বিনোদন প্রতিবেদক, ঢাকা
৭ জুন ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। বরাবরের মতো সিঙ্গেল স্ক্রিনে আধিপত্য দেখিয়েছেন শাকিব খান। অন্য সিনেমাগুলোর ভরসা ছিল সিনেপ্লেক্স। ৬টি সিনেমাই প্রদর্শিত হচ্ছিল স্টার সিনেপ্লেক্সে। তবে দর্শক চাহিদা না থাকার কারণে সপ্তাহ না ঘুরতেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল আলোক হাসানের ‘টগর’। অন্যদিকে, সিনেপ্লেক্সে শো বেড়েছে তানিম নূরের ‘উৎসব’ সিনেমার।
এই কোরবানির ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৫টিতেই রয়েছে অ্যাকশনের প্রাধান্য। ধুন্ধুমার অ্যাকশন ঘরানার সিনেমার মধ্যে তানিম নূরের ‘উৎসব’ যেন স্বস্তি নিয়ে এসেছে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে রয়েছে নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের সিনেমাটি। দর্শকের চাহিদার কারণে মুক্তির এক সপ্তাহ পার না হতেই সিনেপ্লেক্সে শো বাড়ল সিনেমাটির।
চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে তৈরি হয়েছে উৎসব। কৃপণ এক ব্যক্তিকে ঘিরে গল্প। এক উৎসবের রাতে তার সঙ্গে পুরোনো কয়েক ব্যবসায়িক অংশীদারের আত্মার সাক্ষাৎ ঘটে। সেসব আত্মা তাকে নিয়ে যায় অতীতের নানা ঘটনায়। এই অভিজ্ঞতার পর ধীরে ধীরে একজন দয়ালু ও ভদ্রলোকে পরিণত হয় কৃপণ লোকটি। এতে কৃপণ ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। আর তিন আত্মার চরিত্রে আছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও অপি করিম। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।
প্রথম সপ্তাহে ঢাকা ও ঢাকার বাইরে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলে উৎসবের শো ছিল ৯টি। দ্বিতীয় সপ্তাহ থেকে শো সংখ্যা বেড়ে হয়েছে ১৩টি। প্রথম সপ্তাহের ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস এবং কেরানীগঞ্জের লায়ন সিনেমায়ও প্রদর্শিত হবে সিনেমাটি। এদিকে ২০ জুন কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মুক্তি পাবে উৎসব।
প্রথম থেকেই চাপে ছিল আদর আজাদ ও পূজা চেরি অভিনীত টগর। শেষ পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় নতুন সপ্তাহের শিডিউলে ঠাঁই পায়নি টগর। ঈদের আগেই স্টার সিনেপ্লেক্সে কর্তৃপক্ষ জানিয়েছিল, কোনো সিনেমার দর্শক চাহিদা না থাকলে নামিয়ে দেওয়া হবে। সে হিসেবে নেমে গেছে টগর।
স্টার সিনেপ্লেক্সের পাশাপাশি যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমায়ও মুক্তি পেয়েছিল টগর। সেখানেও একই দশা সিনেমাটির। নতুন সপ্তাহে সিনেপ্লেক্স দুটিতে রাখা হয়নি টগরের কোনো প্রদর্শনী।
টগর নির্মিত হয়েছে বন্দর এলাকার গল্পে। কালোবাজারিতে জড়িত স্থানীয় প্রভাবশালীদের মধ্যে নিত্যই ঘটে সংঘর্ষের ঘটনা। এমন পরিবেশে বেড়ে ওঠা তরুণ টগর স্বভাবে প্রতিবাদী। ক্ষমতাবানদের বিরুদ্ধে যাওয়ায় তাদের টার্গেটে পরিণত হয় টগর। কিন্তু সে-ও ছেড়ে দেওয়ার পাত্র নয়। শুরু হয় দ্বন্দ্ব। আদর ও পূজা চেরি ছাড়াও এতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার প্রমুখ।
৭ জুন ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। বরাবরের মতো সিঙ্গেল স্ক্রিনে আধিপত্য দেখিয়েছেন শাকিব খান। অন্য সিনেমাগুলোর ভরসা ছিল সিনেপ্লেক্স। ৬টি সিনেমাই প্রদর্শিত হচ্ছিল স্টার সিনেপ্লেক্সে। তবে দর্শক চাহিদা না থাকার কারণে সপ্তাহ না ঘুরতেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল আলোক হাসানের ‘টগর’। অন্যদিকে, সিনেপ্লেক্সে শো বেড়েছে তানিম নূরের ‘উৎসব’ সিনেমার।
এই কোরবানির ঈদে মুক্তি পাওয়া ৬ সিনেমার ৫টিতেই রয়েছে অ্যাকশনের প্রাধান্য। ধুন্ধুমার অ্যাকশন ঘরানার সিনেমার মধ্যে তানিম নূরের ‘উৎসব’ যেন স্বস্তি নিয়ে এসেছে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে রয়েছে নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের সিনেমাটি। দর্শকের চাহিদার কারণে মুক্তির এক সপ্তাহ পার না হতেই সিনেপ্লেক্সে শো বাড়ল সিনেমাটির।
চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে তৈরি হয়েছে উৎসব। কৃপণ এক ব্যক্তিকে ঘিরে গল্প। এক উৎসবের রাতে তার সঙ্গে পুরোনো কয়েক ব্যবসায়িক অংশীদারের আত্মার সাক্ষাৎ ঘটে। সেসব আত্মা তাকে নিয়ে যায় অতীতের নানা ঘটনায়। এই অভিজ্ঞতার পর ধীরে ধীরে একজন দয়ালু ও ভদ্রলোকে পরিণত হয় কৃপণ লোকটি। এতে কৃপণ ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। আর তিন আত্মার চরিত্রে আছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও অপি করিম। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ।
প্রথম সপ্তাহে ঢাকা ও ঢাকার বাইরে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলে উৎসবের শো ছিল ৯টি। দ্বিতীয় সপ্তাহ থেকে শো সংখ্যা বেড়ে হয়েছে ১৩টি। প্রথম সপ্তাহের ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস এবং কেরানীগঞ্জের লায়ন সিনেমায়ও প্রদর্শিত হবে সিনেমাটি। এদিকে ২০ জুন কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মুক্তি পাবে উৎসব।
প্রথম থেকেই চাপে ছিল আদর আজাদ ও পূজা চেরি অভিনীত টগর। শেষ পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় নতুন সপ্তাহের শিডিউলে ঠাঁই পায়নি টগর। ঈদের আগেই স্টার সিনেপ্লেক্সে কর্তৃপক্ষ জানিয়েছিল, কোনো সিনেমার দর্শক চাহিদা না থাকলে নামিয়ে দেওয়া হবে। সে হিসেবে নেমে গেছে টগর।
স্টার সিনেপ্লেক্সের পাশাপাশি যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমায়ও মুক্তি পেয়েছিল টগর। সেখানেও একই দশা সিনেমাটির। নতুন সপ্তাহে সিনেপ্লেক্স দুটিতে রাখা হয়নি টগরের কোনো প্রদর্শনী।
টগর নির্মিত হয়েছে বন্দর এলাকার গল্পে। কালোবাজারিতে জড়িত স্থানীয় প্রভাবশালীদের মধ্যে নিত্যই ঘটে সংঘর্ষের ঘটনা। এমন পরিবেশে বেড়ে ওঠা তরুণ টগর স্বভাবে প্রতিবাদী। ক্ষমতাবানদের বিরুদ্ধে যাওয়ায় তাদের টার্গেটে পরিণত হয় টগর। কিন্তু সে-ও ছেড়ে দেওয়ার পাত্র নয়। শুরু হয় দ্বন্দ্ব। আদর ও পূজা চেরি ছাড়াও এতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার প্রমুখ।
গত রোববার (৫ অক্টোবর) থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। গতকাল সোমবার প্রকাশ পেল সিনেমার ফার্স্ট লুক। ৩৪ সেকেন্ডের মোশন ভিডিওতে জানিয়ে দেওয়া হলো, এটি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ...
৩ ঘণ্টা আগেদীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদান সারলেন সপ্তাহও পেরোয়নি। এর মধ্যে বেশ বড় রকমের দুর্ঘটনার মুখে পড়লেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। গতকাল সোমবার সকালে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে...
৮ ঘণ্টা আগেসম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অভিনেতা শাকিব খান। ফেরার আগেই গুছিয়ে নিয়েছেন শিডিউল। দিন দুয়েকের বিশ্রাম সেরেই সে অনুযায়ী শুরু করেছেন কাজ। ৫ অক্টোবর থেকে শাকিব খান শুটিং করছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ‘সোলজার’ সিনেমার।
১৭ ঘণ্টা আগেবলিউডে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘সাইয়ারা’। নতুন জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডাকে নিয়ে তৈরি সাইয়ারা ব্যবসার অঙ্কে পেছনে ফেলে দিয়েছে জনপ্রিয় অনেক অভিনেতার সিনেমাকে। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যবসাসফল প্রেমের গল্প হিসেবে জায়গা করে নিয়েছে এটি।
১৭ ঘণ্টা আগে