Ajker Patrika

ইউটিউবারদের বিরুদ্ধে জায়েদ খানের জিডি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২৩: ১৮
ইউটিউবারদের বিরুদ্ধে জায়েদ খানের জিডি

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে ফেসবুক ও ইউটিউবে বিভিন্ন অশোভন কনটেন্ট প্রচার হচ্ছিল অনেকদিন ধরে। সম্প্রতি এ বিষয়ে তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সেই সূত্রে পুলিশের ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) কর্তারা আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। নায়কের বিরুদ্ধে নানা গুজব ছড়ানোর অভিযোগে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে ডিএমপির স্পেশাল ও সাইবার ক্রাইম ইউনিট।

এ ধরণের প্রচারণা যাতে আর না করে, সেজন্য তাদের কাছ থেকে মুচলেকা নেয়া হচ্ছে। এসব অভিযুক্ত ইউটিউবারদের মধ্যে দুজন নারী ও কয়েকজন পুরুষ রয়েছেন বলে জানা গেছে।

জায়েদ খান বলেন, ‘আমি অনেকদিন এগুলো সহ্য করেছি। ব্যক্তিগতভাবে দু-একজনকে অনুরোধও করেছি, মিথ্যা তথ্য দিয়ে এসব নোংরামি না করার জন্য। কিন্তু কিছুতেই তারা থামছিলো না। মনে হচ্ছিল, ওরা আমাকে ধ্বংস করেই ক্ষান্ত হবে। শেষে বাধ্য হয়ে জিডি করলাম। আমি ঢাকার বাইরে শুটিংয়ে আছি। জানতে পেরেছি অভিযুক্তদের ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমার কথা হলো, মুচলেকা দিয়ে তারা যদি শুদ্ধ হয়; ক্ষতি কি? হোক না। মামলা করলেই ওরা গ্রেপ্তার হবে, জেল-জরিমানা হবে। আমি প্রথমেই সেটা চাই না। আমি চাই ওরা শুদ্ধ হোক।’

জায়েদ খানজায়েদ খান আরও বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি, সাইবার ক্রাইম) মনিরুল ইসলামের কাছে আমি লিখিতভাবে অভিযোগ দায়ের করি। ইচ্ছাকৃতভাবে কয়েকটি ইউটিউব ও ভুঁইফোঁড় অনলাইন আমার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য প্রচার করে। তাদের বিরুদ্ধেই আমার অবস্থান। আমার লিখিত অভিযোগের ভিত্তিতে ডিবি সাইবার ক্রাইম থেকে তাদেরকে ডাকা হয়েছে।’

তাঁর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার অব্যাহত রাখলে, পরবর্তী সময়ে তাদের নামে মামলা করবেন বলে জানিয়েছেন জায়েদ খান।

এই মুহূর্তে ‘সোনার চর’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন জায়েদ খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত