স্বামীর সঙ্গে ইতালিতে অবকাশ যাপনে আছেন হলিউড অভিনেত্রী মার্গো রবি। সেখানেই পাপারাজ্জিদের নজরে আসে অভিনেত্রীর বেবিবাম্প। তার পর থেকেই জল্পনা, মা হতে চলেছেন মার্গো। কয়েকটি সূত্র পিপল ম্যাগাজিনকে অভিনেত্রীর মা হতে যাওয়ার খবর নিশ্চিত করেছে। তবে অভিনেত্রী আর তাঁর স্বামী চলচ্চিত্র প্রযোজক টম অ্যাকারলি এখনো এ বিষয়ে মুখ খোলেননি।
ইতালির লেক কোমোতে নৌবিহার করার সময়ে লেন্সবন্দী হন মার্গো। সাদা ক্রপ টপ, ট্রাউজার্সের ওপর ব্লেজার পরলেও ছবি শিকারিদের নজর এড়াতে পারেননি তিনি।
ব্রিটিশ প্রযোজক-অভিনেতা টম অ্যাকারলিকে ২০১৬ সালে বিয়ে করেন মার্গো রবি। তারও তিন বছর আগে ২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে দুজনের প্রথম দেখা।
গত বছর মুক্তিপ্রাপ্ত ‘বার্বি’তে মার্গোর অভিনয় প্রশংসিত হয়েছিল। অস্কারে মনোনয়নও পেয়েছিলেন। আগামী দিনে কলিন ফ্যারেলের সঙ্গে ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে।
স্বামীর সঙ্গে ইতালিতে অবকাশ যাপনে আছেন হলিউড অভিনেত্রী মার্গো রবি। সেখানেই পাপারাজ্জিদের নজরে আসে অভিনেত্রীর বেবিবাম্প। তার পর থেকেই জল্পনা, মা হতে চলেছেন মার্গো। কয়েকটি সূত্র পিপল ম্যাগাজিনকে অভিনেত্রীর মা হতে যাওয়ার খবর নিশ্চিত করেছে। তবে অভিনেত্রী আর তাঁর স্বামী চলচ্চিত্র প্রযোজক টম অ্যাকারলি এখনো এ বিষয়ে মুখ খোলেননি।
ইতালির লেক কোমোতে নৌবিহার করার সময়ে লেন্সবন্দী হন মার্গো। সাদা ক্রপ টপ, ট্রাউজার্সের ওপর ব্লেজার পরলেও ছবি শিকারিদের নজর এড়াতে পারেননি তিনি।
ব্রিটিশ প্রযোজক-অভিনেতা টম অ্যাকারলিকে ২০১৬ সালে বিয়ে করেন মার্গো রবি। তারও তিন বছর আগে ২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে দুজনের প্রথম দেখা।
গত বছর মুক্তিপ্রাপ্ত ‘বার্বি’তে মার্গোর অভিনয় প্রশংসিত হয়েছিল। অস্কারে মনোনয়নও পেয়েছিলেন। আগামী দিনে কলিন ফ্যারেলের সঙ্গে ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে