ইউএনডিপি ও এশিয়াটিকের ধারাবাহিক নাটক ‘ইচ্ছেডানা’য় নারী ফুটবলার হিসেবে অভিনয় করে নজর কাড়েন প্রিয়াম অর্চি। এছাড়া গত মাসে ভারতের গোয়ায় বসেছিল উপমহাদেশের প্রাচীন চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়া’ (আইএফএফআই)। ৫২তম এ উৎসবে অংশ নিয়েছিল প্রিয়াম অর্চি অভিনীত ছবি ‘পায়ের তলায় মাটি নাই’। এ ছবিতে বন্যার বিপদ সংকেতের মধ্যে পরিবার নিয়ে টিকে থাকার লড়াই করে যাওয়া এক নারীর চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি।
আরেকটি নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন প্রিয়াম। নাম ‘নির্বাণ’। নতুন ছবি ও চরিত্রটি নিয়ে প্রিয়াম অর্চি বলেন, ‘একটা মেয়ের বাস্তব ও মনোজাগতিক এক যাত্রার ভিতর দিয়ে নিজেকে খুঁজে পাওয়ার গল্প—নির্বাণ। যে চরিত্রটি আমি করছি। এই খুঁজে পাওয়ার জার্নিটি গল্পে যেভাবে উপস্থাপনের পরিকল্পনা করা হয়েছে, তা আমাকে সবচেয়ে বেশি আগ্রহী করেছে। বর্তমানে প্রস্তুতি পর্ব চলছে, ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে।’
ছবিটির পরিচালক আসিফ ইসলাম বলেন, ‘নির্বাণ আসলে একটা জার্নি। নিজেকে আবিস্কারের জার্নি। এই জার্নিতে প্রিয়ামের যুক্ত হওয়া আমাদের জন্য আনন্দের। আমার মনে হয়, চরিত্রটি সে ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে পারবে।’
শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ‘নির্বাণ’ টিম। শীতের শেষে শুরু হবে শুটিং।
প্রিয়াম এখন শুটিং করছেন ‘ইচ্ছেডানা’ ধারাবাহিকে। এর প্রথম সিজনে ক্লাস নাইনের ফুটবলার হিসেবে দেখা গেলেও তৃতীয় সিজনে তাঁকে দেখা যাবে কলেজ ছাত্রী হিসেবে।
এছাড়া প্রিয়াম অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে— রাকেশ বসু পরিচালিত ওয়েব ড্রামা- ‘এ বাড়ি ও বাড়ি’, আশিকুর রহমানের ‘যদি আমি না থাকি’, সালাহউদ্দিন লাভলুর ‘সোনার পাখি রূপার পাখি’, আফসানা মিমির ‘সায়ংকাল’, সৈমো নজরুল পরিচালিত ‘গেছো তোতা মেছো ভূত’ ইত্যাদি।
রাব্বী মৃধা পরিচালিত ও আবু শাহেদ ইমন প্রযোজিত ‘পায়ের তলায় মাটি নাই’ ও সরকারি অনুদানে নির্মিত আমিনুর রহমান পরিচালিত ‘কমলাপুরান’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রিয়াম।
টিভি নাটক ও চলচ্চিত্র ছাড়াও প্রিয়াম নিয়মিতভাবে মঞ্চে কাজ করছেন।
ইউএনডিপি ও এশিয়াটিকের ধারাবাহিক নাটক ‘ইচ্ছেডানা’য় নারী ফুটবলার হিসেবে অভিনয় করে নজর কাড়েন প্রিয়াম অর্চি। এছাড়া গত মাসে ভারতের গোয়ায় বসেছিল উপমহাদেশের প্রাচীন চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়া’ (আইএফএফআই)। ৫২তম এ উৎসবে অংশ নিয়েছিল প্রিয়াম অর্চি অভিনীত ছবি ‘পায়ের তলায় মাটি নাই’। এ ছবিতে বন্যার বিপদ সংকেতের মধ্যে পরিবার নিয়ে টিকে থাকার লড়াই করে যাওয়া এক নারীর চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম অর্চি।
আরেকটি নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন প্রিয়াম। নাম ‘নির্বাণ’। নতুন ছবি ও চরিত্রটি নিয়ে প্রিয়াম অর্চি বলেন, ‘একটা মেয়ের বাস্তব ও মনোজাগতিক এক যাত্রার ভিতর দিয়ে নিজেকে খুঁজে পাওয়ার গল্প—নির্বাণ। যে চরিত্রটি আমি করছি। এই খুঁজে পাওয়ার জার্নিটি গল্পে যেভাবে উপস্থাপনের পরিকল্পনা করা হয়েছে, তা আমাকে সবচেয়ে বেশি আগ্রহী করেছে। বর্তমানে প্রস্তুতি পর্ব চলছে, ফেব্রুয়ারিতে শুটিং শুরু হবে।’
ছবিটির পরিচালক আসিফ ইসলাম বলেন, ‘নির্বাণ আসলে একটা জার্নি। নিজেকে আবিস্কারের জার্নি। এই জার্নিতে প্রিয়ামের যুক্ত হওয়া আমাদের জন্য আনন্দের। আমার মনে হয়, চরিত্রটি সে ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে পারবে।’
শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ‘নির্বাণ’ টিম। শীতের শেষে শুরু হবে শুটিং।
প্রিয়াম এখন শুটিং করছেন ‘ইচ্ছেডানা’ ধারাবাহিকে। এর প্রথম সিজনে ক্লাস নাইনের ফুটবলার হিসেবে দেখা গেলেও তৃতীয় সিজনে তাঁকে দেখা যাবে কলেজ ছাত্রী হিসেবে।
এছাড়া প্রিয়াম অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে— রাকেশ বসু পরিচালিত ওয়েব ড্রামা- ‘এ বাড়ি ও বাড়ি’, আশিকুর রহমানের ‘যদি আমি না থাকি’, সালাহউদ্দিন লাভলুর ‘সোনার পাখি রূপার পাখি’, আফসানা মিমির ‘সায়ংকাল’, সৈমো নজরুল পরিচালিত ‘গেছো তোতা মেছো ভূত’ ইত্যাদি।
রাব্বী মৃধা পরিচালিত ও আবু শাহেদ ইমন প্রযোজিত ‘পায়ের তলায় মাটি নাই’ ও সরকারি অনুদানে নির্মিত আমিনুর রহমান পরিচালিত ‘কমলাপুরান’ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রিয়াম।
টিভি নাটক ও চলচ্চিত্র ছাড়াও প্রিয়াম নিয়মিতভাবে মঞ্চে কাজ করছেন।
ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়।
৯ মিনিট আগেআবুল হায়াত ও দিলারা জামানকে নিয়ে তৈরি হয়েছে নাটক ‘বেলা ও বিকেল’। এতে তাঁরা দুজন অভিনয় করেছেন নামভূমিকায়। আবুল হায়াত অভিনয় করেছেন বিকেল চরিত্রে এবং দিলারা জামান বেলার ভূমিকায়।
১৭ মিনিট আগেতাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। মা-বাবার মতো আইরাও নাম লেখালেন শোবিজে। শুরু হলো বিজ্ঞাপন দিয়ে। প্রথম কাজে আইরা সঙ্গে পেয়েছে মা মিথিলাকে। গত শনিবার প্রকাশ্যে এসেছে বিজ্ঞাপনটি।
২০ মিনিট আগে১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী। এ উপলক্ষে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। ১৫ আগস্ট থেকে বাংলাদেশ মহিলা সমিতিতে শুরু হবে উৎসব, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।
২৪ মিনিট আগে