বিনোদন ডেস্ক
‘গ্লাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্লাডিয়েটর টু’। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। চমকপ্রদ খবর হলো, যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশের দর্শকেরা দেখার সুযোগ পাচ্ছেন। আগামীকাল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে গ্লাডিয়েটর টু।
২০০০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘গ্লাডিয়েটর’। বিশ্বব্যাপী বক্স অফিসে ৪৬৫ মিলিয়নের বেশি আয় করে সিনেমাটি। শুধু বক্স অফিস নয়, পুরস্কারের মঞ্চেও বাজিমাত করে। অস্কারে ১২টি বিভাগে মনোনয়ন পেয়ে সেরা চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে অস্কার জিতে নেয়।
‘গ্লাডিয়েটর’-এর প্রথম কিস্তির মতো এবারও পরিচালনা করেছেন রিডলি স্কট। আগের সিনেমার গল্প ডেভিড ফ্রানজোনি লিখলেও এবার লিখেছেন পিটার ক্রেইগ ও ডেভিড স্কারপা। প্রযোজনায় আছেন রিডলি স্কট, মাইকেল প্রুস, ডগলাস উইক ও লুসি ফিশার।
গ্লাডিয়েটর ২ সিনেমার ট্রেলারে দেখা গেল রোমের কলোসিয়ামে জলযুদ্ধ ও হাজার হাজার দর্শনার্থীর সামনে গন্ডারের সঙ্গে লড়াই করছেন ব্রিটিশ অভিনেতা পল মেসকাল। সেই সঙ্গে গ্লাডিয়েটরের পুরোনো ইতিহাসও নতুন আঙ্গিকে সামনে আসার ইঙ্গিত দেখা গেছে।
ট্রেলার মুক্তির মাত্র এক দিনেই ভিউ ছাড়িয়েছে ১ কোটি ১৬ লাখ। মন্তব্যের ঘরে সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সমালোচক, ইউটিউবার থেকে শুরু করে সাধারণ দর্শক সিনেমার অ্যাকশন, ভিজ্যুয়াল আর সংলাপের প্রশংসা করেছেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পল মেসক্যালের সঙ্গে গন্ডারের লড়াই।
গত বছরের জানুয়ারিতে জানা যায়, প্রধান চরিত্রে অভিনয় করছেন পল মেসকাল। তরুণ এই অভিনেতা বিবিসি ও হুলুর মিনি সিরিজ ‘নরমাল পিপল’ দিয়ে পরিচিতি পান। তাকে এমন বড় বাজেটের সিনেমায় নেওয়ায় তখন অবাক হয়েছিলেন অনেকেই। তবে ট্রেলারে তাঁর পারফরম্যান্স দেখে অনেকেই বলতে বাধ্য হয়েছেন, নির্মাতার পছন্দ ভুল হয়নি। গত বছরের মে মাসে সিনেমাটির শুটিং শুরু হয় মরক্কোয়। এরপর শুটিং হয়েছে মালটা ও যুক্তরাজ্যে। ৩১০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটির সাফল্য কি আগের পর্বকে ছাড়িয়ে যাবে! সেটা দেখার জন্যই এখন অপেক্ষা সবার।
‘গ্লাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্লাডিয়েটর টু’। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। চমকপ্রদ খবর হলো, যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশের দর্শকেরা দেখার সুযোগ পাচ্ছেন। আগামীকাল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে গ্লাডিয়েটর টু।
২০০০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘গ্লাডিয়েটর’। বিশ্বব্যাপী বক্স অফিসে ৪৬৫ মিলিয়নের বেশি আয় করে সিনেমাটি। শুধু বক্স অফিস নয়, পুরস্কারের মঞ্চেও বাজিমাত করে। অস্কারে ১২টি বিভাগে মনোনয়ন পেয়ে সেরা চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে অস্কার জিতে নেয়।
‘গ্লাডিয়েটর’-এর প্রথম কিস্তির মতো এবারও পরিচালনা করেছেন রিডলি স্কট। আগের সিনেমার গল্প ডেভিড ফ্রানজোনি লিখলেও এবার লিখেছেন পিটার ক্রেইগ ও ডেভিড স্কারপা। প্রযোজনায় আছেন রিডলি স্কট, মাইকেল প্রুস, ডগলাস উইক ও লুসি ফিশার।
গ্লাডিয়েটর ২ সিনেমার ট্রেলারে দেখা গেল রোমের কলোসিয়ামে জলযুদ্ধ ও হাজার হাজার দর্শনার্থীর সামনে গন্ডারের সঙ্গে লড়াই করছেন ব্রিটিশ অভিনেতা পল মেসকাল। সেই সঙ্গে গ্লাডিয়েটরের পুরোনো ইতিহাসও নতুন আঙ্গিকে সামনে আসার ইঙ্গিত দেখা গেছে।
ট্রেলার মুক্তির মাত্র এক দিনেই ভিউ ছাড়িয়েছে ১ কোটি ১৬ লাখ। মন্তব্যের ঘরে সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সমালোচক, ইউটিউবার থেকে শুরু করে সাধারণ দর্শক সিনেমার অ্যাকশন, ভিজ্যুয়াল আর সংলাপের প্রশংসা করেছেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পল মেসক্যালের সঙ্গে গন্ডারের লড়াই।
গত বছরের জানুয়ারিতে জানা যায়, প্রধান চরিত্রে অভিনয় করছেন পল মেসকাল। তরুণ এই অভিনেতা বিবিসি ও হুলুর মিনি সিরিজ ‘নরমাল পিপল’ দিয়ে পরিচিতি পান। তাকে এমন বড় বাজেটের সিনেমায় নেওয়ায় তখন অবাক হয়েছিলেন অনেকেই। তবে ট্রেলারে তাঁর পারফরম্যান্স দেখে অনেকেই বলতে বাধ্য হয়েছেন, নির্মাতার পছন্দ ভুল হয়নি। গত বছরের মে মাসে সিনেমাটির শুটিং শুরু হয় মরক্কোয়। এরপর শুটিং হয়েছে মালটা ও যুক্তরাজ্যে। ৩১০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটির সাফল্য কি আগের পর্বকে ছাড়িয়ে যাবে! সেটা দেখার জন্যই এখন অপেক্ষা সবার।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
১০ ঘণ্টা আগে