Ajker Patrika

‘উৎসব’-এর পর হুমায়ূন আহমেদের গল্পে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘উৎসব’-এর পর হুমায়ূন আহমেদের গল্পে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’

গত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি। আগামী বছর ঈদেও নতুন সিনেমা নিয়ে আসছেন তানিম নূর। গত মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হলো আগামী রোজার ঈদে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’।

চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে উৎসব বানিয়েছিলেন তানিম নূর। এবার তিনি বেছে নিয়েছেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস। বনলতা এক্সপ্রেস নির্মিত হবে ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। গল্পে দেখা যাবে, অসুস্থ মামাকে দেখতে ট্রেনে করে দিনাজপুর যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চিত্রা। তার সেই ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়েই এগিয়ে যাবে কাহিনি।

হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তাঁর লেখা গল্প নিয়ে সরকারি অনুদানে জয়া আহসান ‘দেবী’ বানালেও নানা জটিলতায় ‘পেন্সিলে আঁকা পরী’ বানাতে পারেননি অমিতাভ রেজা চৌধুরী। দুই পরিবারের অনুমতিসংক্রান্ত জটিলতাই বেশি ভুগিয়েছে বলে জানিয়েছিলেন অমিতাভ রেজা। এরপর হুমায়ূন আহমেদের ছোটগল্প ‘লোভ’ নিয়ে সিনেমা বানানোর জন্য ২০২৩-২৪ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছেন মিস পিংকি আক্তার। ‘লোভ’ নামের ওই সিনেমার কোনো খোঁজ নেই। এবার তানিম নূর ঘোষণা দিলেন কিছুক্ষণ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণের। জানা গেছে, লেখকের পরিবার থেকে উপন্যাসটি নিয়ে সিনেমা নির্মাণের সবুজসংকেত নিয়েই কাজে হাত দিয়েছেন নির্মাতা।

উৎসবের মতো তানিমের নতুন সিনেমায়ও থাকছে নব্বইয়ের দশকের ব্যান্ডের গানের প্রভাব। অ্যানাউন্সমেন্ট ভিডিওর পুরোটা সময় ব্যাকগ্রাউন্ডে বেজেছে অর্থহীন ব্যান্ডের ‘চাইতেই পারো’ গানটি। বনলতা এক্সপ্রেসেও অভিনয় করবেন একঝাঁক তারকা। তালিকায় আছে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজের মতো অভিনয়শিল্পীদের নাম। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করা হয়নি। জানা গেছে, ইতিমধ্যে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী চূড়ান্ত হয়েছেন, বাকিদের সঙ্গে চলছে আলোচনা। সবার সঙ্গে চুক্তি শেষেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে শিল্পীতালিকা। শুটিং শুরু হবে আগামী ডিসেম্বর মাসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...