Ajker Patrika

এখন অনেক কিছুই মানুষ জানতে পারবে

এখন অনেক কিছুই মানুষ জানতে পারবে

‘মিশন এক্সট্রিম ছবির পোস্টারে আপনার লুকের প্রশংসা করছেন সবাই। দীর্ঘদিন পর আপনার ছবি মুক্তি পাচ্ছে বড় পর্দায়। কেমন লাগছে?

ভীষণ ভালো। ‘মিশন এক্সট্রিম’ ছবির মুক্তির তারিখটি সবাইকে জানানোর জন্য পোস্টারটা ছাড়া হয়েছে। এত দিন যা কাউকে বলিনি, এমন অসংখ্য অজানা না-বলা কথা আমরা এবার আস্তে আস্তে বলা শুরু করব প্রমোশনের জন্য। অনেক কিছুই মানুষ জানতে পারবে।

এ ছবির জন্য আপনার প্রস্তুতির গল্প অনেক। শারীরিক পরিবর্তন আনার জন্য দীর্ঘদিন পরিশ্রম করেছেন। বারবার অসুস্থ হয়েছেন।

ছবিতে আমার চরিত্রটি একজন চৌকস অফিসারের। আমাদের টিমটা হচ্ছে ক্রাইসিস রেসপন্স টিম। মানে আর্মির যেমন প্যারা-কমান্ডো বা প্যারা-মিলিটারি থাকে না? ও রকম আরকি। যাদের ন্যাশনাল ক্রাইসিসে মোতায়েন করা হয়। যেহেতু এমন একটি চরিত্র, সেটার জন্য শারীরিক পরিবর্তনটা দরকার ছিল। আরিফিন শুভ থেকে বেরিয়ে ওই চরিত্রটা হওয়ার চেষ্টা থেকেই এত কিছু প্রস্তুতি নিতে হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের দর্শক এখন বহির্বিশ্বের সব ধরনের কাজ দেখতে পাচ্ছে তথ্যপ্রযুক্তির বিকাশের কারণে। মানি বা না মানি, সারা বিশ্বের সঙ্গে আমাদের কিন্তু একধরনের কম্পিটিশন তৈরি হয়ে গেছে ইন্টারনেটের কারণে।

আরিফিন শুভসারা বিশ্বে তো নানা ধরনের কাজ হচ্ছে। আপনি ব্যক্তিগতভাবে কোন ধরনের কাজ দেখতে পছন্দ করেন?

আমি সব ধরনের কাজ পছন্দ করি। কোনো স্পেসিফিক ক্যাটাগরির কাজে আটকে থাকি না।

মিশন এক্সট্রিম ছাড়াও সামনে আপনার যে দুটি ছবি আসছে–‘বঙ্গবন্ধু’ বায়োপিক ও ‘নূর’–এগুলোয় আপনি কতটা ভিন্নভাবে দেখা দিচ্ছেন?

মিশন এক্সট্রিম’ অ্যাকশন থ্রিলার বলতে পারেন, ‘বঙ্গবন্ধু’ একটা বায়োপিক, আবার ‘নূর’ ছবিতে আমি মফস্বলের একটা চরিত্র। শুনেই বুঝতে পারছেন, কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। তিনটি ছবিতে তিনটি মানুষকে দেখতে পাবে দর্শক। সেটা আরিফিন শুভ নয়। আমি সচেতনভাবে চেষ্টা করি, যাতে সব কাজ একই ধাঁচের না হয়ে যায়।

আরিফিন শুভনূর’ ছবির শুটিং কেমন চলছে?

সুন্দর। আমাদের ইউনিটের কিছু মানুষ অসুস্থ হচ্ছে। ওই ঠান্ডা-কাশির সিজনে যেটা হয়। কিন্তু আমরা থামছি না। সেটা নিয়েই কাজ করে যাচ্ছি।

আপনি নিজেও বোধ হয় অসুস্থ। কথা শুনে মনে হচ্ছে

৪ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছিলাম। তারপর থেকে এখন পর্যন্ত ঠান্ডা-দুর্বলতা-শরীরব্যথা চলছে। কিন্তু এবার আমি কাজটা শেষ করতে চাই সুন্দর করে। কারণ, এ শুটিংয়ের পর আবার ‘বঙ্গবন্ধু’ ক্যাম্পে ঢুকতে হবে।

বঙ্গবন্ধু বায়োপিকের বাংলাদেশ অংশের শুটিং কি শিগগিরই শুরু হচ্ছে?

অক্টোবরের মাঝামাঝি থেকে ক্যাম্প শুরু হয়ে যাবে। নভেম্বর-ডিসেম্বর একটানা শুটিং চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত