বিনোদন প্রতিবেদক, ঢাকা
এই ঈদে মুক্তি পাওয়া বেশির ভাগ সিনেমায় রয়েছে অ্যাকশনের আধিপত্য। রুপালি পর্দার নায়কেরা যেন প্রতিযোগিতায় নেমেছেন অ্যাকশন ও বীভৎসতার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে। নায়কদের সঙ্গে এবার অ্যাকশনে আছেন নায়িকারাও। ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় পুলিশ কর্মকর্তা হয়ে খুনের রহস্য উন্মোচন করতে নামেন বাঁধন। অস্ত্র হাতে ছুটছেন অপরাধীদের পেছনে। গতকাল ঈদের দিন ‘এশা মার্ডা’র দেখতে হলে গিয়েছিলেন সিনেমার কলাকুশলীরা। এ সময় বাঁধনের প্রশংসা করেন সিনেমার অভিনেতা ফারুক আহমেদ। পাশাপাশি নারীপ্রধান গল্পের সিনেমা নির্মাণের জন্য বাহবা দেন নির্মাতা সানী সানোয়ারকে।
ফারুক আহমেদ বলেন, ‘ঈদে যে কটি সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে শুধু এশা মার্ডার সিনেমাটি নারীপ্রধান চরিত্র। সেখানে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সেটি ইচ্ছা করলেও পুরুষ কাউকে দিয়ে করানো যেত। নির্মাতা সানী সানোয়ার বাঁধনকে নিয়ে সিনেমাটি করে সাহসিকতার পরিচয় দিয়েছে। খুব সুন্দর গল্পের সিনেমা। বাঁধন খুব ভালো করেছে। আমার কাছে মনে হয়েছে সে ১০০তে ২০০। বাকিরাও গল্পের চাহিদা অনুযায়ী ভালো অভিনয় করেছে। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, একবার কেউ দেখা শুরু করলে না শেষ করে উঠবে না।’
বাঁধন বলেন, ‘আমরা অনেক কষ্ট করে কাজটা করেছি। বাংলাদেশে ওই অর্থে নারীপ্রধান গল্প হয় না। আর হলেও ঈদের সময় রিলিজ হওয়ার প্রশ্নই ওঠে না। সে ক্ষেত্রে নির্মাতা ও প্রযোজককে অনেক ধন্যবাদ এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। আশা করি দর্শক নিরাশ হবেন না। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ করছি। ‘এশা মার্ডার’ সফল হলে এ ধরনের ভালো গল্পের সিনেমা বানানোর উৎসাহ পাবেন।’
‘এশা মার্ডার’ সিনেমায় প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি বলে জানিয়েছেন অভিনেত্রী। পর্দায় চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য নারী পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেও নিয়েছেন পরামর্শ। এ নিয়ে বাঁধন বলেন, ‘আমি বিভিন্ন ধরনের চরিত্র এক্সপ্লোর করতে চাই। এ কারণেই পুলিশের চরিত্রে অভিনয় করা। ঈদের দিন অনেক ব্যস্ততার মধ্যেও দর্শক হলে এসেছেন সেটা খুব বড় ব্যাপার। অন্যান্য সিনেমার সঙ্গে এশা মার্ডারও দেখছেন তাঁরা। আমি সত্যিই দর্শকের কাছে কৃতজ্ঞ।’
‘এশা মার্ডার’ সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, পূজা ক্রুজ, সরকার রওনক রিপন, হাসনাত রিপন, তানভীর মাসুদ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন ও বিঞ্জ।
এই ঈদে মুক্তি পাওয়া বেশির ভাগ সিনেমায় রয়েছে অ্যাকশনের আধিপত্য। রুপালি পর্দার নায়কেরা যেন প্রতিযোগিতায় নেমেছেন অ্যাকশন ও বীভৎসতার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে। নায়কদের সঙ্গে এবার অ্যাকশনে আছেন নায়িকারাও। ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় পুলিশ কর্মকর্তা হয়ে খুনের রহস্য উন্মোচন করতে নামেন বাঁধন। অস্ত্র হাতে ছুটছেন অপরাধীদের পেছনে। গতকাল ঈদের দিন ‘এশা মার্ডা’র দেখতে হলে গিয়েছিলেন সিনেমার কলাকুশলীরা। এ সময় বাঁধনের প্রশংসা করেন সিনেমার অভিনেতা ফারুক আহমেদ। পাশাপাশি নারীপ্রধান গল্পের সিনেমা নির্মাণের জন্য বাহবা দেন নির্মাতা সানী সানোয়ারকে।
ফারুক আহমেদ বলেন, ‘ঈদে যে কটি সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে শুধু এশা মার্ডার সিনেমাটি নারীপ্রধান চরিত্র। সেখানে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সেটি ইচ্ছা করলেও পুরুষ কাউকে দিয়ে করানো যেত। নির্মাতা সানী সানোয়ার বাঁধনকে নিয়ে সিনেমাটি করে সাহসিকতার পরিচয় দিয়েছে। খুব সুন্দর গল্পের সিনেমা। বাঁধন খুব ভালো করেছে। আমার কাছে মনে হয়েছে সে ১০০তে ২০০। বাকিরাও গল্পের চাহিদা অনুযায়ী ভালো অভিনয় করেছে। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, একবার কেউ দেখা শুরু করলে না শেষ করে উঠবে না।’
বাঁধন বলেন, ‘আমরা অনেক কষ্ট করে কাজটা করেছি। বাংলাদেশে ওই অর্থে নারীপ্রধান গল্প হয় না। আর হলেও ঈদের সময় রিলিজ হওয়ার প্রশ্নই ওঠে না। সে ক্ষেত্রে নির্মাতা ও প্রযোজককে অনেক ধন্যবাদ এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। আশা করি দর্শক নিরাশ হবেন না। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ করছি। ‘এশা মার্ডার’ সফল হলে এ ধরনের ভালো গল্পের সিনেমা বানানোর উৎসাহ পাবেন।’
‘এশা মার্ডার’ সিনেমায় প্রথমবার পুলিশের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি বলে জানিয়েছেন অভিনেত্রী। পর্দায় চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য নারী পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেও নিয়েছেন পরামর্শ। এ নিয়ে বাঁধন বলেন, ‘আমি বিভিন্ন ধরনের চরিত্র এক্সপ্লোর করতে চাই। এ কারণেই পুলিশের চরিত্রে অভিনয় করা। ঈদের দিন অনেক ব্যস্ততার মধ্যেও দর্শক হলে এসেছেন সেটা খুব বড় ব্যাপার। অন্যান্য সিনেমার সঙ্গে এশা মার্ডারও দেখছেন তাঁরা। আমি সত্যিই দর্শকের কাছে কৃতজ্ঞ।’
‘এশা মার্ডার’ সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, পূজা ক্রুজ, সরকার রওনক রিপন, হাসনাত রিপন, তানভীর মাসুদ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন ও বিঞ্জ।
এই সাফল্যের আনন্দ কিছুটা হলেও মলিন করে দিয়েছে নকলের অভিযোগ। অনেকে অভিযোগ করছে, ২০০৪ সালের কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর গল্প চুরি করে তৈরি হয়েছে সাইয়ারা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে কাটাছেঁড়া।
৮ ঘণ্টা আগেইদানীং হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো। এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন যদিও, কিন্তু এ অবস্থায় শুটিংয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। সুড়ঙ্গ ২ সিনেমার শুটিং শুরুর আগে তাই নিশোকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। করাতে হবে হাঁটুর অস্ত্রোপচার।
৮ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে টিভিতে প্রচার হয়েছিল ইমরাউল রাফাত পরিচালিত নাটক ‘বকুল ফুল’। এতে একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। নাটকটি গত বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশের পর আবার আলোচনায় তিনি। প্রশংসিত হচ্ছে মাহির অভিনয় ও লুক। বকুল ফুল নাটকসহ অন্যান্য বিষয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন শিহাব...
২১ ঘণ্টা আগেসেই আশির দশকের শুরুতে পরিচালনা শুরু জেমস ক্যামেরনের। বানিয়েছেন ‘টার্মিনেটর’, ‘এলিয়েনস’, ‘টাইটানিক’সহ অনেক আলোচিত সিনেমা। তবে দেড় যুগ ধরে এই জনপ্রিয় নির্মাতা আটকে আছেন একই বিষয়ে। ২০০৯ সালে মুক্তি পেয়েছিল ‘অ্যাভাটার’, তার পর থেকে অন্য কোনো বিষয় নিয়ে ভাবেননি।
২১ ঘণ্টা আগে