এবার পূজায় একাধিক ছবি মুক্তি পেয়েছে কলকাতায়। এখন পর্যন্ত ব্যবসায়িকভাবে বেশি সফলতা পাচ্ছে দেবের ‘গোলন্দাজ’। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদের জীবন পর্দায় তুলে ধরেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এরপরই বক্স অফিস মাতাচ্ছে পরমব্রত ও কোয়েল মল্লিক অভিনীত ‘বনি’। বাজেট অনুসারে ‘বনি’ পূজায় সবচেয়ে এগিয়ে বলা যায়। সায়েন্স ফিকশন ঘরানার এই ছবি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অন্যদিকে সিঙ্গেল স্ক্রিন মাতাচ্ছে জিত-মিমের ‘বাজি’।
আজ শুক্রবার থেকে সারা বাংলাদেশে চলবে ‘বাজি’। সিনেমাটি বাংলাদেশে অনেক বড় পরিসরে রিলিজ হতে পারে। ইতিমধ্যে ‘মধুমিতা’,‘মণিহার’সহ বেশ কিছু বাংলাদেশের প্রথমসারির হলে এর পোস্টার ও প্রচারণা চলছে। জানা যায়, ছবিটি উচ্চ মূল্যে আমদানী করেছে বাংলাদেশী প্রদর্শকরা।
জয়দীপ মুখার্জির ‘এফআইআর’ ছবিতে প্রথমবার জুটি হয়েছেন অঙ্কুশ ও ঋতাভরী। প্রযোজনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ‘তখন কুয়াশা ছিল’ ছবিতে মূল চরিত্রে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়। ছবিটি মোটামুটি মানের ব্যবসা করছে। ব্যবসায়িক সাফল্য না পেলেও প্রশংসিত হচ্ছে অরিন্দম শীলের ‘মহানন্দা’। মহাশ্বেতা দেবীর আদলে তৈরি চরিত্র মহানন্দা। নাম ভূমিকায় অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী। মুক্তি পেয়েছে মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’। একান্নবর্তী পরিবারের দুর্গাপূজার গল্প নিয়েই ছবি বানিয়েছেন ‘চিনি’-র পরিচালক।
অন্যদিকে দেবের প্রযোজনায় ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ মুক্তি পেয়েছে টেলিভিশনে।
এবার পূজায় একাধিক ছবি মুক্তি পেয়েছে কলকাতায়। এখন পর্যন্ত ব্যবসায়িকভাবে বেশি সফলতা পাচ্ছে দেবের ‘গোলন্দাজ’। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদের জীবন পর্দায় তুলে ধরেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। এরপরই বক্স অফিস মাতাচ্ছে পরমব্রত ও কোয়েল মল্লিক অভিনীত ‘বনি’। বাজেট অনুসারে ‘বনি’ পূজায় সবচেয়ে এগিয়ে বলা যায়। সায়েন্স ফিকশন ঘরানার এই ছবি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অন্যদিকে সিঙ্গেল স্ক্রিন মাতাচ্ছে জিত-মিমের ‘বাজি’।
আজ শুক্রবার থেকে সারা বাংলাদেশে চলবে ‘বাজি’। সিনেমাটি বাংলাদেশে অনেক বড় পরিসরে রিলিজ হতে পারে। ইতিমধ্যে ‘মধুমিতা’,‘মণিহার’সহ বেশ কিছু বাংলাদেশের প্রথমসারির হলে এর পোস্টার ও প্রচারণা চলছে। জানা যায়, ছবিটি উচ্চ মূল্যে আমদানী করেছে বাংলাদেশী প্রদর্শকরা।
জয়দীপ মুখার্জির ‘এফআইআর’ ছবিতে প্রথমবার জুটি হয়েছেন অঙ্কুশ ও ঋতাভরী। প্রযোজনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ‘তখন কুয়াশা ছিল’ ছবিতে মূল চরিত্রে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়। ছবিটি মোটামুটি মানের ব্যবসা করছে। ব্যবসায়িক সাফল্য না পেলেও প্রশংসিত হচ্ছে অরিন্দম শীলের ‘মহানন্দা’। মহাশ্বেতা দেবীর আদলে তৈরি চরিত্র মহানন্দা। নাম ভূমিকায় অভিনয় করেছেন গার্গী রায়চৌধুরী। মুক্তি পেয়েছে মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’। একান্নবর্তী পরিবারের দুর্গাপূজার গল্প নিয়েই ছবি বানিয়েছেন ‘চিনি’-র পরিচালক।
অন্যদিকে দেবের প্রযোজনায় ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ মুক্তি পেয়েছে টেলিভিশনে।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৬ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে