দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা ইনেস দে রামনের সঙ্গে সম্পর্কের খবরে সিলমোহর দিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। ব্রিটিশ গ্রাঁ প্রির ফর্মুলা ওয়ানে হাতে হাত ধরে এলেন ব্র্যাড পিট ও ইনেস দে রামন। ছবিও তুললেন দুজনে। এর আগেও ব্র্যাডের জন্মদিন, তাঁর সিনেমার প্রিমিয়ার, নতুন বছর উদ্যাপন করতে দেখা গেছে দুজনকে। তবে হাতে হাত ধরে কোনো অনুষ্ঠানে আসা এই প্রথম।
ইংল্যান্ডের নর্থ হ্যাম্পটনশায়ারে আয়োজিত ব্রিটিশ গ্র্যান্ড পিক্স প্রতিযোগিতা শুরু হওয়ার আগে ব্র্যাড-ইনেসকে একসঙ্গে স্টেডিয়ামে হাজির হতে দেখে হুড়োহুড়ি পড়ে যায় ছবি শিকারিদের মধ্যে। সেই ছবি প্রকাশ্যে আসামাত্রই মুহূর্তে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
সেই ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের টিশার্টের ওপর হালকা হলুদ রঙের জ্যাকেট পরে রয়েছেন ব্র্যাড। সঙ্গে সাদা রঙা ট্রাউজার্স ও মানানসই স্নিকার্স। অন্যদিকে ছিমছাম নীল রঙা পোশাকে দেখা গেছে ইনেস দে রামনকে।
২০২২ সালে লস অ্যাঞ্জেলেসের এক কনসার্টে ব্র্যাড ও ইনেসকে প্রথমবার একসঙ্গে দেখা যায় ব্যাকস্টেজে। তার পরেই শুরু হয় তাঁদের সম্পর্কের গুঞ্জন। তবে নিজেরা কখনো এই সম্পর্কের কথা স্বীকার করেননি।
ব্র্যাড পিটের ঘনিষ্ঠ এক বন্ধুর কথায়, অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পরে সন্তানদের সঙ্গে বেশি সময় কাটাতে পারতেন না বলে বেশ কষ্টে থাকতেন ব্র্যাড। তবে ইনেস জীবনে আসার পর থেকে অভিনেতা সুখের সময় পার করছেন।
প্রসঙ্গত, ইনেস পেশায় একজন জুয়েলারি ডিজাইনার। হলিউড অভিনেতা পল ওয়েসলির সঙ্গে তিন বছর সংসারও পেতেছিলেন তিনি। এরপর ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ওই বছরই ব্র্যাড পিটের সঙ্গে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় তাঁকে। সান্টা বারবারার সৈকতে নাকি একসঙ্গে সময় কাটাচ্ছিলেন এই যুগল।
দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা ইনেস দে রামনের সঙ্গে সম্পর্কের খবরে সিলমোহর দিলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। ব্রিটিশ গ্রাঁ প্রির ফর্মুলা ওয়ানে হাতে হাত ধরে এলেন ব্র্যাড পিট ও ইনেস দে রামন। ছবিও তুললেন দুজনে। এর আগেও ব্র্যাডের জন্মদিন, তাঁর সিনেমার প্রিমিয়ার, নতুন বছর উদ্যাপন করতে দেখা গেছে দুজনকে। তবে হাতে হাত ধরে কোনো অনুষ্ঠানে আসা এই প্রথম।
ইংল্যান্ডের নর্থ হ্যাম্পটনশায়ারে আয়োজিত ব্রিটিশ গ্র্যান্ড পিক্স প্রতিযোগিতা শুরু হওয়ার আগে ব্র্যাড-ইনেসকে একসঙ্গে স্টেডিয়ামে হাজির হতে দেখে হুড়োহুড়ি পড়ে যায় ছবি শিকারিদের মধ্যে। সেই ছবি প্রকাশ্যে আসামাত্রই মুহূর্তে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
সেই ছবিতে দেখা যাচ্ছে সাদা রঙের টিশার্টের ওপর হালকা হলুদ রঙের জ্যাকেট পরে রয়েছেন ব্র্যাড। সঙ্গে সাদা রঙা ট্রাউজার্স ও মানানসই স্নিকার্স। অন্যদিকে ছিমছাম নীল রঙা পোশাকে দেখা গেছে ইনেস দে রামনকে।
২০২২ সালে লস অ্যাঞ্জেলেসের এক কনসার্টে ব্র্যাড ও ইনেসকে প্রথমবার একসঙ্গে দেখা যায় ব্যাকস্টেজে। তার পরেই শুরু হয় তাঁদের সম্পর্কের গুঞ্জন। তবে নিজেরা কখনো এই সম্পর্কের কথা স্বীকার করেননি।
ব্র্যাড পিটের ঘনিষ্ঠ এক বন্ধুর কথায়, অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পরে সন্তানদের সঙ্গে বেশি সময় কাটাতে পারতেন না বলে বেশ কষ্টে থাকতেন ব্র্যাড। তবে ইনেস জীবনে আসার পর থেকে অভিনেতা সুখের সময় পার করছেন।
প্রসঙ্গত, ইনেস পেশায় একজন জুয়েলারি ডিজাইনার। হলিউড অভিনেতা পল ওয়েসলির সঙ্গে তিন বছর সংসারও পেতেছিলেন তিনি। এরপর ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ওই বছরই ব্র্যাড পিটের সঙ্গে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় তাঁকে। সান্টা বারবারার সৈকতে নাকি একসঙ্গে সময় কাটাচ্ছিলেন এই যুগল।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
১০ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
২১ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
২১ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
২১ ঘণ্টা আগে