বিনোদন প্রতিবেদক, ঢাকা
২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ‘জলরঙ’। মানব পাচারের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন কবিরুল ইসলাম রানা। ২০২৩ সালে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলেও মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না সিনেমাটির। অবশেষে প্রায় দুই বছর পর মুক্তি পাচ্ছে জলরঙ। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটিতে। সিনেমার ট্রেলার প্রকাশ করে আইস্ক্রিন জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিন থেকে এই প্ল্যাটফর্মে দেখা যাবে জলরঙ।
জলরঙ মুক্তি প্রসঙ্গে নির্মাতা কবিরুল ইসলাম রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জলরঙ মুক্তির বিষয়ে কিছু জানেন না তিনি। সিনেমার ট্রেলার প্রকাশের কথা জানালে নির্মাতা কবিরুল ইসলাম রানা বলেন, ‘আইস্ক্রিনের সঙ্গে প্রযোজকের চুক্তি হয়েছে। কিন্তু প্রেক্ষাগৃহের পরই ওটিটিতে মুক্তি পাবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘সিনেমা হলের আগে ওটিটিতে সিনেমাটি মুক্তি পাওয়া কথা না।’
নির্মাতা মুক্তির বিষয়টি পরিষ্কার না করলেও আইস্ক্রিন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ৮ জুন ঈদের দ্বিতীয় দিন মুক্তি পাবে জলরঙ।
জলরঙ প্রযোজনা করেছেন দেলোয়ার হোসেন দিলু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শহীদুজ্জামান সেলিম, উষ্ণ হক, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, জয়রাজ, এলিনা শাম্মি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী প্রমুখ।
ওটিটিতে জলরঙ মুক্তির ঘোষণা এলেও চোখে পড়েনি সিনেমার প্রচার। শুটিং শেষে জলরঙ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও সিনেমা মুক্তির বিষয়ে অভিনয়শিল্পীরা একেবারেই নীরব। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের প্রচার বা পোস্ট দেখা যায়নি।
২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ‘জলরঙ’। মানব পাচারের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন কবিরুল ইসলাম রানা। ২০২৩ সালে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলেও মুক্তির কোনো খবর পাওয়া যাচ্ছিল না সিনেমাটির। অবশেষে প্রায় দুই বছর পর মুক্তি পাচ্ছে জলরঙ। তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটিতে। সিনেমার ট্রেলার প্রকাশ করে আইস্ক্রিন জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিন থেকে এই প্ল্যাটফর্মে দেখা যাবে জলরঙ।
জলরঙ মুক্তি প্রসঙ্গে নির্মাতা কবিরুল ইসলাম রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, জলরঙ মুক্তির বিষয়ে কিছু জানেন না তিনি। সিনেমার ট্রেলার প্রকাশের কথা জানালে নির্মাতা কবিরুল ইসলাম রানা বলেন, ‘আইস্ক্রিনের সঙ্গে প্রযোজকের চুক্তি হয়েছে। কিন্তু প্রেক্ষাগৃহের পরই ওটিটিতে মুক্তি পাবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘সিনেমা হলের আগে ওটিটিতে সিনেমাটি মুক্তি পাওয়া কথা না।’
নির্মাতা মুক্তির বিষয়টি পরিষ্কার না করলেও আইস্ক্রিন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ৮ জুন ঈদের দ্বিতীয় দিন মুক্তি পাবে জলরঙ।
জলরঙ প্রযোজনা করেছেন দেলোয়ার হোসেন দিলু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শহীদুজ্জামান সেলিম, উষ্ণ হক, মাসুম আজিজ, ফারজানা সুমি, ফারজানা রিক্তা, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, জয়রাজ, এলিনা শাম্মি, খালেদা আক্তার কল্পনা, রাশেদা চৌধুরী প্রমুখ।
ওটিটিতে জলরঙ মুক্তির ঘোষণা এলেও চোখে পড়েনি সিনেমার প্রচার। শুটিং শেষে জলরঙ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও সিনেমা মুক্তির বিষয়ে অভিনয়শিল্পীরা একেবারেই নীরব। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ধরনের প্রচার বা পোস্ট দেখা যায়নি।
বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘কুরাক’ চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এর্কে জুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
২ ঘণ্টা আগেগত আগস্টে বঙ্গরঙ্গ নাট্যদল নিয়ে এসেছিল তাদের নতুন নাটক ‘মৃত্যুহীন প্রাণ’। আবারও মঞ্চে উঠছে নাটকটি। আগামীকাল শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মৃত্যুহীন প্রাণ নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
৬ ঘণ্টা আগেছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে আবার শুরু হয়েছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের কার্যক্রম। এরপর প্রকাশ পেয়েছে অংকন কুমার ও শেখ মুমতাহিনা মেহজাবিনের গাওয়া ‘লং ডিসট্যান্স লাভ’। এবার কোক স্টুডিওতে আসছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
১৬ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয়ের জীবনের দুষ্ট-মিষ্টি সময়ের গল্পের ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। এটি নির্মাতার প্রথম ওয়েব ফিল্ম। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান।
১৭ ঘণ্টা আগে