Ajker Patrika

অস্কার মনোনীতদের উপহারের থলেতে কী থাকছে  

অস্কার মনোনীতদের উপহারের থলেতে কী থাকছে  

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে স্থানীয় সময় রোববার রাত ৮টায় বসবে তারার মেলা। জমকালো নানা আয়োজনে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক অস্কার পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে। 

অস্কারে মনোনয়ন পাওয়া সবার ভাগ্যে সোনালি ট্রফি জুটবে না। তাই বলে একেবারে খালি হাতে ফিরতে হবে না মনোনীতদের অধিকাংশকেই। অস্কারে প্রথম সারির বিভাগগুলোতে মনোনীত সবাই উপহার ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি ফিরবেন। 

উপহারের থলেতে থাকছে বিলাসবহুল প্রিমিয়াম এক্সট্রা ভার্জিন অলিভ ওয়েল। আর এই ব্যাগে কী পরিমাণ অর্থের উপহার সামগ্রী থাকে, সেটির প্রকৃত অঙ্ক অজানা। তবে এ বছর প্রত্যেকের থলেতে আনুমানিক ১ লাখ ডলারের বেশি মূল্যমানের উপহার সামগ্রী থাকবে বলে ধারণা করা হচ্ছে। 

উপহার হিসেবে থাকছে ৩৬০ অ্যাঙ্গেলে ঘোরানো যায় এমন অত্যাধুনিক চশমা। এবার উপহার হিসেবে থাকছে বিভিন্ন প্রসাধনী সামগ্রী, বিলাসবহুল প্রিমিয়াম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায় এমন অত্যাধুনিক চশমা, পপকর্ন, পানীয়, কফি কিট, বিলাসবহুল পারফিউমসহ ৫০টিরও বেশি উপহার সামগ্রী। 

উপহারের থলেতে থাকবে কফি কিট, পানীয়সহ অর্ধশতাধিক উপহার সামগ্রী। লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটার থেকে অস্কার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে এবিসি। বাংলাদেশের দর্শকেরা এটি দেখতে পাবেন সোমবার ভোর ছয়টায়। 

তথ্যসূত্র: ফক্স বিজনেস, ই-অনলাইন ও দ্য ইন্ডিপেনডেন্ট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত