বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রতি ঈদের মতো এই কোরবানির ঈদেও নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন শাকিব খান। ঈদের দিন সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’। পোস্টার, টিজার ও গান প্রকাশ হলেও ট্রেলার ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি। অবশেষে মুক্তির একদিন পর প্রকাশ পেল সিনেমার ট্রেলার। সিনেমার ট্রেলার সাধারণত ২ থেকে ৩ মিনিটের হলেও তাণ্ডবের ট্রেলার ভিডিও মাত্র ৫৬ সেকেন্ডের। তবে এটিকেই ট্রেলার বলছেন প্রযোজনা প্রতিষ্ঠান।
টিজারের মতো ট্রেলারও সাজানো হয়েছে শাকিব খানকে কেন্দ্র করে। তবে এখানে অন্য শিল্পীদেরও দেখা গেছে। ট্রেলারের শুরুতে দেখা গেল একাই শত্রুপক্ষকে গুঁড়িয়ে দিচ্ছেন শাকিব খান। এই নায়কের সর্বশেষে কয়েকটি সিনেমায় যেমনটা দেখা গেছে। এরপরেই শাকিবের মুখে শোনা যায়, ‘বডির ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে শয়তানি করতে হয়।’ এরপর দৃশ্যপটে আসেন জয়া আহসান। তাঁর কণ্ঠে ভয়েস ওভারে শোনা যায়, ‘সত্য হচ্ছে বটগাছের মতো। যতই মিথ্যার পাথর দিয়ে চাপা দেন না কেন একদিন সব ছিঁড়েখুঁড়ে বের হবে।’
সিনেমা মুক্তির আগে ট্রেলার প্রকাশ না করায় শাকিব খানের অনেক ভক্ত সমালোচনা করেছিলেন তাণ্ডবের প্রযোজক ও নির্মাতার। এ কারণেই হয়তো ট্রেলার শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এর কর্ণধার মহেন্দ্র সনি ফেসবুকে লেখেন, ‘মি. সনি শাকিবিয়ানদের সঙ্গে খেলবেন না! তাই আমরাই রিলিজ করে দিচ্ছি তাণ্ডবের ট্রেলার।’
এর আগে গতকাল সিনেমার মুক্তির দিনে সিনেমার ট্রেলার প্রকাশ না হওয়ায় নিজেদের দোষ স্বীকার করেন মহেন্দ্র সনি। ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘আজ (গতকাল) তাণ্ডব মুক্তি পাচ্ছে! একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে আমাদের ট্রেলার মুক্তি পায়নি। এটা আমাদের একটা বড় খামতি, আমরা স্বীকার করছি। কিন্তু একসঙ্গে এটাও ভাবুন, আপনি কোনো পূর্বধারণা ছাড়াই সিনেমা হলে ঢুকছেন! সিনেমা হলে গিয়ে নিজের চোখেই দেখুন।’
অ্যাকশন ঘরানার তাণ্ডব বানিয়েছেন রায়হান রাফী। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে রয়েছে সিনেমাটি। দ্বিতীয় সিনেপ্লেক্সে বাড়ানো হয়েছে প্রদর্শনীর সংখ্যা। এতে শাকিব-জয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, এফ এস নাঈম প্রমুখ। প্রযোজনা করেছে এসভিএফ, আলফা আই ও চরকি।
প্রতি ঈদের মতো এই কোরবানির ঈদেও নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন শাকিব খান। ঈদের দিন সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’। পোস্টার, টিজার ও গান প্রকাশ হলেও ট্রেলার ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি। অবশেষে মুক্তির একদিন পর প্রকাশ পেল সিনেমার ট্রেলার। সিনেমার ট্রেলার সাধারণত ২ থেকে ৩ মিনিটের হলেও তাণ্ডবের ট্রেলার ভিডিও মাত্র ৫৬ সেকেন্ডের। তবে এটিকেই ট্রেলার বলছেন প্রযোজনা প্রতিষ্ঠান।
টিজারের মতো ট্রেলারও সাজানো হয়েছে শাকিব খানকে কেন্দ্র করে। তবে এখানে অন্য শিল্পীদেরও দেখা গেছে। ট্রেলারের শুরুতে দেখা গেল একাই শত্রুপক্ষকে গুঁড়িয়ে দিচ্ছেন শাকিব খান। এই নায়কের সর্বশেষে কয়েকটি সিনেমায় যেমনটা দেখা গেছে। এরপরেই শাকিবের মুখে শোনা যায়, ‘বডির ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়, তেমনি আপনাদের মতো শয়তানদের শায়েস্তা করতে শয়তানি করতে হয়।’ এরপর দৃশ্যপটে আসেন জয়া আহসান। তাঁর কণ্ঠে ভয়েস ওভারে শোনা যায়, ‘সত্য হচ্ছে বটগাছের মতো। যতই মিথ্যার পাথর দিয়ে চাপা দেন না কেন একদিন সব ছিঁড়েখুঁড়ে বের হবে।’
সিনেমা মুক্তির আগে ট্রেলার প্রকাশ না করায় শাকিব খানের অনেক ভক্ত সমালোচনা করেছিলেন তাণ্ডবের প্রযোজক ও নির্মাতার। এ কারণেই হয়তো ট্রেলার শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এর কর্ণধার মহেন্দ্র সনি ফেসবুকে লেখেন, ‘মি. সনি শাকিবিয়ানদের সঙ্গে খেলবেন না! তাই আমরাই রিলিজ করে দিচ্ছি তাণ্ডবের ট্রেলার।’
এর আগে গতকাল সিনেমার মুক্তির দিনে সিনেমার ট্রেলার প্রকাশ না হওয়ায় নিজেদের দোষ স্বীকার করেন মহেন্দ্র সনি। ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘আজ (গতকাল) তাণ্ডব মুক্তি পাচ্ছে! একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে আমাদের ট্রেলার মুক্তি পায়নি। এটা আমাদের একটা বড় খামতি, আমরা স্বীকার করছি। কিন্তু একসঙ্গে এটাও ভাবুন, আপনি কোনো পূর্বধারণা ছাড়াই সিনেমা হলে ঢুকছেন! সিনেমা হলে গিয়ে নিজের চোখেই দেখুন।’
অ্যাকশন ঘরানার তাণ্ডব বানিয়েছেন রায়হান রাফী। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে রয়েছে সিনেমাটি। দ্বিতীয় সিনেপ্লেক্সে বাড়ানো হয়েছে প্রদর্শনীর সংখ্যা। এতে শাকিব-জয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন সাবিলা নূর, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, এফ এস নাঈম প্রমুখ। প্রযোজনা করেছে এসভিএফ, আলফা আই ও চরকি।
সাত মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে ৫ আগস্ট দেশে ফেরেন অভিনেতা অপূর্ব। ঘুম থেকে জেগে বাবাকে দেখে অবাক হয়ে যায় অপূর্বর ছেলে আয়াশ! আনন্দে কেঁদে ফেলে। এমন ভিডিও প্রকাশের পর নেতিবাচক মন্তব্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
৭ ঘণ্টা আগে৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। এ উপলক্ষে আজ ৮ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচারিত হবে নাটক ‘জয়া’। নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতি সিনহা।
১৩ ঘণ্টা আগে‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’-প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার পঞ্চম আসর। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজকেরা।
১৫ ঘণ্টা আগেকানাডার সারেতে জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার সদ্য চালু হওয়া ‘ক্যাপস ক্যাফে’তে এক মাসের মধ্যে দ্বিতীয়বার গুলি ঘটনা ঘটল। এই হামলার দায় স্বীকার করেছে গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই হামলার দায় স্বীকার করেছে।
১৬ ঘণ্টা আগে