Ajker Patrika

সিয়াম-পূজায় বাংলা ছবির বছর শুরু

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৮: ৩৬
সিয়াম-পূজায় বাংলা ছবির বছর শুরু

বছরের শেষ দুই মাসে মুক্তি পাবে একাধিক বড় বাজেটের আলোচিত ছবি। এর মধ্যে অন্যতম বাঁধনের ‘রেহানা মরিয়ম নূর’, আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’ এবং অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’। আশা করা হচ্ছে বছর শেষে এই ছবিগুলো আলোচনা তৈরি করতে পারবে।

এর মধ্যে নতুন বছরের শুরুরও প্ল্যানিং চলছে। বছরের প্রথম ছবি হিসেবে ৭ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিয়াম ও পূজা জুটির তৃতীয় ছবি ‘শান’। পুলিশি অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা এম রাহিম।

সিয়াম বলেন, ‘এ বছরের শেষেই ছবিটি মুক্তি দেওয়ার প্ল্যান ছিল। এর মধ্যে আমাদের কলিগদের বেশ বড় কয়েকটি ছবি মুক্তি পাচ্ছে। আমরা এলে প্রতিযোগিতা আরও বাড়বে। সবার ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। করোনার কারণে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। তবে ছবি মুক্তির এই ধারাবাহিকতা থাকলে ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে।’

পূজা চেরি বলেন, ‘আমার ও সিয়ামের তৃতীয় ছবি এটা। ছবিটি বানিয়েছেন এম রাহিম। উনি সাড়ে তিন বছরের বেশি সময় ধরে এই ছবির সঙ্গে আছেন। এটাই তাঁর প্রথম ছবি। বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন।’

‘শান’-এর গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। ছবিটির পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত