৩০ বছর পর একসঙ্গে পাওয়া গেল ফরেস্ট ও জেনিকে। হলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর এ দুই চরিত্র যে আবার ফিরবে, তা কল্পনায়ও ছিল না। ১৯৯৪ সালে ফরেস্ট গাম্প সিনেমা দিয়ে তুমুল খ্যাতি পেয়েছিলেন টম হ্যাঙ্কস ও রবিন রাইট।
তিন দশক পর নতুন সিনেমায় অভিনয় করলেন এ জুটি। ফরেস্ট গাম্প পরিচালক রবার্ট জেমেকিসই ফিরিয়ে আনলেন তাঁদের। এ পরিচালকের নতুন সিনেমা ‘হেয়ার’-এ দেখা যাবে টম হ্যাঙ্কস ও রবিন রাইটকে।
হেয়ার সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে এএফআই ফেস্টে সিনেমাটির প্রিমিয়ার হয়ে গেল। সেখানে টম হ্যাঙ্কস ও রবিন রাইট দুজনেই এসেছিলেন। একসঙ্গে উপভোগ করেন সিনেমাটি।
এতদিন পর কীভাবে একত্র হলেন তাঁরা, প্রশ্ন করতেই টম হ্যাঙ্কস রসিকতার ছলে জানালেন, নব্বইয়ের দশকে যেভাবে একসঙ্গে কাজ করেছিলেন, সেই একই প্রসেসে। টম হ্যাঙ্কস বলেন, ‘আমরাও নিজেদের মধ্যে এ আলাপ করেছি অনেকবার। প্রথম যেদিন আমরা হেয়ারের স্ক্রিপ্ট নিয়ে বসেছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না, এতদিন পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি আমরা। নিজেদেরকেই প্রশ্ন করছিলাম, এটা কী বিশ্বাসযোগ্য? কীভাবে ঘটল এটা?’
টম হ্যাঙ্কস জানিয়েছেন, ফরেস্ট গাম্পের পর একসঙ্গে কাজ না করলেও রবিন রাইটের সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর। দুজনের মধ্যে যেমন ভালো বোঝাপড়া আছে, তেমনি পরস্পরের প্রতি রয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা। যে কারণে এতদিন পরও একসঙ্গে কাজ করাটা খুবই সহজ হয়েছে।
হেয়ার সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে টম হ্যাঙ্কস নিজেও জানতেন না, রবিন রাইটও থাকবেন এতে। পরে যখন পরিচালকের কাছে বিষয়টি শোনেন, অবাক হয়ে গিয়েছিলেন। ফরেস্ট গাম্পের অভিনেতাদের ফিরিয়ে আনতে হবে, এমন বড় কোনো পরিকল্পনা ছিল না রবার্ট জেমেকিসেরও। বলা ভালো, বিষয়টি অনেকটা অজান্তেই ঘটে গেছে।
ফরেস্ট গাম্প তৈরি হয়েছিল এক বোকাসোকা ছেলে ও তাঁর শৈশবের বান্ধবী জেনির গল্প নিয়ে। নানা প্রতিকূলতার পর এক সময়ে তারা বিয়ে করে। হেয়ার সিনেমাটিও সম্পর্কের গল্পে তৈরি হয়েছে। তবে এতে প্রাধান্য পেয়েছে একটি বাড়ি।
প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই বাড়িতে বসবাস করা একাধিক পরিবারের কাহিনি উঠে এসেছে হেয়ার সিনেমায়। এতে বিভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে হ্যাঙ্কস ও রাইটকে।
৩০ বছর পর একসঙ্গে পাওয়া গেল ফরেস্ট ও জেনিকে। হলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর এ দুই চরিত্র যে আবার ফিরবে, তা কল্পনায়ও ছিল না। ১৯৯৪ সালে ফরেস্ট গাম্প সিনেমা দিয়ে তুমুল খ্যাতি পেয়েছিলেন টম হ্যাঙ্কস ও রবিন রাইট।
তিন দশক পর নতুন সিনেমায় অভিনয় করলেন এ জুটি। ফরেস্ট গাম্প পরিচালক রবার্ট জেমেকিসই ফিরিয়ে আনলেন তাঁদের। এ পরিচালকের নতুন সিনেমা ‘হেয়ার’-এ দেখা যাবে টম হ্যাঙ্কস ও রবিন রাইটকে।
হেয়ার সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে এএফআই ফেস্টে সিনেমাটির প্রিমিয়ার হয়ে গেল। সেখানে টম হ্যাঙ্কস ও রবিন রাইট দুজনেই এসেছিলেন। একসঙ্গে উপভোগ করেন সিনেমাটি।
এতদিন পর কীভাবে একত্র হলেন তাঁরা, প্রশ্ন করতেই টম হ্যাঙ্কস রসিকতার ছলে জানালেন, নব্বইয়ের দশকে যেভাবে একসঙ্গে কাজ করেছিলেন, সেই একই প্রসেসে। টম হ্যাঙ্কস বলেন, ‘আমরাও নিজেদের মধ্যে এ আলাপ করেছি অনেকবার। প্রথম যেদিন আমরা হেয়ারের স্ক্রিপ্ট নিয়ে বসেছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না, এতদিন পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি আমরা। নিজেদেরকেই প্রশ্ন করছিলাম, এটা কী বিশ্বাসযোগ্য? কীভাবে ঘটল এটা?’
টম হ্যাঙ্কস জানিয়েছেন, ফরেস্ট গাম্পের পর একসঙ্গে কাজ না করলেও রবিন রাইটের সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর। দুজনের মধ্যে যেমন ভালো বোঝাপড়া আছে, তেমনি পরস্পরের প্রতি রয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা। যে কারণে এতদিন পরও একসঙ্গে কাজ করাটা খুবই সহজ হয়েছে।
হেয়ার সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে টম হ্যাঙ্কস নিজেও জানতেন না, রবিন রাইটও থাকবেন এতে। পরে যখন পরিচালকের কাছে বিষয়টি শোনেন, অবাক হয়ে গিয়েছিলেন। ফরেস্ট গাম্পের অভিনেতাদের ফিরিয়ে আনতে হবে, এমন বড় কোনো পরিকল্পনা ছিল না রবার্ট জেমেকিসেরও। বলা ভালো, বিষয়টি অনেকটা অজান্তেই ঘটে গেছে।
ফরেস্ট গাম্প তৈরি হয়েছিল এক বোকাসোকা ছেলে ও তাঁর শৈশবের বান্ধবী জেনির গল্প নিয়ে। নানা প্রতিকূলতার পর এক সময়ে তারা বিয়ে করে। হেয়ার সিনেমাটিও সম্পর্কের গল্পে তৈরি হয়েছে। তবে এতে প্রাধান্য পেয়েছে একটি বাড়ি।
প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই বাড়িতে বসবাস করা একাধিক পরিবারের কাহিনি উঠে এসেছে হেয়ার সিনেমায়। এতে বিভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে হ্যাঙ্কস ও রাইটকে।
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নিম্ন আদালতে এই মামলা করা হয়।
৫ ঘণ্টা আগেগত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
১৬ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
১৬ ঘণ্টা আগে‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের
১৭ ঘণ্টা আগে