Ajker Patrika

সুরের জাদুতে এবারের অস্কার মাতাবেন যাঁরা

সুরের জাদুতে এবারের অস্কার মাতাবেন যাঁরা

অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের আসর। প্রতিবারের মতো এবারও সংগীতের অনন্য একটি যৌথ পরিবেশনা থাকবে। সুরের জাদুতে একসঙ্গে কারা মাতাবেন অস্কারের মঞ্চ, তার একটি তালিকা প্রকাশ করেছেন আসরের প্রযোজক উইল প্যাকার ও শাইলা কাওয়ান। 

অনুষ্ঠানটি ২৭ মার্চ স্থানীয় সময় রোববার ডলবি থিয়েটার থেকে সরাসরি সম্প্রচার করবে এবিসি। এবিসি নিউজের এক প্রতিবেদনে জানা যায়, ৯৪তম অস্কার অনুষ্ঠানের মঞ্চে যৌথ পরিবেশনা থাকবে চার মার্কিন সংগীত তারকার। এই চার তারকা হলেন—পারকশনিস্ট ও গায়িকা শিলা ই., সংগীত পরিচালক ও বেজ গিটারিস্ট অ্যাডাম ব্ল্যাকস্টোন, ড্রামার ট্র্যাভিস বার্কার ও পিয়ানোবাদক রবার্ট গ্লাসপার। 

সংগীতের যৌথ পরিবেশনা করবেন শিলা ই., অ্যাডাম ব্ল্যাকস্টোন, ট্র্যাভিস বার্কার ও রবার্ট গ্লাসপারএ ছাড়া অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন আমেরিকান ডিজে ডি-নাইস। এর আগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত হবে অস্কার-পূর্ববর্তী আয়োজন; যা ‘গভর্নরস বল’ নামে পরিচিত। এতে থাকবেন এবারের অস্কারের অধিকাংশ অংশগ্রহণকারী। 

এদিকে অস্কারের দিন যত ঘনিয়ে আসছে, সিনেমাপ্রেমীদের উত্তেজনার পারদ ততই তুঙ্গে। নানা জল্পনা-কল্পনা চলছে এবারের অস্কার নিয়ে। বিশেষ করে সেরা ছবি রয়েছে আলোচনার শীর্ষে। আলোচনায় একাধিক ছবি থাকলেও এগিয়ে আছে নেটফ্লিক্সের ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা অভিনেতার স্বীকৃতিসহ ১২টি বিষয়ে মনোনয়ন পেয়েছে ছবিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শহিদুল আলমদের কনসেন্সসহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটকের দাবি ইসরায়েলের

শহিদুল আলমকে অপহরণ করেছে দখলদার ইসরায়েল

সোনার দামে সর্বোচ্চ রেকর্ড, আউন্সপ্রতি ছাড়াল ৪০০০ ডলার

ভারতীয়রা ভিসা ছাড় পাবে না, স্বার্থ হাসিলে ‘দুদিনের বাণিজ্য মিশনে’ মুম্বাইয়ে স্টারমার

ইনহেলার বছরে ৫ লাখ গাড়ির সমান কার্বন নিঃসারণ করে, ঝুঁকিতে পড়ছে শ্বাসযন্ত্রের রোগীরাই: গবেষণা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত