Ajker Patrika

চলচ্চিত্রের উন্নয়নে ঐক্যবদ্ধ সাংবাদিকেরা

বিনোদন প্রতিবেদক
চলচ্চিত্রের উন্নয়নে ঐক্যবদ্ধ সাংবাদিকেরা

দেশীয় চলচ্চিত্রের সমৃদ্ধি, উন্নয়ন ও এই শিল্পকে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে এক মঞ্চে দাঁড়িয়েছে একঝাঁক চলচ্চিত্র সাংবাদিক। চলচ্চিত্র সাংবাদিকদের আয়োজনে ‘সমমনা চলচ্চিত্র সাংবাদিক’ ব্যানার নিয়ে গতকাল বিএফডিসিতে মিলিত হয়েছিলেন চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, নির্মাতা, প্রযোজক ও চলচ্চিত্র সাংবাদিকেরা। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে চলচ্চিত্র পরিচালক সমিতির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

অনুষ্ঠানের শুরুতেই ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রয়াত আবদুল গাফফার চৌধুরী রচিত একুশের কবিতা আবৃত্তি করেন চলচ্চিত্র সাংবাদিক ও বাচিকশিল্পী ইশরাত শিউলি। ‘সমমনা চলচ্চিত্র সাংবাদিক’-এর আহ্বায়ক আহমেদ তেপান্তরের পরিচালনায় অনুষ্ঠানে চলচ্চিত্রশিল্প রক্ষা ও স্বর্ণালি অতীত পুনরুদ্ধারের নানা বিষয় নিয়ে বক্তৃতা করেন চলচ্চিত্র সাংবাদিক ইমরুল শাহেদ, মোস্তফা মতিহার, মঈন আব্দুল্লাহ, দেওয়ান হাবিব, দুলাল খান প্রমুখ।

সংগঠনের আহ্বায়ক আহমেদ তেপান্তর বলেন, বিশ্বায়নের এই প্রতিযোগিতার যুগে টিকে থাকার লক্ষ্যে দেশীয় চলচ্চিত্রকে উন্নয়নের ধারায় পৌঁছে দিতে চলচ্চিত্রশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকল সংগঠন, শিল্পী, কলকুশলীর, নির্মাতা, প্রযোজক ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, এই শিল্পকে রক্ষায় ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে অংশ নেওয়া চলচ্চিত্র সাংবাদিকেরা।পরিচালক খিজির হায়াৎ খান বলেন, ‘চলচ্চিত্র সাংবাদিকদের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই। দেরিতে হলেও একটি ভালো উদ্যোগ আমাদের চলচ্চিত্রশিল্পের উন্নয়নে ইতিবাচক ফলাফল বয়ে আনবে বলে আমার বিশ্বাস।’

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন প্রযোজক আলীমুল্লাহ খোকন, সাবেক জেলার ও প্রযোজক ফরমান আলী, পরিচালক সাঈদুর রহমান সাঈদ, দেলোয়ার জাহান ঝন্টু, কমল সরকার, শাহীন সুমন, মোস্তাফিজুর রহমান বাবু, মোস্তাফিজুর রহমান মানিক, শাহ আলম মণ্ডল, গাজী মাহবুবসহ প্রায় অর্ধ শতাধিক চিত্র পরিচালক, শিল্পী সমিতির সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, কায়েস আরজু, সনি রহমান, চিত্রনায়িকা কেয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

গণভোট আর নির্বাচন এক দিনে করার প্রস্তাব উদ্ভট: জামায়াত নেতা তাহের

ভল্ট থেকে উইন্ডো গ্রুপের কোটি টাকা চুরি, ডেপুটি ম্যানেজারসহ গ্রেপ্তার ২

আমরা চাই, আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক— প্রধান উপদেষ্টাকে সালাহউদ্দিন

জুলাই সনদে স্বাক্ষর: হঠাৎ সংকট, জরুরি বৈঠক শেষে স্বস্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

‘উৎসব’-এর পর হুমায়ূন আহমেদের গল্পে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘উৎসব’-এর পর হুমায়ূন আহমেদের গল্পে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’

গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি। আগামী বছর ঈদেও নতুন সিনেমা নিয়ে আসছেন তানিম নূর। গত মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হলো আগামী রোজার ঈদে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।

চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে উৎসব বানিয়েছিলেন তানিম নূর। এবার তিনি বেছে নিয়েছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস। বনলতা এক্সপ্রেস নির্মিত হবে ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। গল্পে দেখা যাবে, অসুস্থ মামাকে দেখতে ট্রেনে করে দিনাজপুর যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চিত্রা। তার সেই ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়েই এগিয়ে যাবে কাহিনি।

হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তাঁর লেখা গল্প নিয়ে সরকারি অনুদানে জয়া আহসান ‘দেবী’ বানালেও নানা জটিলতায় ‘পেন্সিলে আঁকা পরী’ বানাতে পারেননি অমিতাভ রেজা চৌধুরী। দুই পরিবারের অনুমতিসংক্রান্ত জটিলতাই বেশি ভুগিয়েছে বলে জানিয়েছিলেন অমিতাভ রেজা। এরপর হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘লোভ’ নিয়ে সিনেমা বানানোর জন্য ২০২৩-২৪ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছেন মিস পিংকি আক্তার। ‘লোভ’ নামের ওই সিনেমার কোনো খোঁজ নেই। এবার তানিম নূর ঘোষণা দিলেন কিছুক্ষণ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণের। জানা গেছে, লেখকের পরিবার থেকে উপন্যাসটি নিয়ে সিনেমা নির্মাণের সবুজসংকেত নিয়েই কাজে হাত দিয়েছেন নির্মাতা।

উৎসবের মতো তানিমের নতুন সিনেমায়ও থাকছে নব্বইয়ের দশকের ব্যান্ডের গানের প্রভাব। অ্যানাউন্সমেন্ট ভিডিওর পুরোটা সময় ব্যাকগ্রাউন্ডে বেজেছে অর্থহীন ব্যান্ডের ‘চাইতেই পারো’ গানটি। বনলতা এক্সপ্রেসেও অভিনয় করবেন একঝাঁক তারকা। তালিকায় আছে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজের মতো অভিনয়শিল্পীদের নাম। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করা হয়নি। জানা গেছে, ইতিমধ্যে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী চূড়ান্ত হয়েছেন, বাকিদের সঙ্গে চলছে আলোচনা। সবার সঙ্গে চুক্তি শেষেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে শিল্পীতালিকা। শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর মাসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

গণভোট আর নির্বাচন এক দিনে করার প্রস্তাব উদ্ভট: জামায়াত নেতা তাহের

ভল্ট থেকে উইন্ডো গ্রুপের কোটি টাকা চুরি, ডেপুটি ম্যানেজারসহ গ্রেপ্তার ২

আমরা চাই, আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক— প্রধান উপদেষ্টাকে সালাহউদ্দিন

জুলাই সনদে স্বাক্ষর: হঠাৎ সংকট, জরুরি বৈঠক শেষে স্বস্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

প্রচারে ব্যস্ত সাদামাটা কোয়েল

সম্পর্ক বনাম অধিকারের গল্প নিয়ে আসছে স্বার্থপর

বিনোদন ডেস্ক
‘স্বার্থপর’ সিনেমায় কোয়েল মল্লিক
‘স্বার্থপর’ সিনেমায় কোয়েল মল্লিক

পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু। এতে কোয়েল মল্লিকের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন।

স্বার্থপর সিনেমার গল্প তৈরি হয়েছে দুই ভাই-বোনকে নিয়ে, যারা নিজের পিতৃভূমি বা বাড়ির অধিকার চায়। বোন তার বাবার বাড়ির অধিকার চাইলে ভাইয়ের সঙ্গে তৈরি হয় দূরত্ব। অধিকার আদায়ে আদালতের শরণাপন্ন হয় বোন। সম্পত্তির কারণে ভাই-বোনের একটি মিষ্টি সম্পর্ক কীভাবে ভেঙে চুরমার হয়ে যায়, তাই দেখা যাবে এ সিনেমায়। স্বার্থপর দিয়ে অনেক দিন পর বড় পর্দায় ফিরছেন কোয়েলের বাবা রঞ্জিত মল্লিক। এতে তাঁকে দেখা যাবে আইনজীবীর ভূমিকায়।

টালিউডের সফল নায়িকা কোয়েল মল্লিক। কাজ করেছেন ব্যবসাসফল অনেক সিনেমায়। বিয়ের পর সিনেমায় আর নিয়মিত দেখা যায়নি তাঁকে। অনেক দিন পরপর প্রেক্ষাগৃহে আসছে তাঁর সিনেমা। তাই প্রচারে কোনো রকম ছাড় দিচ্ছেন না কোয়েল। সিনেমাটি দর্শকের কাছে পৌঁছে দিতে ট্রেলার উন্মোচন অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সংবাদমাধ্যমে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এমনই এক অনুষ্ঠানে কোয়েলের কাছে জানতে চাওয়া হয়, এই যে ভীষণ জনপ্রিয়তা, পারিবারিক ঐতিহ্য, ভবিষ্যতে নিজের বায়োপিক নির্মাণের আগ্রহ আছে কি না? অভিনেত্রীর স্পষ্ট জবাব, ‘না।’

কোয়েল বলেন, ‘আমি চাই না, আমার বায়োপিক তৈরি হোক। একটি সিনেমা তখনই চলবে, যখন তার মধ্যে কিছু ড্রামা থাকবে। আমার জীবন একেবারেই সাদামাটা। আমার জীবনে কোনো ড্রামা নেই। তাই আমার জীবন নিয়ে বায়োপিক তৈরি করাও যায় না।’

নিজের জীবনযাপন ব্যাখ্যা করে কোয়েল বলেন, ‘আমি সকালবেলা উঠি, বাড়ির কাজ করি, টিভি দেখি, সবার সঙ্গে গল্প করি। যদি কাজ থাকে, তাহলে সময়মতো বের হই, না হলে বাড়িতেই থাকি। ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাই। আমার জীবন ভীষণ বোরিং। তাই আমার জীবন নিয়ে অন্তত সিনেমা তৈরি করা যায় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

গণভোট আর নির্বাচন এক দিনে করার প্রস্তাব উদ্ভট: জামায়াত নেতা তাহের

ভল্ট থেকে উইন্ডো গ্রুপের কোটি টাকা চুরি, ডেপুটি ম্যানেজারসহ গ্রেপ্তার ২

আমরা চাই, আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক— প্রধান উপদেষ্টাকে সালাহউদ্দিন

জুলাই সনদে স্বাক্ষর: হঠাৎ সংকট, জরুরি বৈঠক শেষে স্বস্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে নায়িকা মাহির নতুন যাত্রা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
মাহিয়া মাহি
মাহিয়া মাহি

১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।

২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে যাত্রা শুরু করেন মাহিয়া মাহি। প্রথম সিনেমাতেই তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এরপর এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে উপহার দিয়েছেন একাধিক ব্যবসাসফল সিনেমা। সে সময় মাহি ও জাজের কর্ণধার আজিজের প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল। ২০১৫ সালে জাজের সঙ্গে টানাপোড়েন শুরু হয় মাহির। ওই বছরেই জাজ থেকে বেরিয়ে যান তিনি। মাঝে একাধিকবার শোনা গিয়েছিল, মাহি আবার জাজের সিনেমায় ফিরবেন! কিন্তু তা হয়নি।

জাজ থেকে বেরিয়ে অন্য প্রযোজকদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন মাহি। ২০২২ সালে মাতৃত্বকালীন ছুটিতে চলে যান তিনি। পরের বছর মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে ফেরার কথা ছিল তাঁর। এক দিন শুটিংও করেছিলেন। কিন্তু প্রযোজকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ওই সিনেমা থেকে বেরিয়ে আসেন মাহি। এরপর রাজনীতি, পরিবার আর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে কেটেছে মাহির সময়। এর মাঝে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

অবশেষে বিরতি কাটিয়ে আবারও নায়িকা হয়ে ফিরছেন মাহি। ফিরছেন সেই জাজ মাল্টিমিডিয়ার সিনেমা দিয়ে, যেখান থেকে শুরু হয়েছিল তাঁর রুপালি পর্দার যাত্রা। জাজের ব্যানারে মাহির ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’। দুটি সিনেমাই নির্মিত হয়েছে অ্যাকশন ঘরানায়। একই ঘরানায় নির্মিত হবে অন্তর্যামী। সিনেমার গল্প এগোবে মাহি ও একটি ৯ বছরের শিশুকে কেন্দ্র করে।

জাজ মাল্টিমিডিয়া থেকে বলা হয়েছে, অন্তর্যামী একটি লেডি অ্যাকশন সিনেমা। এতে কোনো নায়ক নেই। অন্তর্যামীকে অগ্নি-২-এর পরের গল্প বলা যেতে পারে। কিন্তু এই সিনেমা অগ্নি না; কারণ, অগ্নি প্রতিশোধের গল্প। আর অন্তর্যামী হলো সারভাইভাল স্টোরি। তবে অন্তর্যামী হবে অগ্নির চেয়েও ভয়ংকর ও বেশি অ্যাকশন।

জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হবে অন্তর্যামী সিনেমার। এরপর থাইল্যান্ড এবং সব শেষে শুটিং হবে বাংলাদেশে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।

সাত বছরের বিরতি শেষে ভৌতিক ঘরানার ‘জ্বীন থ্রি’ দিয়ে গত বছর জাজে ফিরেছিলেন আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে ফেরাটা খুব ভালো হয়নি ফারিয়ার। সিনেমার গান আলোচিত হলেও হলে দর্শক টানতে পারেনি। এবার মাহির ফেরাটা কেমন হয়, তা জানা যাবে আগামী বছর সিনেমা মুক্তির পর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

গণভোট আর নির্বাচন এক দিনে করার প্রস্তাব উদ্ভট: জামায়াত নেতা তাহের

ভল্ট থেকে উইন্ডো গ্রুপের কোটি টাকা চুরি, ডেপুটি ম্যানেজারসহ গ্রেপ্তার ২

আমরা চাই, আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক— প্রধান উপদেষ্টাকে সালাহউদ্দিন

জুলাই সনদে স্বাক্ষর: হঠাৎ সংকট, জরুরি বৈঠক শেষে স্বস্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ফরিদা পারভীনকে উৎসর্গ করে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক লালন উৎসব

বিনোদন প্রতিবেদক, ঢাকা
শফি মণ্ডল ও শাহনাজ বেলী ছবি: সংগৃহীত
শফি মণ্ডল ও শাহনাজ বেলী ছবি: সংগৃহীত

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ স্লোগান নিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক লালন উৎসব ২০২৫’। ১৯ অক্টোবর রোববার স্থানীয় সময় বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই উৎসব। অনুষ্ঠিত হবে নিউইয়র্কের কুইন্স প্যালেসে। উদ্বোধন করবেন বাউল শফি মণ্ডল। প্রধান অতিথি থাকবেন নিউইয়র্ক স্টেট সিনেটর জোসেফ পি অ্যাডাবো জুনিয়র।

আন্তর্জাতিক লালন উৎসব উৎসর্গ করা হয়েছে প্রয়াত লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। অনুষ্ঠানে থাকছে লালন শাহকে নিয়ে আলোচনা, সংগীত, নৃত্য ও কবিতা পাঠের আয়োজন। সংগীত পরিবেশন করবেন সংগীতশিল্পী রিজিয়া পারভীন, শাহনাজ বেলী, স্বপ্নীল সজীব, কালা মিয়া, শিমুল খান, রেশমি মির্জা, মেলাল শাহ, করিম হাওলাদার, শাহিন হোসেন প্রমুখ। নৃত্য পরিবেশন করবে মিথুন ড্যান্স অ্যাকাডেমি এবং ফিউশন ডান্স ট্রুপ ইউএসএ। উৎসব আয়োজন করছে লালন পরিষদ ইউএসএ। সহযোগিতায় বাংলাদেশ ক্লাব যুক্তরাষ্ট্র।

আয়োজকেরা জানিয়েছেন, লালনের গান বাঙালি জাতির অমূল্য সম্পদ। এই গান সবার মাঝে ছড়িয়ে দেওয়া যেমন এই উৎসবের উদ্দেশ্য, তেমনি এই উৎসবের মাধ্যমে লালনকে স্মরণ করা হবে, স্মরণ করা হবে সদ্য প্রয়াত লালনসম্রাজ্ঞী সংগীতশিল্পী ফরিদা পারভীনকে। এরই মধ্যে উৎসব নিয়ে প্রবাসীদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

যুক্তরাষ্ট্র থেকে গতকাল শাহনাজ বেলী বলেন, ‘বেশ কিছুদিন হলো আমি যুক্তরাষ্ট্রে এসেছি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে সংগীত পরিবেশন করেছি। এবারের আন্তর্জাতিক লালন উৎসব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি উৎসব। উৎসবে আমি আমার ভীষণ শ্রদ্ধার, ভালোবাসার এবং বাংলাদেশের গর্ব সদ্য প্রয়াত ফরিদা পারভীন আপাকে উৎসর্গ করে গান গাইব। এরই মধ্যে শিল্পীরা সবাই প্র্যাকটিসে অংশ নিয়েছি। সার্বিক আয়োজন দেখে মনে হচ্ছে এবারের লালন উৎসব বেশ ভালো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

গণভোট আর নির্বাচন এক দিনে করার প্রস্তাব উদ্ভট: জামায়াত নেতা তাহের

ভল্ট থেকে উইন্ডো গ্রুপের কোটি টাকা চুরি, ডেপুটি ম্যানেজারসহ গ্রেপ্তার ২

আমরা চাই, আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক— প্রধান উপদেষ্টাকে সালাহউদ্দিন

জুলাই সনদে স্বাক্ষর: হঠাৎ সংকট, জরুরি বৈঠক শেষে স্বস্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত