৩০ বছর পর একসঙ্গে পাওয়া গেল ফরেস্ট ও জেনিকে। হলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর এ দুই চরিত্র যে আবার ফিরবে, তা কল্পনায়ও ছিল না। ১৯৯৪ সালে ফরেস্ট গাম্প সিনেমা দিয়ে তুমুল খ্যাতি পেয়েছিলেন টম হ্যাঙ্কস ও রবিন রাইট।
তিন দশক পর নতুন সিনেমায় অভিনয় করলেন এ জুটি। ফরেস্ট গাম্প পরিচালক রবার্ট জেমেকিসই ফিরিয়ে আনলেন তাঁদের। এ পরিচালকের নতুন সিনেমা ‘হেয়ার’-এ দেখা যাবে টম হ্যাঙ্কস ও রবিন রাইটকে।
হেয়ার সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে এএফআই ফেস্টে সিনেমাটির প্রিমিয়ার হয়ে গেল। সেখানে টম হ্যাঙ্কস ও রবিন রাইট দুজনেই এসেছিলেন। একসঙ্গে উপভোগ করেন সিনেমাটি।
এতদিন পর কীভাবে একত্র হলেন তাঁরা, প্রশ্ন করতেই টম হ্যাঙ্কস রসিকতার ছলে জানালেন, নব্বইয়ের দশকে যেভাবে একসঙ্গে কাজ করেছিলেন, সেই একই প্রসেসে। টম হ্যাঙ্কস বলেন, ‘আমরাও নিজেদের মধ্যে এ আলাপ করেছি অনেকবার। প্রথম যেদিন আমরা হেয়ারের স্ক্রিপ্ট নিয়ে বসেছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না, এতদিন পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি আমরা। নিজেদেরকেই প্রশ্ন করছিলাম, এটা কী বিশ্বাসযোগ্য? কীভাবে ঘটল এটা?’
টম হ্যাঙ্কস জানিয়েছেন, ফরেস্ট গাম্পের পর একসঙ্গে কাজ না করলেও রবিন রাইটের সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর। দুজনের মধ্যে যেমন ভালো বোঝাপড়া আছে, তেমনি পরস্পরের প্রতি রয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা। যে কারণে এতদিন পরও একসঙ্গে কাজ করাটা খুবই সহজ হয়েছে।
হেয়ার সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে টম হ্যাঙ্কস নিজেও জানতেন না, রবিন রাইটও থাকবেন এতে। পরে যখন পরিচালকের কাছে বিষয়টি শোনেন, অবাক হয়ে গিয়েছিলেন। ফরেস্ট গাম্পের অভিনেতাদের ফিরিয়ে আনতে হবে, এমন বড় কোনো পরিকল্পনা ছিল না রবার্ট জেমেকিসেরও। বলা ভালো, বিষয়টি অনেকটা অজান্তেই ঘটে গেছে।
ফরেস্ট গাম্প তৈরি হয়েছিল এক বোকাসোকা ছেলে ও তাঁর শৈশবের বান্ধবী জেনির গল্প নিয়ে। নানা প্রতিকূলতার পর এক সময়ে তারা বিয়ে করে। হেয়ার সিনেমাটিও সম্পর্কের গল্পে তৈরি হয়েছে। তবে এতে প্রাধান্য পেয়েছে একটি বাড়ি।
প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই বাড়িতে বসবাস করা একাধিক পরিবারের কাহিনি উঠে এসেছে হেয়ার সিনেমায়। এতে বিভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে হ্যাঙ্কস ও রাইটকে।
৩০ বছর পর একসঙ্গে পাওয়া গেল ফরেস্ট ও জেনিকে। হলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর এ দুই চরিত্র যে আবার ফিরবে, তা কল্পনায়ও ছিল না। ১৯৯৪ সালে ফরেস্ট গাম্প সিনেমা দিয়ে তুমুল খ্যাতি পেয়েছিলেন টম হ্যাঙ্কস ও রবিন রাইট।
তিন দশক পর নতুন সিনেমায় অভিনয় করলেন এ জুটি। ফরেস্ট গাম্প পরিচালক রবার্ট জেমেকিসই ফিরিয়ে আনলেন তাঁদের। এ পরিচালকের নতুন সিনেমা ‘হেয়ার’-এ দেখা যাবে টম হ্যাঙ্কস ও রবিন রাইটকে।
হেয়ার সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসে এএফআই ফেস্টে সিনেমাটির প্রিমিয়ার হয়ে গেল। সেখানে টম হ্যাঙ্কস ও রবিন রাইট দুজনেই এসেছিলেন। একসঙ্গে উপভোগ করেন সিনেমাটি।
এতদিন পর কীভাবে একত্র হলেন তাঁরা, প্রশ্ন করতেই টম হ্যাঙ্কস রসিকতার ছলে জানালেন, নব্বইয়ের দশকে যেভাবে একসঙ্গে কাজ করেছিলেন, সেই একই প্রসেসে। টম হ্যাঙ্কস বলেন, ‘আমরাও নিজেদের মধ্যে এ আলাপ করেছি অনেকবার। প্রথম যেদিন আমরা হেয়ারের স্ক্রিপ্ট নিয়ে বসেছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না, এতদিন পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি আমরা। নিজেদেরকেই প্রশ্ন করছিলাম, এটা কী বিশ্বাসযোগ্য? কীভাবে ঘটল এটা?’
টম হ্যাঙ্কস জানিয়েছেন, ফরেস্ট গাম্পের পর একসঙ্গে কাজ না করলেও রবিন রাইটের সঙ্গে বন্ধুত্ব ছিল তাঁর। দুজনের মধ্যে যেমন ভালো বোঝাপড়া আছে, তেমনি পরস্পরের প্রতি রয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা। যে কারণে এতদিন পরও একসঙ্গে কাজ করাটা খুবই সহজ হয়েছে।
হেয়ার সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে টম হ্যাঙ্কস নিজেও জানতেন না, রবিন রাইটও থাকবেন এতে। পরে যখন পরিচালকের কাছে বিষয়টি শোনেন, অবাক হয়ে গিয়েছিলেন। ফরেস্ট গাম্পের অভিনেতাদের ফিরিয়ে আনতে হবে, এমন বড় কোনো পরিকল্পনা ছিল না রবার্ট জেমেকিসেরও। বলা ভালো, বিষয়টি অনেকটা অজান্তেই ঘটে গেছে।
ফরেস্ট গাম্প তৈরি হয়েছিল এক বোকাসোকা ছেলে ও তাঁর শৈশবের বান্ধবী জেনির গল্প নিয়ে। নানা প্রতিকূলতার পর এক সময়ে তারা বিয়ে করে। হেয়ার সিনেমাটিও সম্পর্কের গল্পে তৈরি হয়েছে। তবে এতে প্রাধান্য পেয়েছে একটি বাড়ি।
প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই বাড়িতে বসবাস করা একাধিক পরিবারের কাহিনি উঠে এসেছে হেয়ার সিনেমায়। এতে বিভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে হ্যাঙ্কস ও রাইটকে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
৪ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
৪ ঘণ্টা আগেসংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়।
৪ ঘণ্টা আগে৮ অক্টোবর পথচলার ২১ বছর পূর্তি উদ্যাপন করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। ওই দিন স্টার সিনেপ্লেক্সের যেকোনো সিনেমার জন্য একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন দর্শকেরা।
১৫ ঘণ্টা আগে