Ajker Patrika

ফের ফেলুদা হচ্ছেন পরমব্রত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২৩: ৪৩
ফের ফেলুদা হচ্ছেন পরমব্রত

গোয়েন্দা, রহস্য গল্প আর ফেলুদা, এনিয়ে সিনেমাপ্রেমীদের বহুদিনের আগ্রহ। বহুবার, বহু পরিচালককের হাত ধরেই পর্দায় হাজির হয়েছেন ফেলুদা, সঙ্গী সেই তোপসে। আর ততবারই আগ্রহের সঙ্গে পর্দায় চোখ রেখেছেন ফেলুদাপ্রেমী দর্শক। ফেলুদার প্রতি বাঙালির ভালোবাসা চিরকালীন, শাশ্বত। দর্শকদের সেই ভালোবাসার কথা মাথায় রেখেই ফের একবার ফেলুদা সিরিজ নিয়ে আসছে জি ফাইভ।  

এই ফেলুদা সিরিজের পরিচালনা করবেন অরিন্দম শীল। এই সিরিজে ফেলুদার ভূমিকায় দেখা যাবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। আর তোপসে হচ্ছেন ঋতব্রত মুখোপাধ্যায়।

জানা যাচ্ছে ফেলুদা সিরিজের প্রথম সিজনে থাকছে ‘গ্যাংটকে গন্ডগোল’-র গল্প। এদিকে টোটা রায়চৌধুরীকে নিয়ে ফেলুদা সিরিজ বানাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। প্রথম সিজনের পর খুব শীঘ্রই দ্বিতীয় সিজন আনতে চলেছেন তিনি। এর আগে পরমব্রতর পরিচালনায় ফেলুদা সিরিজে দেখা গিয়েছিল পরমব্রত ও ঋদ্ধি সেনের জুটিকে।

সিনেমার পর্দায় প্রথম ফেলুদা হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। পরবর্তীকালে ফেলুদার ভূমিকায় দেখা গেছে সব্যসাচী চক্রবর্তীকে। এভাবেই বারবার পর্দায় উঠে এসেছে প্রিয় গোয়েন্দা চরিত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত