মীর রাকিব হাসান
ঢাকা: ফেরদৌস আহমেদ বাংলাদেশের চলচ্চিত্রে একটি নাম, যাঁর সঙ্গে হঠাৎ ও বৃষ্টি দুটোই সম্পৃক্ত। কারণ ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার শিরোনামের মতোই রোমান্টিক সিনেমার জগতে ফেরদৌস হয়ে ওঠেন হঠাৎ এক আলোর বিচ্ছুরণ। এখনো রোমান্টিক ঘরানার ছবিতে ফেরদৌসের নাম আসবেই। পাশাপাশি সময়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ফেরদৌস, রিয়াজ ও শাকিল খান। শাকিল খান সিনেমা থেকে হারিয়ে গেছেন অনেক আগেই। রিয়াজকেও সিনেমায় দেখা যায় না বললেই চলে। অন্যদিকে ফেরদৌস এখনো সিনেমায় নিয়মিত কাজ করছেন। সম্প্রতি শুটিং শেষ করলেন ‘৭১ সেইসব দিন’ ছবির। তিনি বলেন, ‘আমার দুইটা কাজ। পরিবারকে সময় দেওয়া ও শুটিং, শো। আমার স্ত্রীকে কাজের জন্য দেশ–বিদেশ ঘুরতে হয়। তখন দুই মেয়েকে আমি সময় দিই। ওদের খাওয়াদাওয়া পড়াশোনা– সবকিছু দেখভাল করি। এটা আমার বহু বছরের অভ্যাস। সেটা হিসাব করে শুটিং করি। এ ছবির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও নির্মাণ করছেন গুণী অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এর আগে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন লোকেশনে শুটিং হলেও ২০ মে থেকে আমি পুরান ঢাকায় শুটিংয়ে অংশ নিয়েছি। টানা সপ্তাহখানেক শুটিং করে ফিরলাম। ছবিতে আমি অভিনয় করছি সঞ্জু চরিত্রে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।’
আগামী মাসের শুরুতে আফজাল হোসেনের পরিচালনায় ‘মানিকের লাল কাঁকড়া’ ছবির শুটিং শুরু করবেন। এবারের শুটিং স্পট পটুয়াখালীর কুয়াকাটায়। এরপর কাজ করবেন সরকারি অনুদানের আরেকটি নতুন ছবি ‘রাসেলের জন্য অপেক্ষা’র। এ ছাড়া মাহমুদ দিদারের পরিচালনায় ‘বিউটি সার্কাস’ নামে আরও একটি ছবির ডাবিং শুরু করবেন। অন্যদিকে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ ছবির শুটিং শুরুরও প্রস্তুতি নেওয়া হচ্ছে। বলতে গেলে কোরবানির ঈদ পর্যন্ত তাঁর টানা শিডিউল। ফেরদৌসের সমসাময়িক অনেকেই সিনেমার এত কাছাকাছি নেই। তিনি ব্যতিক্রম। কীভাবে সম্ভব হচ্ছে? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ব্যতিক্রম না। আমার তো সিনেমাতেই ক্যারিয়ার। সেখানে না থাকা বড় অস্বাভাবিক কিংবা ব্যতিক্রম হতো। আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। সাধারণ দর্শক কিংবা সমালোচকদের প্রশংসা পাওয়া কাজগুলোই করছি। অশ্লীলতার যুগেও আমি সিনেমায় অভিনয় করেছি। একটা ভালো কাজ পেয়েছি করেছি, অশ্লীলতার পথে তো হাঁটিনি কিংবা সিনেমাকে বিদায় জানাইনি। যার যতটুকু সামর্থ্য আছে ভালোবাসার কাজটাকে ততটুকু সময় দেওয়া উচিত।’
বড় পর্দার পাশাপাশি মঞ্চেও সরব ফেরদৌস সফল উপস্থাপক হিসেবে। বিজ্ঞাপনের মডেল হচ্ছেন নিয়মিত। প্রযোজনায়ও নাম লিখিয়েছেন অনেক আগে। আমার প্রতিষ্ঠান থেকে দুটি ছবি নির্মিত হয়েছে। এখলাছ আবেদীনের পরিচালনায় ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ নামে ছবিটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে কয়েক মাস আগে। ছবিটির মুক্তির প্রক্রিয়া শুরু হলেই লকডাউনের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি অনুকূলে এলেই এটি মুক্তি দেবেন বলে ভাবছেন। এ ছাড়া ‘যদি আরেকটু সময় পেতাম’ নামের ছবির সেন্সর প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
বছর দুই আগে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া থেকেই যত বিপত্তির শুরু। এরপর ভিসা বাতিল হওয়ার পাশাপাশি আরও নানা খেসারত দিতে হয়েছে ফেরদৌসকে। বলেন, ‘ছোট্ট একটা ভুল। না বুঝেই করা। কিন্তু তার অনেক বড় মাশুল গুনতে হচ্ছে এখন আমাকে। কারণ ভারতে আর যাওয়ার অনুমতি মিলছে না সহসাই।’
এ বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে তাঁর কিছু বিষয় নিয়ে কটাক্ষ করার সময় ফেরদৌসের ভিসা বাতিল নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবে বেশ বিব্রত ফেরদৌস নিজেই। তিনি মনে করেন, ওই দেশের প্রচারণায় তাঁর অংশ নেওয়াটা এবং সেটার জের এখন অবধি চলে আসা মোটেও সুখকর নয়। বঙ্গবন্ধুর বায়োপিক, যার শুটিং হয়েছে ভারতে, সেখানে অভিনয় করতে না পারার দুঃখটাই অনেক বেশি। ফেরদৌস জানান, একটা বয়সে তাঁর পুরোদস্তুর কৃষক হওয়ার খুব শখ। কারণটাও জানালেন, ‘আমার দাদা ছিলেন কৃষক। আমার রক্তে আছে কৃষিকাজ। অনেকেই জানেন না, আমি কিন্তু এখনে কৃষক। আমাদের বাড়ির ছাদে এমন একটা বাগান আছে, যেখানে রোজ কিছু না কিছু উৎপাদিত হয়। আমার মায়ের ঔষধির ভান্ডার তো আছেই, এ ছাড়া আছে অন্য সবজি।’
শুধু ছাদ নয়, ঢাকার অদূরে নিজের এক টুকরো জমিতে নিয়মিত চাষ করেন ফেরদৌস। বাসায় আসে টাটকা সবজি। তাতে তাঁর আনন্দের সীমা নেই। তবে সহসাই ছাড়ছেন না বড় পর্দা। নায়ক ফেরদৌসকে আরও দেখা যাবে বহুদিন।
ঢাকা: ফেরদৌস আহমেদ বাংলাদেশের চলচ্চিত্রে একটি নাম, যাঁর সঙ্গে হঠাৎ ও বৃষ্টি দুটোই সম্পৃক্ত। কারণ ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার শিরোনামের মতোই রোমান্টিক সিনেমার জগতে ফেরদৌস হয়ে ওঠেন হঠাৎ এক আলোর বিচ্ছুরণ। এখনো রোমান্টিক ঘরানার ছবিতে ফেরদৌসের নাম আসবেই। পাশাপাশি সময়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ফেরদৌস, রিয়াজ ও শাকিল খান। শাকিল খান সিনেমা থেকে হারিয়ে গেছেন অনেক আগেই। রিয়াজকেও সিনেমায় দেখা যায় না বললেই চলে। অন্যদিকে ফেরদৌস এখনো সিনেমায় নিয়মিত কাজ করছেন। সম্প্রতি শুটিং শেষ করলেন ‘৭১ সেইসব দিন’ ছবির। তিনি বলেন, ‘আমার দুইটা কাজ। পরিবারকে সময় দেওয়া ও শুটিং, শো। আমার স্ত্রীকে কাজের জন্য দেশ–বিদেশ ঘুরতে হয়। তখন দুই মেয়েকে আমি সময় দিই। ওদের খাওয়াদাওয়া পড়াশোনা– সবকিছু দেখভাল করি। এটা আমার বহু বছরের অভ্যাস। সেটা হিসাব করে শুটিং করি। এ ছবির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও নির্মাণ করছেন গুণী অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এর আগে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন লোকেশনে শুটিং হলেও ২০ মে থেকে আমি পুরান ঢাকায় শুটিংয়ে অংশ নিয়েছি। টানা সপ্তাহখানেক শুটিং করে ফিরলাম। ছবিতে আমি অভিনয় করছি সঞ্জু চরিত্রে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।’
আগামী মাসের শুরুতে আফজাল হোসেনের পরিচালনায় ‘মানিকের লাল কাঁকড়া’ ছবির শুটিং শুরু করবেন। এবারের শুটিং স্পট পটুয়াখালীর কুয়াকাটায়। এরপর কাজ করবেন সরকারি অনুদানের আরেকটি নতুন ছবি ‘রাসেলের জন্য অপেক্ষা’র। এ ছাড়া মাহমুদ দিদারের পরিচালনায় ‘বিউটি সার্কাস’ নামে আরও একটি ছবির ডাবিং শুরু করবেন। অন্যদিকে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ ছবির শুটিং শুরুরও প্রস্তুতি নেওয়া হচ্ছে। বলতে গেলে কোরবানির ঈদ পর্যন্ত তাঁর টানা শিডিউল। ফেরদৌসের সমসাময়িক অনেকেই সিনেমার এত কাছাকাছি নেই। তিনি ব্যতিক্রম। কীভাবে সম্ভব হচ্ছে? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ব্যতিক্রম না। আমার তো সিনেমাতেই ক্যারিয়ার। সেখানে না থাকা বড় অস্বাভাবিক কিংবা ব্যতিক্রম হতো। আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। সাধারণ দর্শক কিংবা সমালোচকদের প্রশংসা পাওয়া কাজগুলোই করছি। অশ্লীলতার যুগেও আমি সিনেমায় অভিনয় করেছি। একটা ভালো কাজ পেয়েছি করেছি, অশ্লীলতার পথে তো হাঁটিনি কিংবা সিনেমাকে বিদায় জানাইনি। যার যতটুকু সামর্থ্য আছে ভালোবাসার কাজটাকে ততটুকু সময় দেওয়া উচিত।’
বড় পর্দার পাশাপাশি মঞ্চেও সরব ফেরদৌস সফল উপস্থাপক হিসেবে। বিজ্ঞাপনের মডেল হচ্ছেন নিয়মিত। প্রযোজনায়ও নাম লিখিয়েছেন অনেক আগে। আমার প্রতিষ্ঠান থেকে দুটি ছবি নির্মিত হয়েছে। এখলাছ আবেদীনের পরিচালনায় ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ নামে ছবিটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে কয়েক মাস আগে। ছবিটির মুক্তির প্রক্রিয়া শুরু হলেই লকডাউনের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি অনুকূলে এলেই এটি মুক্তি দেবেন বলে ভাবছেন। এ ছাড়া ‘যদি আরেকটু সময় পেতাম’ নামের ছবির সেন্সর প্রক্রিয়া এখনো শেষ হয়নি।
বছর দুই আগে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া থেকেই যত বিপত্তির শুরু। এরপর ভিসা বাতিল হওয়ার পাশাপাশি আরও নানা খেসারত দিতে হয়েছে ফেরদৌসকে। বলেন, ‘ছোট্ট একটা ভুল। না বুঝেই করা। কিন্তু তার অনেক বড় মাশুল গুনতে হচ্ছে এখন আমাকে। কারণ ভারতে আর যাওয়ার অনুমতি মিলছে না সহসাই।’
এ বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে তাঁর কিছু বিষয় নিয়ে কটাক্ষ করার সময় ফেরদৌসের ভিসা বাতিল নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবে বেশ বিব্রত ফেরদৌস নিজেই। তিনি মনে করেন, ওই দেশের প্রচারণায় তাঁর অংশ নেওয়াটা এবং সেটার জের এখন অবধি চলে আসা মোটেও সুখকর নয়। বঙ্গবন্ধুর বায়োপিক, যার শুটিং হয়েছে ভারতে, সেখানে অভিনয় করতে না পারার দুঃখটাই অনেক বেশি। ফেরদৌস জানান, একটা বয়সে তাঁর পুরোদস্তুর কৃষক হওয়ার খুব শখ। কারণটাও জানালেন, ‘আমার দাদা ছিলেন কৃষক। আমার রক্তে আছে কৃষিকাজ। অনেকেই জানেন না, আমি কিন্তু এখনে কৃষক। আমাদের বাড়ির ছাদে এমন একটা বাগান আছে, যেখানে রোজ কিছু না কিছু উৎপাদিত হয়। আমার মায়ের ঔষধির ভান্ডার তো আছেই, এ ছাড়া আছে অন্য সবজি।’
শুধু ছাদ নয়, ঢাকার অদূরে নিজের এক টুকরো জমিতে নিয়মিত চাষ করেন ফেরদৌস। বাসায় আসে টাটকা সবজি। তাতে তাঁর আনন্দের সীমা নেই। তবে সহসাই ছাড়ছেন না বড় পর্দা। নায়ক ফেরদৌসকে আরও দেখা যাবে বহুদিন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়ক রুবেলের মৃত্যুর খবর। এমন ঘটনায় বিরক্তি প্রকাশের পাশাপাশি যাঁরা মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের হুঁশিয়ার করে দিলেন রুবেলের বড় ভাই অভিনেতা, প্রযোজক ও নির্দেশক মাসুদ পারভেজ সোহেল রানা।
১১ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়া দিল্লি পাকিস্তানের সঙ্গে ৬ দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে সেই ঘোষণা কতটা কার্যকর হয়েছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি। দুই দেশের মূল ধারার গণমাধ্যম এই বিষয়ে সেই অর্থে কোনো তথ্য দেয়নি।
১৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
২১ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
২১ ঘণ্টা আগে