২০২১ সালের ২১ অক্টোবরের ঘটনা। হলিউডের ‘রাস্ট’ সিনেমার শুটিং চলছিল নিউ মেক্সিকোতে। চিত্রনাট্য অনুযায়ী নিজের পিস্তল থেকে গুলি ছুড়বেন ‘মিশন ইম্পসিবল’খ্যাত অভিনেতা অ্যালেক বল্ডউইন। রাস্ট সিনেমার সহপ্রযোজকও তিনি। শুটিংয়ের জন্য রাখা খেলনা পিস্তল ক্যামেরার দিকে তাক করে গুলি ছুড়লেন অ্যালেক বল্ডউইন। হঠাৎ ঘটে যায় এক অপ্রত্যাশিত দুর্ঘটনা।
অ্যালেক বল্ডউইনের হাতের নকল বন্দুক থেকে ছুটে আসে আসল গুলি! সঙ্গে সঙ্গে মৃত্যু হয় চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনসের। গুরুতর আহত হন রাস্ট সিনেমার পরিচালক জোয়েল সৌজা।
পুলিশের তথ্য অনুযায়ী, বল্ডউইনের হাতে পিস্তলটি তুলে দিয়েছিলেন সিনেমার সহপরিচালক। সবাই জানতেন, এটা ছিল নকল পিস্তল, যাতে কোনো গুলিও ছিল না। এ ঘটনার পর হত্যা মামলা দায়ের করা হয় অ্যালেক বল্ডউইনের বিরুদ্ধে। তবে অভিনেতা বারবার দাবি করে এসেছেন, তাঁর কোনো ধারণাই নেই কীভাবে ওই নকল পিস্তলে আসল গুলি এল!
তিন বছর পর অবশেষে সেই হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেতা। গত শুক্রবার নিউ মেক্সিকোর বিচারক বল্ডউইনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ খারিজ করে দেন। রায় শুনে আদালতে বসেই কান্নায় ভেঙে পড়েন বল্ডউইন।
অনিচ্ছাকৃত খুনের অভিযোগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাঁর বিরুদ্ধে আসা অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। এ ঘটনায় তাঁকে আর অভিযুক্ত করা যাবে না বলেও উল্লেখ করা হয় শুক্রবারের রায়ে। আলোচিত এই রায়ের পর কান্নায় ভেঙে পড়লেও গণমাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি অ্যালেক বল্ডউইন। দ্রুত স্ত্রীকে নিয়ে আদালত থেকে বেরিয়ে যান তিনি।
২০২১ সালের ২১ অক্টোবরের ঘটনা। হলিউডের ‘রাস্ট’ সিনেমার শুটিং চলছিল নিউ মেক্সিকোতে। চিত্রনাট্য অনুযায়ী নিজের পিস্তল থেকে গুলি ছুড়বেন ‘মিশন ইম্পসিবল’খ্যাত অভিনেতা অ্যালেক বল্ডউইন। রাস্ট সিনেমার সহপ্রযোজকও তিনি। শুটিংয়ের জন্য রাখা খেলনা পিস্তল ক্যামেরার দিকে তাক করে গুলি ছুড়লেন অ্যালেক বল্ডউইন। হঠাৎ ঘটে যায় এক অপ্রত্যাশিত দুর্ঘটনা।
অ্যালেক বল্ডউইনের হাতের নকল বন্দুক থেকে ছুটে আসে আসল গুলি! সঙ্গে সঙ্গে মৃত্যু হয় চিত্রগ্রাহক হ্যালাইনা হাটচিনসের। গুরুতর আহত হন রাস্ট সিনেমার পরিচালক জোয়েল সৌজা।
পুলিশের তথ্য অনুযায়ী, বল্ডউইনের হাতে পিস্তলটি তুলে দিয়েছিলেন সিনেমার সহপরিচালক। সবাই জানতেন, এটা ছিল নকল পিস্তল, যাতে কোনো গুলিও ছিল না। এ ঘটনার পর হত্যা মামলা দায়ের করা হয় অ্যালেক বল্ডউইনের বিরুদ্ধে। তবে অভিনেতা বারবার দাবি করে এসেছেন, তাঁর কোনো ধারণাই নেই কীভাবে ওই নকল পিস্তলে আসল গুলি এল!
তিন বছর পর অবশেষে সেই হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেতা। গত শুক্রবার নিউ মেক্সিকোর বিচারক বল্ডউইনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ খারিজ করে দেন। রায় শুনে আদালতে বসেই কান্নায় ভেঙে পড়েন বল্ডউইন।
অনিচ্ছাকৃত খুনের অভিযোগে এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাঁর বিরুদ্ধে আসা অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। এ ঘটনায় তাঁকে আর অভিযুক্ত করা যাবে না বলেও উল্লেখ করা হয় শুক্রবারের রায়ে। আলোচিত এই রায়ের পর কান্নায় ভেঙে পড়লেও গণমাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেননি অ্যালেক বল্ডউইন। দ্রুত স্ত্রীকে নিয়ে আদালত থেকে বেরিয়ে যান তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
৪ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
৪ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
৪ ঘণ্টা আগে৮ অক্টোবর পথচলার ২১ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। ওই দিন স্টার সিনেপ্লেক্সের যেকোনো সিনেমার জন্য একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন দর্শকেরা।
১৫ ঘণ্টা আগে