বাংলাদেশের শাকিব খান আর কলকাতার দেব, দুজনের সঙ্গেই জুটি বাঁধা হয়ে গেছে; যদিও ছবি দুটি এখনো মুক্তি পায়নি। এর মধ্যেই আবার বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন জাহরা মিতু। বাপ্পীর সঙ্গে অভিনয় করবেন দুটি ছবিতে। একটি অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’ আর অন্যটি কাজী হায়াতের ‘জয় বাংলা’।
সরকারি অনুদানের ছবি কাজী হায়াতের ‘জয় বাংলা’। সেপ্টেম্বরেই ছবির শুটিং শুরু করবেন পরিচালক। এটি হতে যাচ্ছে বর্ষীয়ান চিত্রপরিচালক কাজী হায়াতের ৫১তম ছবি।
মিতু বলেন, ‘প্রথম লটে গ্রামের অংশের শুটিং হবে, ছোটবেলার কিছু অংশ আছে সেগুলো দিয়েই শুরু হবে। সেখানে বাপ্পী ও আমার খুব বেশি কাজ নেই। তাই প্রথম লটে আমার কাজ শুরু করবেন কি না সে সম্পর্কে নিশ্চিত কিছু এখনো জানি না।’ আর ‘যন্ত্রণা’র শুটিংয়ের ব্যাপারে আলোচনা চলছে। শিগগিরই শুটিং শুরু হবে।
মিতু বলেন, ‘সব ঠিক হয়ে আছে। লকডাউনের কারণে কাজ শুরু করতে দেরি হলো। এখন প্রস্তুতি নিচ্ছি স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করার। সব গুছিয়ে আনতে আরও ১০-১৫ দিন সময় লাগবে। তাই আগামী মাসে মাঠে নামব। প্রথম লটে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় শুটিং হবে।’
এদিকে আরও দুটি ছবিতে কাজের কথা চলছে বলেও জানান জাহারা মিতু। খুব শিগগিরই ঘোষণা আসবে।
বাংলাদেশের শাকিব খান আর কলকাতার দেব, দুজনের সঙ্গেই জুটি বাঁধা হয়ে গেছে; যদিও ছবি দুটি এখনো মুক্তি পায়নি। এর মধ্যেই আবার বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন জাহরা মিতু। বাপ্পীর সঙ্গে অভিনয় করবেন দুটি ছবিতে। একটি অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’ আর অন্যটি কাজী হায়াতের ‘জয় বাংলা’।
সরকারি অনুদানের ছবি কাজী হায়াতের ‘জয় বাংলা’। সেপ্টেম্বরেই ছবির শুটিং শুরু করবেন পরিচালক। এটি হতে যাচ্ছে বর্ষীয়ান চিত্রপরিচালক কাজী হায়াতের ৫১তম ছবি।
মিতু বলেন, ‘প্রথম লটে গ্রামের অংশের শুটিং হবে, ছোটবেলার কিছু অংশ আছে সেগুলো দিয়েই শুরু হবে। সেখানে বাপ্পী ও আমার খুব বেশি কাজ নেই। তাই প্রথম লটে আমার কাজ শুরু করবেন কি না সে সম্পর্কে নিশ্চিত কিছু এখনো জানি না।’ আর ‘যন্ত্রণা’র শুটিংয়ের ব্যাপারে আলোচনা চলছে। শিগগিরই শুটিং শুরু হবে।
মিতু বলেন, ‘সব ঠিক হয়ে আছে। লকডাউনের কারণে কাজ শুরু করতে দেরি হলো। এখন প্রস্তুতি নিচ্ছি স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু করার। সব গুছিয়ে আনতে আরও ১০-১৫ দিন সময় লাগবে। তাই আগামী মাসে মাঠে নামব। প্রথম লটে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকায় শুটিং হবে।’
এদিকে আরও দুটি ছবিতে কাজের কথা চলছে বলেও জানান জাহারা মিতু। খুব শিগগিরই ঘোষণা আসবে।
শুটিং করতে গিয়ে কবরে শোয়ার পর তৌসিফের মনে হচ্ছিল, সবাই তাঁকে মাটিচাপা দিয়ে দেবে। ছয়টি জ্যান্ত সাপের সঙ্গে আধা ঘণ্টার বেশি সময় কবরে থাকতে হয়েছে তাঁকে। ওই ৩০ মিনিট তাঁর কাছে ৩০ বছরের মতো মনে হচ্ছিল।
৭ ঘণ্টা আগেআজ টালিউডে মুক্তি পেয়েছে দেব অভিনীত সিনেমা ‘ধূমকেতু’। একই দিনে প্রকাশ পেয়েছে অভিনেতার নতুন আরও এক সিনেমা ‘রঘু ডাকাত’-এর ফার্স্ট লুক পোস্টার। দুর্গাপূজায় মুক্তি পাবে সিনেমাটি।
৭ ঘণ্টা আগেআগুনযাত্রার গল্প গড়ে উঠেছে উমা চরিত্রকে কেন্দ্র করে। উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ। এ গবেষণার সূত্র ধরে কমলা হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায় উমা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বিজ্ঞাপন বানাচ্ছেন শিহাব শাহীন। একসঙ্গে বানাচ্ছেন ছয়টি বিজ্ঞাপন। একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন অভিনেত্রী সামিয়া অথৈ। এবারই প্রথম শিহাব শাহীনের নির্দেশনায় কাজ করলেন অভিনেত্রী।
৭ ঘণ্টা আগে