অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক হিউ হাডসন মারা গেছেন। ‘চ্যারিয়টস অব ফায়ার’খ্যাত নির্মাতার মৃত্যুর খবরটি তাঁর পরিবারের বরাত দিয়ে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
হাডসনের পরিবারের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘হিউ হাডসন, প্রিয় স্বামী ও পিতা, অসুস্থতার পর চ্যারিং ক্রস হাসপাতালে মারা গেছেন তিনি।’
জানা গেছে, গত কয়েক দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন হাডসন। গত শুক্রবার লন্ডনের চ্যারিং ক্রস হাসপাতালে মৃত্যু হয় ব্রিটিশ এই পরিচালকের।
১৯৩৬ সালের ২৫ আগস্ট লন্ডনে জন্মগ্রহণ করেন হিউ হাডসন। বিজ্ঞাপন পরিচালনার মাধ্যমে তিনি নির্মাণকাজ শুরু করেন। কর্মজীবনের প্রথম দিকে ফ্রান্সে তথ্যচিত্র সম্পাদনার কাজ করতেন তিনি। সেখানে আড়াই বছরের অধিক সময় সম্পাদনার কাজ করার পর তিনি ও তাঁর দুই সহকর্মী মিলে একটি তথ্যচিত্র সংস্থা শুরু করেন।
সেই সংস্থার প্রযোজনাতেই তৈরি হয় ‘এ ফর অ্যাপল’, ‘দ্য টর্টয়েজ অ্যান্ড দ্য হেয়ার’-এর মতো এসজিএ (স্ক্রিনরাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড) জয়ী ও বাফটা (ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) মনোনীত তথ্যচিত্র।
১৯৭৯–৮০ সাল নাগাদ প্রায় এক বছর ধরে ‘চ্যারিয়টস অব ফায়ার’ সিনেমা তৈরি করেন হিউ হাডসন। দুজন ব্রিটিশ অ্যাথলেটের অলিম্পিক জার্নির গল্পের ওপর ভিত্তি তৈরি হয়েছিল এই ছবির চিত্রনাট্য। ১৯৮১ সালে মুক্তি পাওয়া এই ছবি মনোনীত হয়েছিল অস্কারের একাধিক বিভাগে। জিতেছিল সেরা ছবি ও সেরা চিত্রনাট্যের পুরস্কার। ‘চ্যারিয়টস অব ফায়ার’ ছাড়াও ‘গ্রেস্টোক: দ্য লিজেন্ড অব টারজান’, ‘লর্ড অব দ্য অ্যাপস’ ছবিরও পরিচালনা করেন হিউ হাডসন।
হাডসনের অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মাই লাইফ সো ফার’ (১৯৯৯) এবং ‘আই ড্রিমড অব আফ্রিকা’ (২০০০)। সর্বশেষ গত বছরের ‘অ্যাডভেঞ্চার দ্য টাইগারস নেস্ট’-এর চিত্রনাট্যের কাজ করেছিলেন তিনি।
অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক হিউ হাডসন মারা গেছেন। ‘চ্যারিয়টস অব ফায়ার’খ্যাত নির্মাতার মৃত্যুর খবরটি তাঁর পরিবারের বরাত দিয়ে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
হাডসনের পরিবারের দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘হিউ হাডসন, প্রিয় স্বামী ও পিতা, অসুস্থতার পর চ্যারিং ক্রস হাসপাতালে মারা গেছেন তিনি।’
জানা গেছে, গত কয়েক দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন হাডসন। গত শুক্রবার লন্ডনের চ্যারিং ক্রস হাসপাতালে মৃত্যু হয় ব্রিটিশ এই পরিচালকের।
১৯৩৬ সালের ২৫ আগস্ট লন্ডনে জন্মগ্রহণ করেন হিউ হাডসন। বিজ্ঞাপন পরিচালনার মাধ্যমে তিনি নির্মাণকাজ শুরু করেন। কর্মজীবনের প্রথম দিকে ফ্রান্সে তথ্যচিত্র সম্পাদনার কাজ করতেন তিনি। সেখানে আড়াই বছরের অধিক সময় সম্পাদনার কাজ করার পর তিনি ও তাঁর দুই সহকর্মী মিলে একটি তথ্যচিত্র সংস্থা শুরু করেন।
সেই সংস্থার প্রযোজনাতেই তৈরি হয় ‘এ ফর অ্যাপল’, ‘দ্য টর্টয়েজ অ্যান্ড দ্য হেয়ার’-এর মতো এসজিএ (স্ক্রিনরাইটার্স গিল্ড অ্যাওয়ার্ড) জয়ী ও বাফটা (ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) মনোনীত তথ্যচিত্র।
১৯৭৯–৮০ সাল নাগাদ প্রায় এক বছর ধরে ‘চ্যারিয়টস অব ফায়ার’ সিনেমা তৈরি করেন হিউ হাডসন। দুজন ব্রিটিশ অ্যাথলেটের অলিম্পিক জার্নির গল্পের ওপর ভিত্তি তৈরি হয়েছিল এই ছবির চিত্রনাট্য। ১৯৮১ সালে মুক্তি পাওয়া এই ছবি মনোনীত হয়েছিল অস্কারের একাধিক বিভাগে। জিতেছিল সেরা ছবি ও সেরা চিত্রনাট্যের পুরস্কার। ‘চ্যারিয়টস অব ফায়ার’ ছাড়াও ‘গ্রেস্টোক: দ্য লিজেন্ড অব টারজান’, ‘লর্ড অব দ্য অ্যাপস’ ছবিরও পরিচালনা করেন হিউ হাডসন।
হাডসনের অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মাই লাইফ সো ফার’ (১৯৯৯) এবং ‘আই ড্রিমড অব আফ্রিকা’ (২০০০)। সর্বশেষ গত বছরের ‘অ্যাডভেঞ্চার দ্য টাইগারস নেস্ট’-এর চিত্রনাট্যের কাজ করেছিলেন তিনি।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
৯ ঘণ্টা আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
৯ ঘণ্টা আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
৯ ঘণ্টা আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
৯ ঘণ্টা আগে