বিনোদন প্রতিবেদক
ঢাকা: কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সের প্যারিসে পৌঁছেছেন আজমেরি হক বাঁধন। সঙ্গে আরও ছয়জন। ‘রেহানা মরিয়ম নূর’ ছবির সাতজনের টিম ফ্রান্সে পৌঁছেই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সাতজনের টিম কানে গেলেও গ্রুপ ফটোতে ৬ জনকে পাওয়া গেছে। দেখা গেল না পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদকে। আজমেরি হক বাঁধন জানালেন, সাদ আছেন ক্যামেরার পেছনে। ছবিটি তুলেছেন তিনিই। তাই তাকে পাওয়া যায়নি ছবিতে।
ছবিতে দেখা গেছে, গাছপালায় ভরা এক বাড়ির সামনে বসে আছেন তারা। বাঁধন জানাচ্ছেন, এটি মূলত বাগানবাড়ি। কান শহর থেকে খানিকটা দূরে এই বাড়িটি দশদিনের জন্য ভাড়া করেছেন তারা। হোটেলে না উঠে এই বাগানবাড়িতে থাকার একমাত্র কারণ– কোয়ারেন্টিন।
ফ্রান্সের ভিসার শর্ত ছিল ১০ দিনের কোয়ারেন্টিন। সে হিসেবে শুক্রবার (২৫ জুন) রাতে প্যারিসে নেমেই সোজা চলে গেছেন ওই বাগানবাড়িতে। ৪ জুলাই পর্যন্ত চলবে কোয়ারিন্টিন। ততদিন পর্যন্ত এ বাড়িতেই কাটবে তাঁদের সময়।
৫ জুলাই এই টিম যাবে কান শহরে। ১৬ জুলাই ‘রেহানা মরিয়ম নূর’ টিমের জন্য বিশেষ দিন। ওই দিনই জানা যাবে ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটির ভাগ্যে কোনো পুরস্কার জুটবে কিনা। তবে এর আগে ছবিটি উৎসবে দেখানো হবে।
বাঁধন ও টিম হাঁটবেন কান ফেস্টিভ্যালের রেট কার্পেটে। বাঁধনের জোর বিশ্বাস, ‘আন সার্টেইন রিগার্ড’ ক্যাটাগরিতে পুরস্কারও জিততে পারে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি।
বিদেশে তো এর আগেও আসা হয়েছে। তবে এবার অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে পরীক্ষা দিতে এসেছি। টেনশনে কাটছে প্রতিটি দিন। অপেক্ষায় আছি সিনেমাটি কবে দেখবো। আমি নিজেই এখনো ছবিটি দেখিনি। বোঝেন তাহলে এখন কোন অবস্থায় আছি।
আজমেরি হক বাঁধন, ‘রেহানা মরিয়ম নূর’ অভিনেত্রী
সাদরা ফিরবেন ১৮ জুলাই। কান উৎসবে যোগ দিতে পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ ও বাঁধন ছাড়াও গেছেন সাউন্ড ইঞ্জিনিয়ার শৈব, কালারিস্ট চিন্ময়, প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল, সিনেমাটোগ্রাফার তুহিন, সহ–প্রযোজক রাজিব মহাজন ও নির্বাহী প্রযোজক বাবু।
ঢাকা: কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সের প্যারিসে পৌঁছেছেন আজমেরি হক বাঁধন। সঙ্গে আরও ছয়জন। ‘রেহানা মরিয়ম নূর’ ছবির সাতজনের টিম ফ্রান্সে পৌঁছেই ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সাতজনের টিম কানে গেলেও গ্রুপ ফটোতে ৬ জনকে পাওয়া গেছে। দেখা গেল না পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদকে। আজমেরি হক বাঁধন জানালেন, সাদ আছেন ক্যামেরার পেছনে। ছবিটি তুলেছেন তিনিই। তাই তাকে পাওয়া যায়নি ছবিতে।
ছবিতে দেখা গেছে, গাছপালায় ভরা এক বাড়ির সামনে বসে আছেন তারা। বাঁধন জানাচ্ছেন, এটি মূলত বাগানবাড়ি। কান শহর থেকে খানিকটা দূরে এই বাড়িটি দশদিনের জন্য ভাড়া করেছেন তারা। হোটেলে না উঠে এই বাগানবাড়িতে থাকার একমাত্র কারণ– কোয়ারেন্টিন।
ফ্রান্সের ভিসার শর্ত ছিল ১০ দিনের কোয়ারেন্টিন। সে হিসেবে শুক্রবার (২৫ জুন) রাতে প্যারিসে নেমেই সোজা চলে গেছেন ওই বাগানবাড়িতে। ৪ জুলাই পর্যন্ত চলবে কোয়ারিন্টিন। ততদিন পর্যন্ত এ বাড়িতেই কাটবে তাঁদের সময়।
৫ জুলাই এই টিম যাবে কান শহরে। ১৬ জুলাই ‘রেহানা মরিয়ম নূর’ টিমের জন্য বিশেষ দিন। ওই দিনই জানা যাবে ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটির ভাগ্যে কোনো পুরস্কার জুটবে কিনা। তবে এর আগে ছবিটি উৎসবে দেখানো হবে।
বাঁধন ও টিম হাঁটবেন কান ফেস্টিভ্যালের রেট কার্পেটে। বাঁধনের জোর বিশ্বাস, ‘আন সার্টেইন রিগার্ড’ ক্যাটাগরিতে পুরস্কারও জিততে পারে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’ ছবিটি।
বিদেশে তো এর আগেও আসা হয়েছে। তবে এবার অন্যরকম অনুভূতি। মনে হচ্ছে পরীক্ষা দিতে এসেছি। টেনশনে কাটছে প্রতিটি দিন। অপেক্ষায় আছি সিনেমাটি কবে দেখবো। আমি নিজেই এখনো ছবিটি দেখিনি। বোঝেন তাহলে এখন কোন অবস্থায় আছি।
আজমেরি হক বাঁধন, ‘রেহানা মরিয়ম নূর’ অভিনেত্রী
সাদরা ফিরবেন ১৮ জুলাই। কান উৎসবে যোগ দিতে পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদ ও বাঁধন ছাড়াও গেছেন সাউন্ড ইঞ্জিনিয়ার শৈব, কালারিস্ট চিন্ময়, প্রোডাকশন ডিজাইনার উজ্জ্বল, সিনেমাটোগ্রাফার তুহিন, সহ–প্রযোজক রাজিব মহাজন ও নির্বাহী প্রযোজক বাবু।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
২ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৭ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে