Ajker Patrika

ব্যাটম্যান তারকা কেভিন কনরয় মারা গেছেন

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৩: ৫৪
ব্যাটম্যান তারকা কেভিন কনরয় মারা গেছেন

ব্যাটম্যান তারকা কেভিন কনরয় মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে ৬৬ বছর বয়সী এই তারকার মৃত্যুর খবর দিয়েছে বিবিসি।

১৯৯২ সালে ব্যাটম্যানের চরিত্রে কণ্ঠ দিয়ে অভিনয়জগতে প্রবেশ করেন কেভিন কনরয়। ‘ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড’ সিরিজে তাঁর কণ্ঠে ব্রুস ওয়েন দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন। এরপর থেকে ১৫টি চলচ্চিত্র এবং চার শতাধিক টেলিভিশন পর্বে ব্যাটম্যানকে প্রতিনিধিত্ব করেছেন কেভিন।

ব্যাটম্যানকে নিয়ে তৈরি হওয়া একাধিক ভিডিও গেমে কেভিনের কণ্ঠস্বর কয়েক প্রজন্মের কাছে জনপ্রিয় ছিল।

কেভিনের এজেন্ট স্টিভেন নেইবার্ট বিবিসিকে বলেন, ‘ভয়েসওভার জগৎ এক মহান ব্যক্তিকে হারালো। ২৫ বছরের বেশি সময় ধরে তাঁর সঙ্গে কাজ করেছি। তাঁর মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত।”

১৯৯২ সালে ব্যাটম্যানের চরিত্রে কণ্ঠ দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন কেভিন কনরয়।কনরয়কে ‘প্রিয় বন্ধু’ হিসেবে অভিহিত করে হলিউডের কাস্টিং ডিরেক্টর আন্দ্রেয়া রোমানো বলেন, ‘কেভিনের উষ্ণ হৃদয়, আনন্দদায়ক গভীর হাসি এবং তাঁর বিশুদ্ধ ভালোবাসা চিরকাল আমার সঙ্গে থাকবে।’

হলিউডের শীর্ষ প্রযোজক কোম্পানি ওয়ার্নার ব্রাদার্সের সহযোগী প্রতিষ্ঠান ডিসি কমিকস এক প্রতিক্রিয়ায় বলেছে, ‘এই খবরে আমরা গভীরভাবে দুঃখিত।’ 

১৯৫৫ সালে নিউইয়র্কে জন্ম নেওয়া কেভিন বেড়ে উঠেছেন কানেট্টিকাটে। ১৯৮০-এর দশকে পুরোপুরি অভিনয়ে নেমে পড়েন তিনি।

‘ডায়নাস্টি’, ‘ট্যুর অব ডিউটি’, ‘ওহারা’র মতো একাধিক টিভি সিরিজে কাজ করে সুনাম কুড়িয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত