মারা গেছেন অস্কার বিজয়ী অভিনয়শিল্পী ও যুক্তরাজ্যের সাবেক রাজনীতিক গ্লেনডা জ্যাকসন। ষাট ও সত্তরের দশকে দুবার অস্কার বিজয়ী এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর মৃত্যুসংবাদ যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছেন গ্লেনডা জ্যাকসনের এজেন্ট লিওনেল লারনার।
গতকাল বৃহস্পতিবার গ্লেনডা জ্যাকসনের এজেন্ট লিওনেল লারনার সিএনএনকে বলেন, ‘আজ সকালে অস্কার বিজয়ী অভিনেত্রী ও রাজনীতিক গ্লেনডা জ্যাকসন ৮৭ বছর বয়সে লন্ডনে নিজের বাসায় মারা গেছেন। তিনি কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং শান্তিপূর্ণভাবে তাঁর মৃত্যু হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন।’
১৯৩৬ সালে ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ব্রিকেনহেডে জন্মগ্রহণ করেন গ্লেনডা। কিশোর বয়সেই একটি অপেশাদার নাট্যদলে নাম লেখান। এরপর তিনি লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অব ড্রাম্যাটিক আর্টে পড়ার জন্য বৃত্তি অর্জন করেন। সেখান থেকে পাস করে তিনি লন্ডনের ওয়েস্ট এন্ডে অভিনয়জীবন শুরু করেন এবং ১৯৬৫ সালে ‘মারাট/শেইড’ নাটকের মধ্য দিয়ে নিউইয়র্কের ব্রডওয়েতে পা রাখেন।
এরপর রুপালি পর্দায় দেখা মেলে গ্লেনডার অভিনয় প্রতিভার। ১৯৬৯ সালে ‘উইমেন ইন লাভ’ সিনেমায় অলিভার রিডের বিপরীতে তাঁর চরিত্রের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতেন তিনি। দ্বিতীয় অস্কার জয় করেন ১৯৭৩ সালের রোমান্টিক কমেডি ‘আ টাচ অব ক্লাস’ সিনেমা দিয়ে।
এর আগেই অবশ্য রানি প্রথম এলিজাবেথের চরিত্র চিত্রণের জন্য খ্যাতি মেলে গ্লেনডার। বিবিসির আত্মজৈবনিক চলচ্চিত্র ‘এলিজাবেথ আর’ এবং ঐতিহাসিক পটভূমিতে নির্মিত ‘মেরি, কুইন অব স্কটস’ সিনেমায় ব্রিটিশ রানির চরিত্রকে বাস্তব করে তোলেন এই অভিনেত্রী।
২০১৮ সালে ব্রডওয়ের নাটক ‘থ্রি টল উইমেনে’র জন্য টনি অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি।
রাজনীতিক হিসেবেও সফল ছিলেন গ্লেনডা জ্যাকসন। ১৯৯২ সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর লেবার পার্টির এমপি নির্বাচিত হন তিনি। তখন তাঁর দল পার্লামেন্টে বিরোধী দলে ছিল। তাঁর দীর্ঘ ২৩ বছরের এমপি জীবনে টনি ব্লেয়ারের নেতৃত্বে যুক্তরাজ্যে সরকারও গঠন করে লেবাররা। ১৯৯৭ সাল থেকে গ্লেনডা পরের দুই বছরের জন্য কনিষ্ঠ পরিবহনমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০০০ সালে লন্ডনের মেয়র নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু জিততে পারেননি।
মারা গেছেন অস্কার বিজয়ী অভিনয়শিল্পী ও যুক্তরাজ্যের সাবেক রাজনীতিক গ্লেনডা জ্যাকসন। ষাট ও সত্তরের দশকে দুবার অস্কার বিজয়ী এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর মৃত্যুসংবাদ যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছেন গ্লেনডা জ্যাকসনের এজেন্ট লিওনেল লারনার।
গতকাল বৃহস্পতিবার গ্লেনডা জ্যাকসনের এজেন্ট লিওনেল লারনার সিএনএনকে বলেন, ‘আজ সকালে অস্কার বিজয়ী অভিনেত্রী ও রাজনীতিক গ্লেনডা জ্যাকসন ৮৭ বছর বয়সে লন্ডনে নিজের বাসায় মারা গেছেন। তিনি কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং শান্তিপূর্ণভাবে তাঁর মৃত্যু হয়েছে। এ সময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন।’
১৯৩৬ সালে ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ব্রিকেনহেডে জন্মগ্রহণ করেন গ্লেনডা। কিশোর বয়সেই একটি অপেশাদার নাট্যদলে নাম লেখান। এরপর তিনি লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অব ড্রাম্যাটিক আর্টে পড়ার জন্য বৃত্তি অর্জন করেন। সেখান থেকে পাস করে তিনি লন্ডনের ওয়েস্ট এন্ডে অভিনয়জীবন শুরু করেন এবং ১৯৬৫ সালে ‘মারাট/শেইড’ নাটকের মধ্য দিয়ে নিউইয়র্কের ব্রডওয়েতে পা রাখেন।
এরপর রুপালি পর্দায় দেখা মেলে গ্লেনডার অভিনয় প্রতিভার। ১৯৬৯ সালে ‘উইমেন ইন লাভ’ সিনেমায় অলিভার রিডের বিপরীতে তাঁর চরিত্রের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতেন তিনি। দ্বিতীয় অস্কার জয় করেন ১৯৭৩ সালের রোমান্টিক কমেডি ‘আ টাচ অব ক্লাস’ সিনেমা দিয়ে।
এর আগেই অবশ্য রানি প্রথম এলিজাবেথের চরিত্র চিত্রণের জন্য খ্যাতি মেলে গ্লেনডার। বিবিসির আত্মজৈবনিক চলচ্চিত্র ‘এলিজাবেথ আর’ এবং ঐতিহাসিক পটভূমিতে নির্মিত ‘মেরি, কুইন অব স্কটস’ সিনেমায় ব্রিটিশ রানির চরিত্রকে বাস্তব করে তোলেন এই অভিনেত্রী।
২০১৮ সালে ব্রডওয়ের নাটক ‘থ্রি টল উইমেনে’র জন্য টনি অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি।
রাজনীতিক হিসেবেও সফল ছিলেন গ্লেনডা জ্যাকসন। ১৯৯২ সালে রাজনীতিতে যোগ দেওয়ার পর লেবার পার্টির এমপি নির্বাচিত হন তিনি। তখন তাঁর দল পার্লামেন্টে বিরোধী দলে ছিল। তাঁর দীর্ঘ ২৩ বছরের এমপি জীবনে টনি ব্লেয়ারের নেতৃত্বে যুক্তরাজ্যে সরকারও গঠন করে লেবাররা। ১৯৯৭ সাল থেকে গ্লেনডা পরের দুই বছরের জন্য কনিষ্ঠ পরিবহনমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০০০ সালে লন্ডনের মেয়র নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু জিততে পারেননি।
ঈদে মুক্তি পাওয়া আফরান নিশো অভিনীত ‘দাগি’ সিনেমায় জেফার রহমানের গাওয়া ‘নিয়ে যাবে কি’ শিরোনামের গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন ছুঁয়েছে। অনলাইনেও গানটি নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ‘নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা’ এমন কথায় গানটি লিখেছেন বাঁধন, সুর করেছেন জেফার
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এই প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে।
৩ ঘণ্টা আগেমহান মে দিবসে শিশুশিল্পীদের নিয়ে দুরন্ত টিভি প্রচার করবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নোঙর তোলো তোলো’। অনুষ্ঠানটিতে এম আর ওয়াসেকের নৃত্য পরিচালনায় গণসংগীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে নন্দনকলা কেন্দ্রের নৃত্যশিল্পী পুষ্পিতা, অর্পিতা, ইমি, পিউ, ইরা, অর্জন, মাহমুদা, শ্রেষ্ঠা, লাবিবা, সিলভা, সাদিয়া, সিজান, সিফা
৩ ঘণ্টা আগেদীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে সে বছর বক্স অফিসে নয়া রেকর্ড গড়েন বলিউড বাদশা। এরপর কিছুটা বিরতি। গত বছর কোনো সিনেমা মুক্তি পায়নি শাহরুখের, এ বছরটাও ফাঁকা যাবে। নতুন সিনেমা নিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে।
৩ ঘণ্টা আগে