‘লাপাতা লেডিস’-এর গল্প নকলে হতবাক ফরাসি নির্মাতা
গল্প চুরির অভিযোগ উঠেছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমার বিরুদ্ধে। আরবি ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বোরকা সিটি’র গল্প, একাধিক দৃশ্য ও চরিত্রের সঙ্গে লাপাতা লেডিসের মিল পাওয়া গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বানিয়েছিলেন ফরাসি পরিচালক ফ্যাব্রিস ব্র্যাক। তিনি জানিয়েছেন, দুটি সিনেমা