Ajker Patrika

নতুন পরিচয়ে ভক্তদের সামনে হাজির শাবনূর

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২৩: ৪৯
নতুন পরিচয়ে ভক্তদের সামনে হাজির শাবনূর

রূপালি পর্দার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। বর্তমানে তিনি পরিবার নিয়ে থাকছেন অস্ট্রেলিয়ায়। অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। তবে এবার ভক্তদের সামনে হাজির হচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তবে এবার তিনি হাজির হচ্ছেন ভিন্নরূপে। চিত্রনায়িকা শাবনূর ইউটিউবে একটি চ্যানেল খুলেছেন। সেই চ্যানেলে ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।

১৪ সেপ্টেম্বর 'শাবনূর' নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে শাবনূর বলেন, ‘বন্ধুরা, তোমাদের সঙ্গে থাকতে চাই, তোমাদের পাশে থাকতে চাই এবং তোমাদের ভালোবাসা পেতে চাই।’

শাবনূর জানান, এই ইউটিউব চ্যানেলে শুধু তিনিই নন, কাজ করবে তিনজন খুদে ইউটিউবার। তাদের মধ্যে শাবনূরের ছেলে আইজানও আছে। আর বাকি দুই খুদে ইউটিউবারের নাম ইহান ও ইনাইয়া।

ইউটিউবের পাশাপাশি শাবনূরকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও পাওয়া যাবে বলে প্রকাশিত ভিডিও বার্তায় ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ ছবিতে কাজ করেন শাবনূর। এরপর বেশ কয়েকবার রূপালি পর্দায় ফেরার কথা বললেও আর ফেরা হয়নি তাঁর। ১৯৯৩ সালে 'চাঁদনী রাতে' সিনেমার মধ্য দিয়ে শাবনূরের চলচ্চিত্রে অভিষেক ঘটে। মেরিল-প্রথম আলো পুরস্কারসহ ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার পেয়েছেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা।

ইউটিউবে শাবনূর প্রকাশিত ভিডিও-

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত