো ভালো উদ্যোগের মাধ্যমে দেশের শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদান রাখে। তাদের নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।’
প্রতীক হাসান বলেন, ‘একেবারেই ভিন্ন কনসেপ্টের এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। গানের কথা, সুর ও সংগীত সবমিলিয়ে দারুণ একটি কাজ হয়েছে। এককথায় অসাধারণ একটা থিম সং শুনতে পারবে শ্রোতারা।’
পড়শী বলেন, ‘থিম সং যেমন হয় এটা আসলে একটু ভিন্ন হয়েছে। আমার বিশ্বাস, এটি শ্রোতাদের অবশ্যই ভালো লাগবে।’
সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোয়ের রেজিষ্ট্রেশন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে। এতে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের বয়সসীমা হতে হবে ১২ থেকে ২২ বছরের মধ্যে।
রেজিষ্ট্রেশনের জন্য যেকোনো একটি বাংলা গান খালি গলায় অথবা বাদ্যযন্ত্রের মাধ্যমে গেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে আরটিভি প্লাস অ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও rtvonline.com/youngstar, অথবা [email protected], অথবা Facebook.com/rtvrealityshows এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে আগামী ১০ অক্টোরব পর্যন্ত।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
৯ ঘণ্টা আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
৯ ঘণ্টা আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
৯ ঘণ্টা আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
৯ ঘণ্টা আগে