বিখ্যাত হরর চলচ্চিত্র ‘ক্যান্ডিম্যান’-এর কথা আপনার মনে আছে নিশ্চয়? ওই সিনেমায় অভিনেতা টনি টডের মৌমাছির সঙ্গে একটি অবিস্মরণীয় দৃশ্য আছে। দৃশ্যটি এমন—অসংখ্য মৌমাছি হুল ফোটাচ্ছে টনির শরীরে। সেই হুল ফোটানোর দৃশ্য সম্পর্কে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন হলিউডের জনপ্রিয় এই অভিনেতা।
টনি বলেছেন, মৌমাছির প্রতিটি হুলের জন্য তিনি ১ হাজার ডলার করে নিতেন। ‘আমি মৌমাছির ওই দৃশ্যের সময় প্রতিটি হুলের আঘাতের জন্য ১ হাজার ডলার করে নিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম, এটি ক্যান্ডিম্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে, তাই আমি এই দৃশ্যে নিজেকে সঁপে দিয়েছিলাম।’
প্রায় ২৫ থেকে ৩০ মিনিট সময় দিতে হয়েছিল ওই দৃশ্য ধারণের জন্য। টনি বলেছেন, ‘আমার ওপর যে মৌমাছি ছিল, তারা বাচ্চা মৌমাছি ছিল। তবে আমি নিশ্চিত ছিলাম যে তারা হুল ফোটাতে পারে। যদিও সিনেমসংশ্লিষ্টরা বলেছিলেন, ওই মৌমাছিদের হুল ফোটানোর সম্ভাবনা কম।
টনি তাঁর সাক্ষাৎকারে বলেন, ‘যখন গল্পটি প্রথম পড়েছিলাম, তখন গল্পের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আছে কি না, তা খুঁজেছিলাম। কারণ আমি নিশ্চিত হতে চেয়েছিলাম যে, হরর চলচ্চিত্রে কৃষ্ণাঙ্গ অভিনেতাদের মধ্যে আমি যেন অন্যতম হতে পারি।
ব্রিটিশ লেখক ক্লাইভ বার্কারের ছোট গল্প ‘দ্য ফরবিডেন’ অবলম্বনে ১৯৯২ সালে পরিচালক বার্নার্ড রোজ ‘ক্যান্ডিম্যান’ রচনা ও পরিচালনা করেছিলেন। চলচ্চিত্রটিতে টনি টড ছাড়াও ভার্জিনিয়া ম্যাডসেন, জেন্ডার বার্কলে, কাসি লেমনস অভিনয় করেছিলেন।
বিখ্যাত হরর চলচ্চিত্র ‘ক্যান্ডিম্যান’-এর কথা আপনার মনে আছে নিশ্চয়? ওই সিনেমায় অভিনেতা টনি টডের মৌমাছির সঙ্গে একটি অবিস্মরণীয় দৃশ্য আছে। দৃশ্যটি এমন—অসংখ্য মৌমাছি হুল ফোটাচ্ছে টনির শরীরে। সেই হুল ফোটানোর দৃশ্য সম্পর্কে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন হলিউডের জনপ্রিয় এই অভিনেতা।
টনি বলেছেন, মৌমাছির প্রতিটি হুলের জন্য তিনি ১ হাজার ডলার করে নিতেন। ‘আমি মৌমাছির ওই দৃশ্যের সময় প্রতিটি হুলের আঘাতের জন্য ১ হাজার ডলার করে নিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম, এটি ক্যান্ডিম্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে, তাই আমি এই দৃশ্যে নিজেকে সঁপে দিয়েছিলাম।’
প্রায় ২৫ থেকে ৩০ মিনিট সময় দিতে হয়েছিল ওই দৃশ্য ধারণের জন্য। টনি বলেছেন, ‘আমার ওপর যে মৌমাছি ছিল, তারা বাচ্চা মৌমাছি ছিল। তবে আমি নিশ্চিত ছিলাম যে তারা হুল ফোটাতে পারে। যদিও সিনেমসংশ্লিষ্টরা বলেছিলেন, ওই মৌমাছিদের হুল ফোটানোর সম্ভাবনা কম।
টনি তাঁর সাক্ষাৎকারে বলেন, ‘যখন গল্পটি প্রথম পড়েছিলাম, তখন গল্পের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু আছে কি না, তা খুঁজেছিলাম। কারণ আমি নিশ্চিত হতে চেয়েছিলাম যে, হরর চলচ্চিত্রে কৃষ্ণাঙ্গ অভিনেতাদের মধ্যে আমি যেন অন্যতম হতে পারি।
ব্রিটিশ লেখক ক্লাইভ বার্কারের ছোট গল্প ‘দ্য ফরবিডেন’ অবলম্বনে ১৯৯২ সালে পরিচালক বার্নার্ড রোজ ‘ক্যান্ডিম্যান’ রচনা ও পরিচালনা করেছিলেন। চলচ্চিত্রটিতে টনি টড ছাড়াও ভার্জিনিয়া ম্যাডসেন, জেন্ডার বার্কলে, কাসি লেমনস অভিনয় করেছিলেন।
গত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
১০ ঘণ্টা আগেদীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
১৫ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১ দিন আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১ দিন আগে