দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা ইনেস দে রামনের সঙ্গে সম্পর্কের খবরে সিলমোহর দিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। ব্রিটিশ গ্রাঁ প্রির ফর্মুলা ওয়ানে হাতে হাত ধরে এলেন ব্র্যাড পিট ও ইনেস দে রামন। ছবিও তুললেন দুজনে। এর আগেও ব্র্যাডের জন্মদিন, তাঁর সিনেমার প্রিমিয়ার, নতুন বছর উদ্যাপন করতে দেখা গেছে দুজনকে। তবে হাতে হাত ধরে কোনো অনুষ্ঠানে আসা এই প্রথম।
ইংল্যান্ডের নর্থ হ্যাম্পটনশায়ারে আয়োজিত ব্রিটিশ গ্র্যান্ড পিক্স প্রতিযোগিতা শুরু হওয়ার আগে ব্র্যাড-ইনেসকে একসঙ্গে স্টেডিয়ামে হাজির হতে দেখে হুড়োহুড়ি পড়ে যায় ছবি শিকারিদের মধ্যে। সেই ছবি প্রকাশ্যে আসামাত্রই মুহূর্তে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
সেই ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের টিশার্টের ওপর হালকা হলুদ রঙের জ্যাকেট পরে রয়েছেন ব্র্যাড। সঙ্গে সাদা রঙা ট্রাউজার্স ও মানানসই স্নিকার্স। অন্যদিকে ছিমছাম নীল রঙা পোশাকে দেখা গেছে ইনেস দে রামনকে।
২০২২ সালে লস অ্যাঞ্জেলেসের এক কনসার্টে ব্র্যাড ও ইনেসকে প্রথমবার একসঙ্গে দেখা যায় ব্যাকস্টেজে। তার পরেই শুরু হয় তাঁদের সম্পর্কের গুঞ্জন। তবে নিজেরা কখনো এই সম্পর্কের কথা স্বীকার করেননি।
ব্র্যাড পিটের ঘনিষ্ঠ এক বন্ধুর কথায়, অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পরে সন্তানদের সঙ্গে বেশি সময় কাটাতে পারতেন না বলে বেশ কষ্টে থাকতেন ব্র্যাড। তবে ইনেস জীবনে আসার পর থেকে অভিনেতা সুখের সময় পার করছেন।
প্রসঙ্গত, ইনেস পেশায় একজন জুয়েলারি ডিজাইনার। হলিউড অভিনেতা পল ওয়েসলির সঙ্গে তিন বছর সংসারও পেতেছিলেন তিনি। এরপর ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ওই বছরই ব্র্যাড পিটের সঙ্গে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় তাঁকে। সান্টা বারবারার সৈকতে নাকি একসঙ্গে সময় কাটাচ্ছিলেন এই যুগল।
দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা ইনেস দে রামনের সঙ্গে সম্পর্কের খবরে সিলমোহর দিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। ব্রিটিশ গ্রাঁ প্রির ফর্মুলা ওয়ানে হাতে হাত ধরে এলেন ব্র্যাড পিট ও ইনেস দে রামন। ছবিও তুললেন দুজনে। এর আগেও ব্র্যাডের জন্মদিন, তাঁর সিনেমার প্রিমিয়ার, নতুন বছর উদ্যাপন করতে দেখা গেছে দুজনকে। তবে হাতে হাত ধরে কোনো অনুষ্ঠানে আসা এই প্রথম।
ইংল্যান্ডের নর্থ হ্যাম্পটনশায়ারে আয়োজিত ব্রিটিশ গ্র্যান্ড পিক্স প্রতিযোগিতা শুরু হওয়ার আগে ব্র্যাড-ইনেসকে একসঙ্গে স্টেডিয়ামে হাজির হতে দেখে হুড়োহুড়ি পড়ে যায় ছবি শিকারিদের মধ্যে। সেই ছবি প্রকাশ্যে আসামাত্রই মুহূর্তে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
সেই ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের টিশার্টের ওপর হালকা হলুদ রঙের জ্যাকেট পরে রয়েছেন ব্র্যাড। সঙ্গে সাদা রঙা ট্রাউজার্স ও মানানসই স্নিকার্স। অন্যদিকে ছিমছাম নীল রঙা পোশাকে দেখা গেছে ইনেস দে রামনকে।
২০২২ সালে লস অ্যাঞ্জেলেসের এক কনসার্টে ব্র্যাড ও ইনেসকে প্রথমবার একসঙ্গে দেখা যায় ব্যাকস্টেজে। তার পরেই শুরু হয় তাঁদের সম্পর্কের গুঞ্জন। তবে নিজেরা কখনো এই সম্পর্কের কথা স্বীকার করেননি।
ব্র্যাড পিটের ঘনিষ্ঠ এক বন্ধুর কথায়, অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পরে সন্তানদের সঙ্গে বেশি সময় কাটাতে পারতেন না বলে বেশ কষ্টে থাকতেন ব্র্যাড। তবে ইনেস জীবনে আসার পর থেকে অভিনেতা সুখের সময় পার করছেন।
প্রসঙ্গত, ইনেস পেশায় একজন জুয়েলারি ডিজাইনার। হলিউড অভিনেতা পল ওয়েসলির সঙ্গে তিন বছর সংসারও পেতেছিলেন তিনি। এরপর ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ওই বছরই ব্র্যাড পিটের সঙ্গে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় তাঁকে। সান্টা বারবারার সৈকতে নাকি একসঙ্গে সময় কাটাচ্ছিলেন এই যুগল।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে