২৫ মার্চ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের আলোচিত সিনেমা ‘দ্য লস্ট সিটি’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এই সিনেমা। রোমান্স, অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও কমেডির সংমিশ্রণে নির্মিত এ সিনেমা পরিচালনা করেছেন অ্যাডাম নি ও অ্যারন নি ভাতৃদ্বয়। ২০১৫ সালে তাদের ‘ব্যান্ড অব রবার্স’ সিনেমার মধ্য দিয়ে খ্যাতি অর্জন করেন তারা। এ ছাড়া তাঁরা পরিচালনা করেছেন হি-ম্যান ও দ্য মাস্টার্স অব দ্য ইউনিভার্স সিনেমাগুলো।
বড় বড় তারকার পাশাপাশি এ সিনেমায় গল্পসহ অনেকগুলো আকর্ষণীয় দিক রয়েছে। সিনেমায় একসঙ্গে দেখা যাবে হলিউডের দুই সুপারস্টার স্যান্ড্রা বুলক ও ব্র্যাড পিটকে। যদিও সিনেমার নায়ক চ্যানিং টাটুম, তবুও অস্কারজয়ী এই দুই তারকাকে এক সিনেমায় দেখা ভক্তদের কাছে বিরাট ব্যাপার। অবশ্য শুরুতে শোনা গিয়েছিল, এ সিনেমাতে ফের জুটি হচ্ছেন স্যান্ড্রা বুলক ও রায়ান রেনল্ডস। পরে দৃশ্যপটে আসেন চ্যানিং টাটুম। অভিনয়ের পাশাপাশি নিজের ফর্টিস্ট ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন স্যান্ডা বুলক। অন্যদিকে, ‘হ্যারি পটার’খ্যাত অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফও রয়েছেন এ সিনেমাতে। গোল চশমা, মিষ্টি হাসি, সারল্য ভরা মুখ, জনপ্রিয় জাদুকর সে সব দিন গিয়েছে। নতুন চরিত্র নিয়ে কাজ করা গুরুত্ব পেয়েছে তার কাছে। ‘হ্যারি পটার’-এর ভাবমূর্তি ভাঙতে চান ড্যানিয়েল র্যাডক্লিফ। তাঁর প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল। ‘সুইস আর্মি ম্যান’, ‘দ্য উওম্যান ইন ব্ল্যাক’, ‘কিল ইয়র ডার্লিংস’ সিনেমাগুলোতে তিনি নিজের অন্য রূপ সামনে এনেছেন। ‘দ্য লস্ট সিটি’ সিনেমাতে এবার খলনায়কের চরিত্রে অবতীর্ণ হবেন তিনি।
সিনেমাতে স্যান্ড্রা বুলকের চরিত্র একজন সফল রোমান্স কাহিনি লেখিকার, যাকে ভয়ংকর এক গুপ্তধন শিকারি অপহরণ করে নিয়ে যায় এবং এক অভিযানে যেতে বাধ্য করে। শিকারির বিশ্বাস, লেখিকার নতুন বইয়ে যে হারানো শহরের কথা বলা হয়েছে বাস্তবে তার অস্তিত্ব আছে এবং লেখিকা সেটা জানেন। তাই লেখিকাকে নিয়ে সেই শহরের সন্ধানে বের হন তারা। ধরে আনা হয় এক মডেলকে, যে চরিত্রে অভিনয় করেছেন চ্যানিং টাটুম। জঙ্গলের মাঝে উপন্যাসের এক কল্পিত শহরের খোঁজে অভিযান শুরু হয়। মুখোমুখি হয় ভয়ংকর সব ঘটনার। তারা বুঝতে পারে বাস্তব জীবন গল্পের চেয়েও অদ্ভুত ও রোমান্টিক।
সিনেমার সাফলের্য ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী স্যান্ড্রা। ট্রেলার প্রকাশের পর থেকে দর্শকদের আগ্রহ তাকে উচ্ছ্বসিত করে। হলিউডের সংবাদমাধ্যমের রিভিউয়ে যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছে সিনেমাটি।
২৫ মার্চ আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের আলোচিত সিনেমা ‘দ্য লস্ট সিটি’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এই সিনেমা। রোমান্স, অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও কমেডির সংমিশ্রণে নির্মিত এ সিনেমা পরিচালনা করেছেন অ্যাডাম নি ও অ্যারন নি ভাতৃদ্বয়। ২০১৫ সালে তাদের ‘ব্যান্ড অব রবার্স’ সিনেমার মধ্য দিয়ে খ্যাতি অর্জন করেন তারা। এ ছাড়া তাঁরা পরিচালনা করেছেন হি-ম্যান ও দ্য মাস্টার্স অব দ্য ইউনিভার্স সিনেমাগুলো।
বড় বড় তারকার পাশাপাশি এ সিনেমায় গল্পসহ অনেকগুলো আকর্ষণীয় দিক রয়েছে। সিনেমায় একসঙ্গে দেখা যাবে হলিউডের দুই সুপারস্টার স্যান্ড্রা বুলক ও ব্র্যাড পিটকে। যদিও সিনেমার নায়ক চ্যানিং টাটুম, তবুও অস্কারজয়ী এই দুই তারকাকে এক সিনেমায় দেখা ভক্তদের কাছে বিরাট ব্যাপার। অবশ্য শুরুতে শোনা গিয়েছিল, এ সিনেমাতে ফের জুটি হচ্ছেন স্যান্ড্রা বুলক ও রায়ান রেনল্ডস। পরে দৃশ্যপটে আসেন চ্যানিং টাটুম। অভিনয়ের পাশাপাশি নিজের ফর্টিস্ট ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন স্যান্ডা বুলক। অন্যদিকে, ‘হ্যারি পটার’খ্যাত অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফও রয়েছেন এ সিনেমাতে। গোল চশমা, মিষ্টি হাসি, সারল্য ভরা মুখ, জনপ্রিয় জাদুকর সে সব দিন গিয়েছে। নতুন চরিত্র নিয়ে কাজ করা গুরুত্ব পেয়েছে তার কাছে। ‘হ্যারি পটার’-এর ভাবমূর্তি ভাঙতে চান ড্যানিয়েল র্যাডক্লিফ। তাঁর প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল। ‘সুইস আর্মি ম্যান’, ‘দ্য উওম্যান ইন ব্ল্যাক’, ‘কিল ইয়র ডার্লিংস’ সিনেমাগুলোতে তিনি নিজের অন্য রূপ সামনে এনেছেন। ‘দ্য লস্ট সিটি’ সিনেমাতে এবার খলনায়কের চরিত্রে অবতীর্ণ হবেন তিনি।
সিনেমাতে স্যান্ড্রা বুলকের চরিত্র একজন সফল রোমান্স কাহিনি লেখিকার, যাকে ভয়ংকর এক গুপ্তধন শিকারি অপহরণ করে নিয়ে যায় এবং এক অভিযানে যেতে বাধ্য করে। শিকারির বিশ্বাস, লেখিকার নতুন বইয়ে যে হারানো শহরের কথা বলা হয়েছে বাস্তবে তার অস্তিত্ব আছে এবং লেখিকা সেটা জানেন। তাই লেখিকাকে নিয়ে সেই শহরের সন্ধানে বের হন তারা। ধরে আনা হয় এক মডেলকে, যে চরিত্রে অভিনয় করেছেন চ্যানিং টাটুম। জঙ্গলের মাঝে উপন্যাসের এক কল্পিত শহরের খোঁজে অভিযান শুরু হয়। মুখোমুখি হয় ভয়ংকর সব ঘটনার। তারা বুঝতে পারে বাস্তব জীবন গল্পের চেয়েও অদ্ভুত ও রোমান্টিক।
সিনেমার সাফলের্য ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী স্যান্ড্রা। ট্রেলার প্রকাশের পর থেকে দর্শকদের আগ্রহ তাকে উচ্ছ্বসিত করে। হলিউডের সংবাদমাধ্যমের রিভিউয়ে যথেষ্ট ইতিবাচক সাড়া পেয়েছে সিনেমাটি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
৬ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
৯ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
১৬ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১৭ ঘণ্টা আগে