Ajker Patrika

প্রতারক চক্র থেকে সাবধান থাকতে স্টার সিনেপ্লেক্সের বার্তা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
স্টার সিনেপ্লেক্স। ছবি: সংগৃহীত
স্টার সিনেপ্লেক্স। ছবি: সংগৃহীত

সারা বছর ঝিমিয়ে থাকলেও প্রতি ঈদে সিনেমা হলে থাকে দর্শকের ভিড়। সিনেপ্লেক্সগুলোতে দেখা যায় লম্বা ভিড়। টিকিট না পেয়ে ফেরত যাওয়ার দৃশ্যও চোখে পড়ে। এ কারণে অনেকে অনলাইনে আগে থেকে টিকিট কেটে রাখেন। এই সুযোগ কাজে লাগিয়ে কিছু প্রতারক চক্র ভুয়া টিকিট বিক্রি করছেন। সম্প্রতি এ রকম কিছু ঘটনা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের নজরে এসেছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, সিনেপ্লেক্সের টিকিটের চাহিদাকে কেন্দ্র করে কিছু প্রতারক চক্রের ফাঁদে পড়ে দর্শক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্টার সিনেপ্লেক্সের নামে অনলাইন গ্রুপ, পেইজ কিংবা সাইট তৈরি করে অনলাইনে সিনেমার টিকিট বিক্রি করছেন তারা। এতে দর্শক প্রতারিত হচ্ছেন। তাই দর্শককে এসব প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে বলা হচ্ছে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই না কোনো দর্শক এ ধরনের প্রতারণার শিকার হোক। তাই দর্শকের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এসব অননুমোদিত সাইট বা অনলাইন পেজ কিংবা গ্রুপ থেকে টিকিট ক্রয় করবেন না।’

দর্শকের উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করব, আপনাদের ব্যক্তিগত কিংবা পেমেন্টের বিস্তারিত তথ্য কোনো সন্দেহজনক অ্যাকাউন্টে শেয়ার করবেন না। শুধু আমাদের অফিশিয়াল ওয়েবসাইট www.cineplexbd.com এবং মেসেঞ্জার m.me/mycineplex থেকে অনলাইনে টিকিট ক্রয় করবেন। এ ছাড়া স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারেন। স্টার সিনেপ্লেক্সের সঙ্গে দর্শকের দীর্ঘদিনের সম্পর্ক। আমরা চাই না কোনো অসাধু চক্রের কারণে এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক।’

এবার ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমাই দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। প্রদর্শনী সংখ্যার দিক থেকে এগিয়ে আছে রায়হান রাফীর ‘তাণ্ডব’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত