সরকারি অনুদান পাওয়া ছবি ‘মুখোশ’ মুক্তি পাচ্ছে ২১ জানুয়ারি। তার আগে রোববার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ছবির টাইটেল সং। ‘মুখোশ’ নামের এ গানটি এখন শোনা যাচ্ছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে।
রোববার সন্ধ্যায় বনানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন ডেকে প্রকাশ করা হয় গানটি। ওই সময় ছিলেন পরিচালক ইফতেখার শুভ, মোশাররফ করিম, পরীমণি, জিয়াউল রোশান, টাইগার মিডিয়ার সিইও জাহিদ হাসান অভিসহ অনেকেই।
পরিচালক ইফতেখার শুভ বলেন, ‘করোনাসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা ‘‘মুখোশ’’ সিনেমা হলে মুক্তি দিতে যাচ্ছে। এটি আমার প্রথম সিনেমা, তাই চিন্তা ও উত্তেজনা দুটোই বেশি। টাইটেল গানসহ এই সিনেমার প্রত্যেকটি গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। সবাইকে প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখার আমন্ত্রণ।’
‘মুখোশ’ সিনেমা পরিবেশনার দায়িত্ব নিয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।
‘মুখোশ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিমের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন।
ছবির আরেকটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। আব্রাহাম তামিমের কথায় ওই গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
‘মুখোশ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, জিয়াউল রোশান, পরীমণি, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারেক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।
ছবিটির চিত্রগ্রহণে ছিলেন ফরহাদ হোসেন ও নাহিয়ান বেলাল। সম্পাদনা করেছেন মাহি ইসলাম মিতুল, শিল্প নির্দেশনা দিয়েছেন রহমতুল্লাহ বসু।
ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হয়েছে ইফতেখার শুভর নিজের লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে।
শুনুন ‘মুখোশ’ ছবির টাইটেল সং:
সরকারি অনুদান পাওয়া ছবি ‘মুখোশ’ মুক্তি পাচ্ছে ২১ জানুয়ারি। তার আগে রোববার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ছবির টাইটেল সং। ‘মুখোশ’ নামের এ গানটি এখন শোনা যাচ্ছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে।
রোববার সন্ধ্যায় বনানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন ডেকে প্রকাশ করা হয় গানটি। ওই সময় ছিলেন পরিচালক ইফতেখার শুভ, মোশাররফ করিম, পরীমণি, জিয়াউল রোশান, টাইগার মিডিয়ার সিইও জাহিদ হাসান অভিসহ অনেকেই।
পরিচালক ইফতেখার শুভ বলেন, ‘করোনাসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা ‘‘মুখোশ’’ সিনেমা হলে মুক্তি দিতে যাচ্ছে। এটি আমার প্রথম সিনেমা, তাই চিন্তা ও উত্তেজনা দুটোই বেশি। টাইটেল গানসহ এই সিনেমার প্রত্যেকটি গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। সবাইকে প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখার আমন্ত্রণ।’
‘মুখোশ’ সিনেমা পরিবেশনার দায়িত্ব নিয়েছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন।
‘মুখোশ’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন মাইনুল আহসান নোবেল। আব্রাহাম তামিমের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন।
ছবির আরেকটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। আব্রাহাম তামিমের কথায় ওই গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
‘মুখোশ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, জিয়াউল রোশান, পরীমণি, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারেক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।
ছবিটির চিত্রগ্রহণে ছিলেন ফরহাদ হোসেন ও নাহিয়ান বেলাল। সম্পাদনা করেছেন মাহি ইসলাম মিতুল, শিল্প নির্দেশনা দিয়েছেন রহমতুল্লাহ বসু।
ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় ‘মুখোশ’ নির্মিত হয়েছে ইফতেখার শুভর নিজের লেখা ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে।
শুনুন ‘মুখোশ’ ছবির টাইটেল সং:
কয়েক বছর ধরেই ভাঙাগড়ার মধ্যে চলছে ব্যান্ড চিরকুট। দুই বছর আগে ব্যান্ড ছাড়েন ইমন চৌধুরী। ইমনের পথ ধরে গত বছর চিরকুট ছেড়েছেন জাহিদ নীরব। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন ড্রামার ও সংগীত প্রযোজক পাভেল আরিন। তবে থেমে নেই চিরকুটের কার্যক্রম। নতুন সদস্য নিয়ে এগিয়ে চলেছেন দলটির প্রধান ও ভোক
২১ ঘণ্টা আগেবাংলা আধুনিক সংগীতের তিনজন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, লিটন অধিকারী রিন্টু ও গোলাম মোর্শেদকে সম্মাননা দিল গীতিকবি সংঘ বাংলাদেশ। গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গীতিকবি সংঘ বাংলাদেশ আয়োজিত প্রথম ‘গীতিকবি আড্ডা’ অনুষ্ঠানে তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
২১ ঘণ্টা আগেট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ,
২১ ঘণ্টা আগেসংস্কৃতি অঙ্গনের সফল সন্তানদের মায়েদের হাতে মা দিবসে তুলে দেওয়া হলো ‘মা পদক ২০২৫’। আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে, মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের আয়োজনে ১০ মে বিকেল ৪টায় রাজধানীর হোটেল রিজেন্সিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ডলি জহুর। উপস্থিত ছিলেন
২১ ঘণ্টা আগে