Ajker Patrika

খাদানের টিজার প্রকাশ, অ্যাকশন ভুলে যাননি দেব

খাদানের টিজার প্রকাশ, অ্যাকশন ভুলে যাননি দেব

মূল ধারারার বাণিজ্যিক সিনেমা দিয়েই টালিউডে নিজের অবস্থান পাকা করেন দেব। বাণিজ্যিক ঘরানার সিনেমার এই সফল অভিনেতা কয়েক বছর ধরে ভিন্ন ধরনের কাজে মন দিয়েছেন। ‘গোলন্দাজ’, ‘টনিক’, ‘কিশমিশ’, ‘কাছের মানুষ’, ‘প্রজাপতি’, ‘বাঘা যতীন’, ‘প্রধান’-এর মতো সিনেমার পর আবারও বাণিজ্যিক ঘরানার অ্যাকশন সিনেমা নিয়ে আসছেন দেব। সুজিত রিনো দত্তের পরিচালনায় ‘খাদান’-এ পুরোনো অবতারে দেখা যাবে দেবকে।

বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে খাদানের টিজার। ১ মিনিটের ১৮ সেকেন্ডের ভিডিওতে পুরোনো রূপে দেখা গেল দেবকে। কারখানার চিমনির ধোঁয়া, কয়লা খাদানে বিস্ফোরণ... তারই মধ্যে দেবের কণ্ঠে দমদার সংলাপ। ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি?’ কুড়ালের আঘাতে প্রতিপক্ষের বুক চেরা, রক্তক্ষরণ, হাতুড়ি মেরে মালগাড়ি থেকে কয়লা চুরি। সবই রয়েছে টিজারে। এক ঝলক দেখা গেছে যিশু সেনগুপ্তকেও।

সিনেমার টিজার পোস্ট করে ক্যাপশনে দেব লেখেন, ‘বাংলার সবচেয়ে বড় ছবি, আসছে এই বড়দিনে... বন্ধুত্বের এক মহাকাব্যিক যাত্রা শুরু। শক্তি, লোভ, প্রতিহিংসা যেখানে সংঘর্ষ হয় সেই খাদানের গভীরে ডুব দিতে প্রস্তুত হও।’

কয়লাখনি অঞ্চলের সমাজ ও রাজনৈতিক প্রেক্ষাপট উঠে আসবে এ সিনেমায়। দেবকে দেখা যাবে কয়লাখনির শ্রমিকের চরিত্রে, যে পরবর্তী সময়ে হয়ে উঠবে খনি অঞ্চলের মাফিয়া। খাদানে দেবের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। বড়দিন উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে খাদান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত