Ajker Patrika

জীবনানন্দের লাবণ্য আসছেন

আপডেট : ১২ জুন ২০২২, ১০: ৫৬
জীবনানন্দের লাবণ্য আসছেন

বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি জীবনানন্দ দাশ। কয়েক বছর আগে তাঁর জীবনী নিয়ে সিনেমা তৈরির ঘোষণা যখন দিয়েছিলেন নির্মাতা সায়ন্তন মুখোপাধ্যায়, তখন থেকেই আগ্রহের কেন্দ্রে খবরটি। এ সিনেমায় জয়া আহসানের যুক্ত হওয়া বাংলাদেশের দর্শকদের জন্য আরও কৌতূহলের কারণ হয়ে ওঠে। জীবনানন্দের প্রথম কাব্যসংকলন ‘ঝরা পালক’ নামেই সিনেমাটির নাম রেখেছেন নির্মাতা সায়ন্তন।

২০১৭ সালে হয়েছিল শুটিং। তারপর সিনেমা হলের দোরগোড়ায় পৌঁছাতে দীর্ঘ অপেক্ষা। অবশেষে সুখবরটি এল। কলকাতা থেকে গতকাল নির্মাতা সায়ন্তন মুখোপাধ্যায় জানালেন, ‘ঝরা পালক’ সিনেমাটি হলে আসছে এ মাসেই। ২৪ জুন থেকে পশ্চিমবঙ্গের হলগুলোতে দেখা যাবে ঝরা পালক। বাংলাদেশেও মুক্তির ব্যাপারে কথাবার্তা চলছে।

পর্দায় জীবনানন্দ দাশের পরিণত বয়সের ভূমিকায় আছেন ব্রাত্য বসু, আর যুবক বেলার চরিত্রে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। জয়া আহসান অভিনয় করেছেন কবিপত্নী লাবণ্যর চরিত্রে। জয়া বলেন, ‘শুরু থেকেই নানা কারণে সিনেমাটি নিয়ে আমি এক্সাইটেড। একে তো জীবনানন্দ দাশের মতো সাহিত্যিককে নিয়ে সিনেমা, তার ওপর লাবণ্যর চরিত্র, আমার অভিনয়জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র এটি। সব মিলিয়ে কাজটা উপভোগ করেছি।’

‘ঝরা পালক’ সিনেমায় দেব শংকর হালদার, ব্রাত্য বসু ও জয়া আহসানমুক্তির আর দুই সপ্তাহ বাকি, এখন থেকেই তাই প্রচারে সক্রিয় ‘ঝরা পালক’ টিম। প্রচার-প্রচারণায় অংশ নিতে গতকাল কলকাতায় গেছেন জয়া আহসান। নির্মাতা সায়ন্তন মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল, লাবণ্য চরিত্রে জয়া আহসানকে নেওয়ার কথা কেন ভাবলেন? সায়ন্তন বললেন, ‘লাবণ্য অসামান্য বিদুষী এবং সুন্দরী ছিলেন। লাবণ্য চরিত্রের যে ব্যক্তিত্ব, সৌন্দর্য এবং তাঁর যে বিদুষীয়ানা—এই তিনের সংমিশ্রণ জয়া আহসান ছাড়া আর কারও কথা আমার মাথায় আসেনি পরিচালক হিসেবে। আরও একটা কারণ হচ্ছে বাংলাদেশের মাটি। বাংলাদেশের মাটির যে গন্ধ, সেটা জয়া আহসানের ক্যারেক্টারের মধ্য দিয়েই সিনেমায় ফুটে উঠেছে। সেটা একটা অমূল্য প্রাপ্তি।’

জীবনানন্দ দাশের জীবনের সঙ্গে বরিশাল আর ধানসিড়ি নদী জড়িয়ে আছে ভীষণভাবে। ঝরা পালক সিনেমাটির একটি অংশের শুটিং তাই বাংলাদেশে করতে চেয়েছিলেন নির্মাতা। কিন্তু তখন বিভিন্ন কারণে সম্ভব হয়নি। তবে সিনেমাটি তিনি বাংলাদেশের দর্শকদের দেখানোর ব্যাপারে খুবই আগ্রহী। সায়ন্তন জানিয়েছেন, বাংলাদেশে যাতে ‘ঝরা পালক’ মুক্তি পায়, সে ব্যাপারে চেষ্টা চলছে। ১৫ জুনের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

‘ঝরা পালক’ বড় পর্দায় আসার আগে কিছুসংখ্যক দর্শক দেখেছেন সিনেমাটি। এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল এই জীবনালেখ্য। সেখানে দর্শকদের উচ্ছ্বাস এই সিনেমার নির্মাতা-অভিনয়শিল্পী-প্রযোজকের মনের জোর আরও বাড়িয়ে দিয়েছে।

জয়া আহসান অভিনীত আরও প্রায় এক ডজন সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। কলকাতায় ‘ওসিডি’, ‘অর্ধাঙ্গিনী’, ‘ভূতপরী’, ‘কালান্তর’, ‘পুতুলনাচের ইতিকথা’ ছাড়াও বাংলাদেশে ‘বিউটি সার্কাস’, ‘পেয়ারার সুবাস’, ‘নকশি কাঁথার জমিন’ ও ‘ফেরেশতে’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত