Ajker Patrika

আশা করি রাজের সঙ্গে এটা এখানেই শেষ হবে: পরীমণি

আপডেট : ১২ জুন ২০২৩, ১১: ৩১
আশা করি রাজের সঙ্গে এটা এখানেই শেষ হবে: পরীমণি

ভিডিও ফাঁসের ঘটনায় দাম্পত্য কলহকে দূরে ঠেলে পুত্র রাজ্যের ১০ মাস একসঙ্গে উদ্‌যাপন করেছিলেন চিত্রনায়ক শরিফুল রাজ ও পরীমণি। গতকাল আলোচিত এই জুটির এক হওয়া সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে দেশের সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছিল। সন্তানের জন্য এই ফেরা রাজ-পরীকে প্রশংসায় ভাসিয়েছিল। কিন্তু ঠিক এর এক দিন পরেই পরীমণি জানিয়েছেন, এটা এখানেই শেষ। শুধু রাজ্যর জন্মদিন উপলক্ষে এই এক হওয়া। আজ সোমবার ফেসবুকে সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পরীমণি।

পরীমণি লিখেছেন, ‘আপনাদের মধ্যে অনেকের মতো আমিও খুশি হয়ে যাই খবরের এসব শিরোনাম দেখে! সব ভুলে আবার এক হলেন...। কিন্তু সব কি আর সব সময় এক হয়? আমরা ১০ তারিখটা (যেটি আমাদের জীবনের অনেক স্পেশাল দিন। আমাদের বাচ্চার পৃথিবীতে আসার দিন এটি) সেলিব্রেট করেছি মাত্র। আগামী দিনেও করব। যেখানে আমরা জীবনের অন্য কোনো ইস্যু টানব না। ৯ তারিখ রাতে নানাভাই ঢাকায় আসেন। তারপর এই আয়োজন, সবাই মিলে।’

রাজের সঙ্গে নিজের সম্পর্কের অবস্থান তুলে ধরে পরী বলেন, ‘শুধু নানাভাই রয়ে গেলেন আমার কাছে। আর, রাজ চলে গেল রাজের মতো। আশা করি এটা এখানেই শেষ হবে।’

গতকাল একসঙ্গে ছেলের ১০ মাস উদ্‌যাপন করলেন রাজ-পরীভিডিও ফাঁসের ঘটনায় কয়েক দিন আগে চিত্রনায়ক শরিফুল রাজ ও পরীমণির দাম্পত্য কলহ ছিল ‘টক অব দ্য টাউন’। সংবাদমাধ্যমে রাজ-পরী দুজনের পক্ষ থেকেই এসেছিল নানা বক্তব্য। রাজের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে হইচই বাধিয়ে দেন পরীমণি। এমনকি রাজের সঙ্গে আর ঘর করা হবে না এমন ঘোষণাও দিয়েছিলেন। দুজনের বক্তব্যে এও উঠেছে এসেছে, তাদের ‘ডিভোর্স’ শুধু সময়ের ব্যাপারমাত্র। তবে সবাইকে অবাক করে দিয়ে গতকাল আবারও এক হয়েছিলেন পরীমণি ও রাজ। উপলক্ষ, তাঁদের ছেলে রাজ্যের ১০ মাস পূর্ণ হওয়া। আর এই কারণের একসঙ্গে হয়েছিলেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত