টালিউডের চেয়ে বলিউডেই বেশি মনোযোগী দেখা যাচ্ছে কলকাতার নির্মাতা ও অভিনেতাদের। অভিনেতা প্রসেনজিৎ ব্যস্ত সময় পার করছেন ‘সেক্রেড গেমস’খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের ওয়েব সিরিজ নিয়ে। ‘স্টারডাস্ট’ নামের এই সিরিজে মূল চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বর্তমানে ব্যস্ত মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’র নির্মাণে, বহুদিন ধরেই মুম্বাইতে রয়েছেন তিনি। কলকাতায় নেই ঋতুপর্ণা সেনগুপ্ত। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বীণা বক্সির পরিচালনায় ‘ইতর’ ছবির দ্বিতীয় শিডিউলের শুটিংয়ে মুম্বাইতে রয়েছেন ঋতুপর্ণা।
‘চরিত্রহীন’, ‘ড্রাকুলা স্যার’খ্যাত পরিচালক দেবালয় ভট্টাচার্যও রয়েছেন মুম্বাইয়ে। আমাজন প্রাইমের জন্য ‘দ্য গার্ল’-এর শুটিং করছেন তিনি। দেবালয়ের পরিচালনায় এই সিরিজে পরমব্রত চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, তানিয়া মানিকতলা ছাড়াও রয়েছেন জারিনা ওয়াহাব, বিনয় পাঠক, সৌরভ দাস, সমীর সোনি। সিরিজটির বেশির ভাগ অভিনয়শিল্পীই কলকাতার।
পরমব্রত-যীশু সেনগুপ্ত আগেও একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন। প্রতিবছরই কমবেশি বলিউডে দেখা যায় তাঁদের। শিগগিরই সনি লিভের হিন্দি ওয়েব সিরিজ ‘অবরোধ’-এর শুটিংয়ে কাশ্মীর যাচ্ছেন আবীর চট্টোপাধ্যায়ও।
শাশ্বত চট্টোপাধ্যায় এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। তবে কিছুদিন আগেই বুদাপেস্ট থেকে ফিরেছেন তিনি। সেখানে কঙ্গনা রনৌতের সঙ্গে ‘ধাকড়’ ছবির শুটিং শেষ করেছেন। শাশ্বতর হাতে রয়েছে একাধিক হিন্দি ছবি ও সিরিজ।
মুম্বাইতে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। সেখানে একের পর এক হিন্দি ছবি আর ওয়েব সিরিজে কাজ করছেন অভিনেত্রী। বেশ কিছুদিন আগেই নেটফ্লিক্স অরিজিনালসের জন্য অনভিতা দত্তের পরিচালনায় ‘কালা’ সিরিজের শুটিং সেরেছেন স্বস্তিকা। হিন্দি ছবি ‘দিল বেচারা’তেও দেখা গিয়েছে তাঁকে।
বলিউডের ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির শুটিংয়ে এই মুহূর্তে ইউরোপে আছেন কলকাতার ব্যস্ত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ছবিতে রানি মুখার্জির বিপরীতে দেখা যাবে তাঁকে।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বলিউড সে দেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। তাই অভিনয়শিল্পীদের কাছে সেই ইন্ডাস্ট্রি সবচেয়ে পূজণীয়। তাই তো ছোট-বড় অফারের বাতাস গায়ে লাগাতেই নিত্যদিন ছুটছেন সেখানে।
টালিউডের চেয়ে বলিউডেই বেশি মনোযোগী দেখা যাচ্ছে কলকাতার নির্মাতা ও অভিনেতাদের। অভিনেতা প্রসেনজিৎ ব্যস্ত সময় পার করছেন ‘সেক্রেড গেমস’খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের ওয়েব সিরিজ নিয়ে। ‘স্টারডাস্ট’ নামের এই সিরিজে মূল চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বর্তমানে ব্যস্ত মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’র নির্মাণে, বহুদিন ধরেই মুম্বাইতে রয়েছেন তিনি। কলকাতায় নেই ঋতুপর্ণা সেনগুপ্ত। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বীণা বক্সির পরিচালনায় ‘ইতর’ ছবির দ্বিতীয় শিডিউলের শুটিংয়ে মুম্বাইতে রয়েছেন ঋতুপর্ণা।
‘চরিত্রহীন’, ‘ড্রাকুলা স্যার’খ্যাত পরিচালক দেবালয় ভট্টাচার্যও রয়েছেন মুম্বাইয়ে। আমাজন প্রাইমের জন্য ‘দ্য গার্ল’-এর শুটিং করছেন তিনি। দেবালয়ের পরিচালনায় এই সিরিজে পরমব্রত চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, তানিয়া মানিকতলা ছাড়াও রয়েছেন জারিনা ওয়াহাব, বিনয় পাঠক, সৌরভ দাস, সমীর সোনি। সিরিজটির বেশির ভাগ অভিনয়শিল্পীই কলকাতার।
পরমব্রত-যীশু সেনগুপ্ত আগেও একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন। প্রতিবছরই কমবেশি বলিউডে দেখা যায় তাঁদের। শিগগিরই সনি লিভের হিন্দি ওয়েব সিরিজ ‘অবরোধ’-এর শুটিংয়ে কাশ্মীর যাচ্ছেন আবীর চট্টোপাধ্যায়ও।
শাশ্বত চট্টোপাধ্যায় এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। তবে কিছুদিন আগেই বুদাপেস্ট থেকে ফিরেছেন তিনি। সেখানে কঙ্গনা রনৌতের সঙ্গে ‘ধাকড়’ ছবির শুটিং শেষ করেছেন। শাশ্বতর হাতে রয়েছে একাধিক হিন্দি ছবি ও সিরিজ।
মুম্বাইতে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। সেখানে একের পর এক হিন্দি ছবি আর ওয়েব সিরিজে কাজ করছেন অভিনেত্রী। বেশ কিছুদিন আগেই নেটফ্লিক্স অরিজিনালসের জন্য অনভিতা দত্তের পরিচালনায় ‘কালা’ সিরিজের শুটিং সেরেছেন স্বস্তিকা। হিন্দি ছবি ‘দিল বেচারা’তেও দেখা গিয়েছে তাঁকে।
বলিউডের ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির শুটিংয়ে এই মুহূর্তে ইউরোপে আছেন কলকাতার ব্যস্ত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ছবিতে রানি মুখার্জির বিপরীতে দেখা যাবে তাঁকে।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বলিউড সে দেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। তাই অভিনয়শিল্পীদের কাছে সেই ইন্ডাস্ট্রি সবচেয়ে পূজণীয়। তাই তো ছোট-বড় অফারের বাতাস গায়ে লাগাতেই নিত্যদিন ছুটছেন সেখানে।
ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৩ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৩ ঘণ্টা আগেজনপ্রিয় তুর্কি সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার দেখা যাবে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি অ্যাপে। সিরিজটির প্রথম ছয়টি সিজন বাংলা ডাবিং করে দেখানোর জন্য সম্প্রতি এসআরকে গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে টফি। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান...
৩ ঘণ্টা আগেগত বছর প্রয়াত হয়েছেন দুই সংগীত তারকা শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েল। তাঁদের স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’ নামের অনুষ্ঠান আয়োজন করা হয় গতকাল শনিবার।
১৩ ঘণ্টা আগে