অধীর আগ্রহে বসে ছিল বাংলাদেশের সিনেমাপ্রেমীরা। ঘোষণা হবে বিশ্বখ্যাত কান উৎসবের আঁ সার্তে রিগায় বিভাগের পুরস্কার। যেটি থেকে চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার দাবিদার ছিল বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’-ও। তবে বিজয়ীর শেষ হাসি হাসতে পারল না বাংলাদেশের ছবিটি।
কান উৎসবের ৭৪ তম আসরে বিজয়ীদের নাম জানা গেল। গ্র্যান্ড প্রাইজ পেয়েছে রাশিয়ার সিনেমা কিরা কোভালেঙ্কো পরিচালিত ‘আনক্লিনজিং দ্য ফিস্ট’। প্রাইজ অব অরিজিনালিটি পেয়েছে ভ্লাদিমির জোহানসন পরিচালিত আইসল্যান্ডের ‘ল্যাম্ব’। প্রাইজ অব কোরেজ পেয়েছে তেদোরা আনা মিহাহি পরিচালিত বেলজিয়াম-রোমানিয়া-মেক্সিকো প্রযোজিত ‘লা সিভিল’, এনসেম্বেল প্রাইজ পেয়েছে হাফসিয়া হেরজি পরিচালিত ফ্রান্সের ‘বন মেরে’, জুরি প্রাইজ পেয়েছে সেবেস্টাইন মেইসি পরিচালিত অস্ট্রিয়ার ‘গ্রেট ফ্রিডম’। স্পেশাল মেনশন করা হয়েছে টাতাইনা হুয়েজোর ‘প্রেয়ারস ফর দ্যা স্টোলেন’ ছবিটি।
আঁ সার্তে রিগায় বাংলাদেশের ছবিটি ছাড়াও আরও লড়েছিল জাপানের ‘অনোডা’, তাইওয়ানের ‘মানিবয়েজ’, যুক্তরাষ্ট্রের ‘ব্লু বায়ো’, হাইতির ‘ফ্রেদা’, রাশিয়ার ‘ডেলো’, , মেক্সিকোর ‘নচে দে ফুয়েগো’, , তুরস্কের ‘কমিটমেন্ট হাসান’, যুক্তরাষ্ট্রের ‘আফটার ইয়েং’, ইসরায়েলের ‘লেট দেয়ার বি মর্নিং’, ফ্রান্সের ‘লা ত্রাভিয়েতা মাই ব্রাদার্স অ্যান্ড আই’, বুলগেরিয়ার ‘উইমেন ডু ক্রাই’, চীনের ‘গেই ওয়ার’, নরওয়ের ‘দ্য ইনোসেন্টস’ এবং বেলজিয়ামের ‘প্লে গ্রাউন্ড’।
কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি লড়াই করেছে এবারের আয়োজনে। ৭ জুলাই সাদ-বাঁধন টিমের উপস্থিতিতে ছবিটির প্রথম প্রিমিয়ার হয় সেখানে। এরপর থেকেই কান নদীর তীরে ভেসেছে বাংলাদেশের এই ছবিটির নাম।
হলিউড রিপোর্টার, এনডিটিভি, ভ্যারাইটি, টাইমস অব ইন্ডিয়া, স্ক্রিন ডেইলিসহ আন্তর্জাতিক বেশিরভাগ গণমাধ্যমের শিরোনামে এসেছে ‘রেহানা মরিয়ম নূর’-এর প্রশংসা।
এ প্রসঙ্গে অভিনেত্রী বাঁধন তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘আমরা যা পেয়েছি তা–ই অনেক। এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত বড় বড় মানুষের সিনেমার সঙ্গে আমাদের সিনেমা প্রতিযোগিতা করছে এটাই অনেক বড় পাওয়া। আমি বিশ্বাস করি একদিন অস্কার আসবে সাদের হাত ধরে।’
অধীর আগ্রহে বসে ছিল বাংলাদেশের সিনেমাপ্রেমীরা। ঘোষণা হবে বিশ্বখ্যাত কান উৎসবের আঁ সার্তে রিগায় বিভাগের পুরস্কার। যেটি থেকে চূড়ান্ত স্বীকৃতি পাওয়ার দাবিদার ছিল বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’-ও। তবে বিজয়ীর শেষ হাসি হাসতে পারল না বাংলাদেশের ছবিটি।
কান উৎসবের ৭৪ তম আসরে বিজয়ীদের নাম জানা গেল। গ্র্যান্ড প্রাইজ পেয়েছে রাশিয়ার সিনেমা কিরা কোভালেঙ্কো পরিচালিত ‘আনক্লিনজিং দ্য ফিস্ট’। প্রাইজ অব অরিজিনালিটি পেয়েছে ভ্লাদিমির জোহানসন পরিচালিত আইসল্যান্ডের ‘ল্যাম্ব’। প্রাইজ অব কোরেজ পেয়েছে তেদোরা আনা মিহাহি পরিচালিত বেলজিয়াম-রোমানিয়া-মেক্সিকো প্রযোজিত ‘লা সিভিল’, এনসেম্বেল প্রাইজ পেয়েছে হাফসিয়া হেরজি পরিচালিত ফ্রান্সের ‘বন মেরে’, জুরি প্রাইজ পেয়েছে সেবেস্টাইন মেইসি পরিচালিত অস্ট্রিয়ার ‘গ্রেট ফ্রিডম’। স্পেশাল মেনশন করা হয়েছে টাতাইনা হুয়েজোর ‘প্রেয়ারস ফর দ্যা স্টোলেন’ ছবিটি।
আঁ সার্তে রিগায় বাংলাদেশের ছবিটি ছাড়াও আরও লড়েছিল জাপানের ‘অনোডা’, তাইওয়ানের ‘মানিবয়েজ’, যুক্তরাষ্ট্রের ‘ব্লু বায়ো’, হাইতির ‘ফ্রেদা’, রাশিয়ার ‘ডেলো’, , মেক্সিকোর ‘নচে দে ফুয়েগো’, , তুরস্কের ‘কমিটমেন্ট হাসান’, যুক্তরাষ্ট্রের ‘আফটার ইয়েং’, ইসরায়েলের ‘লেট দেয়ার বি মর্নিং’, ফ্রান্সের ‘লা ত্রাভিয়েতা মাই ব্রাদার্স অ্যান্ড আই’, বুলগেরিয়ার ‘উইমেন ডু ক্রাই’, চীনের ‘গেই ওয়ার’, নরওয়ের ‘দ্য ইনোসেন্টস’ এবং বেলজিয়ামের ‘প্লে গ্রাউন্ড’।
কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি লড়াই করেছে এবারের আয়োজনে। ৭ জুলাই সাদ-বাঁধন টিমের উপস্থিতিতে ছবিটির প্রথম প্রিমিয়ার হয় সেখানে। এরপর থেকেই কান নদীর তীরে ভেসেছে বাংলাদেশের এই ছবিটির নাম।
হলিউড রিপোর্টার, এনডিটিভি, ভ্যারাইটি, টাইমস অব ইন্ডিয়া, স্ক্রিন ডেইলিসহ আন্তর্জাতিক বেশিরভাগ গণমাধ্যমের শিরোনামে এসেছে ‘রেহানা মরিয়ম নূর’-এর প্রশংসা।
এ প্রসঙ্গে অভিনেত্রী বাঁধন তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘আমরা যা পেয়েছি তা–ই অনেক। এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত বড় বড় মানুষের সিনেমার সঙ্গে আমাদের সিনেমা প্রতিযোগিতা করছে এটাই অনেক বড় পাওয়া। আমি বিশ্বাস করি একদিন অস্কার আসবে সাদের হাত ধরে।’
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৪৩ মিনিট আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
১ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
১ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
১ ঘণ্টা আগে