টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো সঙ্গীতশিল্পী টেলর সুইফটের শর্টফিল্ম ‘অল টু ওয়েল’। সিনেমাটি টেলর পরিচালনা করেছেন। জানালেন, ভবিষ্যতে পূর্ণদৈর্ঘ্যে সিনেমা পরিচালনা করার কথাও ভাবছেন তিনি।
চলচ্চিত্র উৎসবের সন্ধ্যায় এক বিশেষ আলোচনা সভার আয়োজন হয়েছিল টেলরের সিনেমা নির্মাণের পেছনের গল্প নিয়েই। সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন টেলর নিজে। পরিচালনা, প্রযোজনাতেও তিনি। শুধু তা-ই নয়, সিনেমাটিতে ছোট একটি চরিত্রে অভিনয় করতেও দেখা গেছে।
সঞ্চালক ক্যামেরুন বেইলি জিজ্ঞাস করেছিলেন, টেলর কি এ বার পূর্ণদৈর্ঘ্যের সিনেমা তৈরি করতে আগ্রহী হবেন? জবাবে টেলর জানান, যদি তেমন গল্প হয়, কেন নয়! টেলর বলেন, ‘আমি ধীরে ধীরে এগোতে চাই। তবে মনে করি এমন একটা জায়গায় আমি পৌঁছতে পেরেছি যে, এতটা সাবধানী না হয়ে আর একটু বড়সড় পদক্ষেপ করতেই পারি। আর সেটা অবশ্যই একটা পূর্ণদৈর্ঘ্যে সিনেমা তৈরি করা। আমি আমার মতো করে গল্প বলতে ভালবাসি। তাই ভাল সুযোগের অপেক্ষা মাত্র।’
টেলর আরও জানান, তিনি মানুষের আবেগের গল্প বলতে চান। অ্যাকশন দৃশ্য পরিচালনা করার কথা এখনই ভাবছেন না। তবে কোনও দিন তেমন কিছু হলে সেটা মন্দ হবে না। পাশাপাশি জানালেন যে, শুধু হৃদয় ভাঙার গল্পে নিজেকে আটকে রাখতে চান না। কারণ কম বয়সে এমন অভিজ্ঞতা খুবই বেদনাদায়ক। সে সামলে উঠতে কাউকে হয়তো লেখক হয়ে গল্প লিখতে হয়। সেই ধরনের গল্প বলার পালা টেলরের শেষ।
‘অল টু ওয়েল’ তৈরির অনুপ্রেরণা প্রসঙ্গেও কথা বলেন গায়িকা। তিনি বলেন, ‘‘সত্তরের দশকে আমরা যখন রোমান্টিক সিনেমাগুলো দেখতে শুরু করেছি, সেখানে দুটি চরিত্র এত সুন্দরভাবে, ঘনিষ্ঠভাবে একসঙ্গে বোনা হত! যেমন ধরুন ‘দ্য ওয়ে উই ওয়ার’, ‘লাভ স্টোরি’, ‘ক্রেমার ভার্সেস ক্রেমার’ সিনেমাগুলো। এই সিনেমাগুলো এখনো মাথা থেকে যায় না। সেই একই অভিজ্ঞতা মানুষকে দিতে চাই।”
১০ বছর সময় লেগেছে টেলরের সিনেমাটি তৈরি করতে। সেই সঙ্গে গানটাও। ‘অল টু ওয়েল (টেলরের সংস্করণ)’ নভেম্বর ২০২১-এ প্রকাশিত হয়েছিল। ‘অল টু ওয়েল’-এর জন্য পুরস্কার জেতার পর, টেলর ঘোষণা করেছিলেন, তাঁর পরবর্তী গানের অ্যালবাম ‘মিডনাইটস’ আসছে। ১৩টি বিনিদ্র রাতের কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই অ্যালবাম, যার অপেক্ষায় প্রহর গুনছেন টেলর ভক্তরা। ২১ অক্টোবর প্রকাশ হবে সেই অ্যালবাম।
টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো সঙ্গীতশিল্পী টেলর সুইফটের শর্টফিল্ম ‘অল টু ওয়েল’। সিনেমাটি টেলর পরিচালনা করেছেন। জানালেন, ভবিষ্যতে পূর্ণদৈর্ঘ্যে সিনেমা পরিচালনা করার কথাও ভাবছেন তিনি।
চলচ্চিত্র উৎসবের সন্ধ্যায় এক বিশেষ আলোচনা সভার আয়োজন হয়েছিল টেলরের সিনেমা নির্মাণের পেছনের গল্প নিয়েই। সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন টেলর নিজে। পরিচালনা, প্রযোজনাতেও তিনি। শুধু তা-ই নয়, সিনেমাটিতে ছোট একটি চরিত্রে অভিনয় করতেও দেখা গেছে।
সঞ্চালক ক্যামেরুন বেইলি জিজ্ঞাস করেছিলেন, টেলর কি এ বার পূর্ণদৈর্ঘ্যের সিনেমা তৈরি করতে আগ্রহী হবেন? জবাবে টেলর জানান, যদি তেমন গল্প হয়, কেন নয়! টেলর বলেন, ‘আমি ধীরে ধীরে এগোতে চাই। তবে মনে করি এমন একটা জায়গায় আমি পৌঁছতে পেরেছি যে, এতটা সাবধানী না হয়ে আর একটু বড়সড় পদক্ষেপ করতেই পারি। আর সেটা অবশ্যই একটা পূর্ণদৈর্ঘ্যে সিনেমা তৈরি করা। আমি আমার মতো করে গল্প বলতে ভালবাসি। তাই ভাল সুযোগের অপেক্ষা মাত্র।’
টেলর আরও জানান, তিনি মানুষের আবেগের গল্প বলতে চান। অ্যাকশন দৃশ্য পরিচালনা করার কথা এখনই ভাবছেন না। তবে কোনও দিন তেমন কিছু হলে সেটা মন্দ হবে না। পাশাপাশি জানালেন যে, শুধু হৃদয় ভাঙার গল্পে নিজেকে আটকে রাখতে চান না। কারণ কম বয়সে এমন অভিজ্ঞতা খুবই বেদনাদায়ক। সে সামলে উঠতে কাউকে হয়তো লেখক হয়ে গল্প লিখতে হয়। সেই ধরনের গল্প বলার পালা টেলরের শেষ।
‘অল টু ওয়েল’ তৈরির অনুপ্রেরণা প্রসঙ্গেও কথা বলেন গায়িকা। তিনি বলেন, ‘‘সত্তরের দশকে আমরা যখন রোমান্টিক সিনেমাগুলো দেখতে শুরু করেছি, সেখানে দুটি চরিত্র এত সুন্দরভাবে, ঘনিষ্ঠভাবে একসঙ্গে বোনা হত! যেমন ধরুন ‘দ্য ওয়ে উই ওয়ার’, ‘লাভ স্টোরি’, ‘ক্রেমার ভার্সেস ক্রেমার’ সিনেমাগুলো। এই সিনেমাগুলো এখনো মাথা থেকে যায় না। সেই একই অভিজ্ঞতা মানুষকে দিতে চাই।”
১০ বছর সময় লেগেছে টেলরের সিনেমাটি তৈরি করতে। সেই সঙ্গে গানটাও। ‘অল টু ওয়েল (টেলরের সংস্করণ)’ নভেম্বর ২০২১-এ প্রকাশিত হয়েছিল। ‘অল টু ওয়েল’-এর জন্য পুরস্কার জেতার পর, টেলর ঘোষণা করেছিলেন, তাঁর পরবর্তী গানের অ্যালবাম ‘মিডনাইটস’ আসছে। ১৩টি বিনিদ্র রাতের কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই অ্যালবাম, যার অপেক্ষায় প্রহর গুনছেন টেলর ভক্তরা। ২১ অক্টোবর প্রকাশ হবে সেই অ্যালবাম।
গত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
৯ ঘণ্টা আগেদীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
১৫ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১ দিন আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১ দিন আগে