Ajker Patrika

‘মিশন এক্সট্রিম’-এর জন্য খুলল বন্ধ থাকা ২০ হল

আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২১: ৫৩
‘মিশন এক্সট্রিম’-এর জন্য খুলল বন্ধ থাকা ২০ হল

করোনাকালীন বিপর্যয় কাটিয়ে আবারও চাঙা হচ্ছে সিনেমা হল। এর মধ্যে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলা ছবি ‘মিশন এক্সট্রিম’-এর প্রথম পর্ব। শুক্রবার দেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

এই ছবির জন্য বন্ধ থাকা ২০টি সিনেমা হল নতুন করে চালু হচ্ছে। করোনা মহামারিতে দুই বছর বন্ধ ছিল এই হলগুলো। হলসূত্রে জানা যায়, গত দুই বছরে আর কোনো ছবি একসঙ্গে এতগুলো হলে মুক্তি পায়নি।

ছবির পরিচালক ফয়সাল আহমেদ বলেন, ‘আরও অনেক প্রেক্ষাগৃহ ছবিটি প্রথম সপ্তাহে চেয়েছিলেন, কিন্তু আমরা ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি নিশ্চিত করেছি। দ্বিতীয় সপ্তাহ থেকে পর্যায়ক্রমে বাকি হলগুলোতেও চলবে। এই সিনেমার মাধ্যমে হলগুলো নতুন করে প্রাণ ফিরে পাবে।’

আরিফিন শুভ ও ঐশীছবিটি নিয়ে হলমালিকদের এমন আগ্রহ দেখে উচ্ছ্বসিত এই নির্মাতা। জানালেন, ‘আমরা সবাই মিলে নিজেদের সর্বোচ্চটা দিয়ে বড় বাজেটের এই ছবিটি নির্মাণ করেছি। অভিনয়শিল্পীরা ভালো অভিনয় করেছেন। প্রচার-প্রচারণাতেও কমতি রাখিনি। বাকিটা দর্শকদের ওপর।’

দেশ ও দেশের বাইরে 'মিশন এক্সট্রিম' একযোগে আগামীকাল মুক্তি পাচ্ছে। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ ও সানী সানোয়ার।

ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত ছাড়াও রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত