Ajker Patrika

দুই ছবিতে জুটি বাপ্পী-মিতু

দুই ছবিতে জুটি বাপ্পী-মিতু

বাংলাদেশের শাকিব খান আর কলকাতার দেব, দুজনের সঙ্গেই জুটি বাঁধা হয়ে গেছে; যদিও ছবি দুটি এখনো মুক্তি পায়নি। এর মধ্যেই আবার বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন জাহরা মিতু। বাপ্পীর সঙ্গে অভিনয় করবেন দুটি ছবিতে। একটি অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’ আর অন্যটি কাজী হায়াতের ‘জয় বাংলা’।

সরকারি অনুদানের ছবি কাজী হায়াতের ‘জয় বাংলা’। সেপ্টেম্বরেই ছবির শুটিং শুরু করবেন পরিচালক। এটি হতে যাচ্ছে বর্ষীয়ান চিত্রপরিচালক কাজী হায়াতের ৫১তম ছবি।

মিতু বলেন, ‘প্রথম লটে গ্রামের অংশের শুটিং হবে, ছোটবেলার কিছু অংশ আছে সেগুলো দিয়েই শুরু হবে। সেখানে বাপ্পী ও আমার খুব বেশি কাজ নেই। তাই প্রথম লটে আমার কাজ শুরু করবেন কি না সে সম্পর্কে নিশ্চিত কিছু এখনো জানি না।’ আর ‘যন্ত্রণা’র শুটিংয়ের ব্যাপারে আলোচনা চলছে। শিগগিরই শুটিং শুরু হবে।

বাপ্পী চৌধুরী ও জাহরা মিতুমিতু বলেন, ‘সব ঠিক হয়ে আছে। লকডাউনের কারণে কাজ শুরু করতে দেরি হলো। এখন প্রস্তুতি নিচ্ছি স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করার। সব গুছিয়ে আনতে আরও ১০-১৫ দিন সময় লাগবে। তাই আগামী মাসে মাঠে নামব। প্রথম লটে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় শুটিং হবে।’

এদিকে আরও দুটি ছবিতে কাজের কথা চলছে বলেও জানান জাহারা মিতু। খুব শিগগিরই ঘোষণা আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত