অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের আসর। প্রতিবারের মতো এবারও সংগীতের অনন্য একটি যৌথ পরিবেশনা থাকবে। সুরের জাদুতে একসঙ্গে কারা মাতাবেন অস্কারের মঞ্চ, তার একটি তালিকা প্রকাশ করেছেন আসরের প্রযোজক উইল প্যাকার ও শাইলা কাওয়ান।
অনুষ্ঠানটি ২৭ মার্চ স্থানীয় সময় রোববার ডলবি থিয়েটার থেকে সরাসরি সম্প্রচার করবে এবিসি। এবিসি নিউজের এক প্রতিবেদনে জানা যায়, ৯৪তম অস্কার অনুষ্ঠানের মঞ্চে যৌথ পরিবেশনা থাকবে চার মার্কিন সংগীত তারকার। এই চার তারকা হলেন—পারকশনিস্ট ও গায়িকা শিলা ই., সংগীত পরিচালক ও বেজ গিটারিস্ট অ্যাডাম ব্ল্যাকস্টোন, ড্রামার ট্র্যাভিস বার্কার ও পিয়ানোবাদক রবার্ট গ্লাসপার।
এ ছাড়া অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন আমেরিকান ডিজে ডি-নাইস। এর আগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত হবে অস্কার-পূর্ববর্তী আয়োজন; যা ‘গভর্নরস বল’ নামে পরিচিত। এতে থাকবেন এবারের অস্কারের অধিকাংশ অংশগ্রহণকারী।
এদিকে অস্কারের দিন যত ঘনিয়ে আসছে, সিনেমাপ্রেমীদের উত্তেজনার পারদ ততই তুঙ্গে। নানা জল্পনা-কল্পনা চলছে এবারের অস্কার নিয়ে। বিশেষ করে সেরা ছবি রয়েছে আলোচনার শীর্ষে। আলোচনায় একাধিক ছবি থাকলেও এগিয়ে আছে নেটফ্লিক্সের ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা অভিনেতার স্বীকৃতিসহ ১২টি বিষয়ে মনোনয়ন পেয়েছে ছবিটি।
অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের আসর। প্রতিবারের মতো এবারও সংগীতের অনন্য একটি যৌথ পরিবেশনা থাকবে। সুরের জাদুতে একসঙ্গে কারা মাতাবেন অস্কারের মঞ্চ, তার একটি তালিকা প্রকাশ করেছেন আসরের প্রযোজক উইল প্যাকার ও শাইলা কাওয়ান।
অনুষ্ঠানটি ২৭ মার্চ স্থানীয় সময় রোববার ডলবি থিয়েটার থেকে সরাসরি সম্প্রচার করবে এবিসি। এবিসি নিউজের এক প্রতিবেদনে জানা যায়, ৯৪তম অস্কার অনুষ্ঠানের মঞ্চে যৌথ পরিবেশনা থাকবে চার মার্কিন সংগীত তারকার। এই চার তারকা হলেন—পারকশনিস্ট ও গায়িকা শিলা ই., সংগীত পরিচালক ও বেজ গিটারিস্ট অ্যাডাম ব্ল্যাকস্টোন, ড্রামার ট্র্যাভিস বার্কার ও পিয়ানোবাদক রবার্ট গ্লাসপার।
এ ছাড়া অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন আমেরিকান ডিজে ডি-নাইস। এর আগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিত হবে অস্কার-পূর্ববর্তী আয়োজন; যা ‘গভর্নরস বল’ নামে পরিচিত। এতে থাকবেন এবারের অস্কারের অধিকাংশ অংশগ্রহণকারী।
এদিকে অস্কারের দিন যত ঘনিয়ে আসছে, সিনেমাপ্রেমীদের উত্তেজনার পারদ ততই তুঙ্গে। নানা জল্পনা-কল্পনা চলছে এবারের অস্কার নিয়ে। বিশেষ করে সেরা ছবি রয়েছে আলোচনার শীর্ষে। আলোচনায় একাধিক ছবি থাকলেও এগিয়ে আছে নেটফ্লিক্সের ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা অভিনেতার স্বীকৃতিসহ ১২টি বিষয়ে মনোনয়ন পেয়েছে ছবিটি।
ফেসবুকে শাকিব খান লেখেন, ’দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম।
১৭ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের শেষভাগে উপমহাদেশে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল। সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনের খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে ২৫ মিনিট ব্যপ্তির এই স্বল্পদৈর্ঘ্যটি।
২০ ঘণ্টা আগে২০২৩ সালে শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। নিজেদের মধ্যে কোন্দলের কারণে মাঝপথে বন্ধ করে দেওয়া হয় আয়োজন। দুই বছর পর আবারও ক্রিকেট টুর্নামেন্টে মাঠে নামছেন তারকারা। চারটি দলের অংশগ্রহণে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’
১ দিন আগেআজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৯৮১ সাল থেকে মহান মে দিবস পালন করে আসছে নাট্যদল আরণ্যক। প্রতিবছরের মতো এ বছরেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিনটি আরণ্যক স্মরণ করবে গান, আবৃত্তি, নাটক, আলোচনাসহ নানা আয়োজনে।
১ দিন আগে